Akhil Giri: অখিল গিরিকে মন্ত্রিত্ব থেকে পদত্যাগের নির্দেশ! ABP Ananda Live

Estimated read time 1 min read
Listen to this article



ABP Ananda Live: মহিলা রেঞ্জ অফিসারকে শাসানি, অখিল গিরিকে মন্ত্রিত্ব থেকে …

source

You May Also Like

More From Author

21Comments

Add yours
  1. 2
    @rabiroy4656

    মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় , তৃণমূল দলের এই পদক্ষেপ কে সাধুবাদ জানাই । এমন রাজধর্ম শুধু তৃণমূল–ই পালন করতে পারে। Big Salute Mamama Banerjee 💪💚❤🚩 মমতাদি, তৃণমূলের উপর সম্মান আরও বেড়ে গেল এবং মমতা ব্যানার্জি আবারও প্রমাণ করলেন তৃণমূল আমলে কোন নারী অপমানিত হলে দল সেটাকে সমর্থন করে না, কড়া ব্যাবস্থা নেন। বলাৎকারী নারীবিদ্বেষী ধর্ষক BJP – CPM এর মতো নয়। বাংলার গর্ব মমতা ব্যানার্জি জিন্দাবাদ 💪💚❤কোথাও ভুল হলে তৃণমূল কংগ্রেস সেটা শুধরে নেয়। কিন্তু বিজেপি – সিপিএমের এই নারীদের নিয়ে কথা বলার কোন অধিকার নেই। মণিপুরে মহিলা কে উলঙ্গ করে 20–25 জন মিলে ধর্ষণ করে BJP জ্ঞান দিচ্ছে, সেই মণিপুরে ১বার যাননি, মণিপুর ধর্ষণ নিয়ে ১মাস ১টা শব্দ পর্যন্ত বলেনি প্রধানমন্ত্রী সেই, যে BJP সন্দেশখালির মহিলাদের সভ্রম নিয়ে ষড়যন্ত্র করে মিথ্যা ধর্ষণের অভিযোগ করিয়েছে ২০০০ টাকার বিনিময়ে শুধুমাত্র ১০ টা ভোটের জন্য সেই ধর্ষকদের দল BJP নারী দের নিয়ে কথা বলার একটা অধিকার নেই। নারীদের অসম্মান কারি দের বিরুদ্ধে ব্যবস্থা নিলে সবার আগে নরেন্দ্র মোদী আর বিজেপি নেতাদের 90% জেলে থাকবে। মধ্যপ্রদেশে BJP মন্ত্রী ধর্ষক কামিনী কাঞ্চনএ অভিযুক্ত কৈলাশ বিজয়বর্গীর ছেলে ১জন মহিলা কর্মচারী কে প্রকাশ্যে ক্রিকেট ব্যাট দিয়ে পেটায় সেই নারীবিদ্বেষী মোদি BJP এর নারীদের নিয়ে কথা বলার কোনো অধিকার নেই। আর 34 বছরে CPM নেতারা বাংলার নারীদের নির্যাতন করেছে, মহিলাদের খুন করেছে সেই CPM এর কোনো অধিকার নেই।
    .
    তবে… মাননীয় মন্ত্রী অখিল বাবু ভাষাটা একটু নরম ভাবে বুঝিয়ে বলতে পারতেন যেহেতু উনি মহিলা। Hit of the moment এ হয়তো বলে ফেলেছেন। কিন্তু…. কোন মিডিয়া দেখাচ্ছে না কী কারণে অখিল গিরির সঙ্গে কথা কাটাকাটি হয়েছে?? সমুদ্রের জল দোকানে ঢুকে যায় বলে স্হানীয় প্রশাসনের সঙ্গে কথা বলেই গরিব দোকান দার রা ১৫ ফুট সরিয়ে দোকান গুলো সরিয়ে অস্থায়ী ভাবে বসায়। কিন্তু হঠাৎ করে কিছু না বলে ওই Forest Officer রাতের অন্ধকারে জোর করে গ্রামের গরিব মানুষের দোকান করাত দিয়ে কেটে দেয়। সরকারি কর্মচারী বলে গরিব মানুষের সঙ্গে যা খুশি তাই করবে নাকি? উনি কোন হরিদাস পাল? সরকারি কর্মচারি উচিত তিনি মহিলা হোক বা পুরুষ — সাধারণ মানুষের সঙ্গে মিলে মিশে একসাথে, সাধারণ মানুষ কে সময় দিয়ে কাজ করা। জনগণ সবার উপরে। মাননীয় মন্ত্রী অখিল গিরি সেটাই বলেছেন, যেটা ১জন মানবিক মানুষ হয়ে মন্ত্রীর বলার কথা। তবে… মাননীয় মন্ত্রী অখিল বাবু ভাষাটা একটু নরম ভাবে বুঝিয়ে বলতে পারতেন যেহেতু উনি মহিলা। আগে নারি পরে পুরুষ। জনগণ সবার উপরে। Hit of the moment এ হয়তো বলে ফেলেছেন। কিন্তু বিজেপির দালাল গোদি মিডিয়া অখিল গিরি যে গ্রামের গরিব মানুষের দোকান দার দের স্বার্থে ওই Forest কর্মচারীর অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছেন সেটা মিডিয়া দেখাচ্ছে না। জায়হোক তবুও… আমাদের অগ্নিকন্যা মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এবং তৃণমূল কংগ্রেস শুধুমাত্র নারীর সম্মানের কথা ভেবে রাজ ধর্ম পালন করেছে। নারী অত্যাচারী, নারী ধর্ষণকারী বলাৎকারী জনতা পার্টি BJP আর নিজের বৌ কে অসম্মান করে তাড়ানো নারীবিদ্বেষী নরেন্দ্র মোদি, বিজেপি আর 34 বছরে নারীদের অত্যাচার অপমান অবহেলিত করা CPM এর মমতা ব্যানার্জির কাছ থেকে রাজ ধর্ম শেখা উচিত।
    .
    মা মাটি মানুষের সরকার বাংলার গর্ব মমতা ব্যানার্জি জিন্দাবাদ 💪💚❤🚩 অভিষেক ব্যানার্জি জিন্দাবাদ 💚 বাংলার উন্নয়নের কান্ডারি তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ 💚 জয় বাংলা 💚 জয় কোলকাতা 💚 জয় মা দুর্গা 💚❤🚩🚩

  2. 8
    @indrajithalder987

    তৃণমূলের মাথা ধীরে ধীরে খুলছে , আবার দেখা যাচ্ছে দল যেমন সংবিধান মেনে চলতে পারছে না তেমনি অখিল গিরি দলের কথা শুনতে চাইছে না অশিকার করছে পদত্যাগ করার চিঠি পায়নি, আমি আগেই বলেছি গুন্ডা মন্ত্রী হলে কিছু তেই ক্ষমা চাইবেন না, মহিলা কে ৭,৮দিন সময় তো দিয়ে দিয়েছে মহিলারা ভাগ্য ভালো হলে হয়তো সময় নিয়ে অখিল গিরি চিন্তা ভাবনা করে দেখব শেষ কবে করবেন না ছেড়ে দেবেন।

  3. 14
    @PalashSarkar-wk5jk

    সাধুবাদ একজন অভদ্র লোককে তার পাপের জন্য অপসারিত করে তৃণমূলের গোটা বাংলায় যে দমন ,পিড়ন নতি নিয়ে বিরোধীদের উপর নির্মম অত্যাচার,নির্যাতন, খুন,ধর্ষনের নীতি নিয়ে ছিলেন তা ধুইয়ে ফেলা যায় না ।তবে কিছুটা হলেও অত্যাচারীরা এতে ভয় পাবে বলে আমার বিশ্বাস ।

  4. 15
    @swapnamaitra290

    যে কুরুচিপূর্ণ ব্যবহার করেছিল গভর্নর কে নিয়ে এই অখিল গিরি তখনই তার পদত্যাগ করা উচিত ছিল আবার এই ঘটনা ঘটিয়েছে মুখ্যমন্ত্রী কে কিরকম দেখতে সেটা নিয়ে সমালোচনা করে অখিল বুড়ির মুখটা কি রকম শুয়োরের মতন মুখ আয়নাতে নিজের মুখ দেখতে হয়।

  5. 20
    @sailendeuri3050

    অখিল গিড়ি ৱ বিৰুদ্ধে দল আৱ সৱকাৱ কঢ়া।কাৱণ এৱা দূৰ্ভাগ্য নিয়ে জন্মগ্ৰহণ কৰিছিল। হুমায়ুন,মহানাগৱিকে কঢ়া নিৰ্দেশ দেবেনা। কঢ়া নিৰ্দেশ দেওয়াৱ সাহস দেখাবেন না।গিৱিৱ সমৰ্থন কৱি না

  6. 21
    @natarajrd7753

    খান্কিরছেলে র মুখ টা কেমন যেন শুকনো চোদা।
    শালা হুনুমান ও ওর থেকে ভালো দেখতে হয়।

+ Leave a Comment