Bangladesh: বদলের বাংলাদেশে এবার গ্রেফতার প্রয়াত হুমায়ন আহমেদের স্ত্রী!
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: কোন পথে বাংলাদেশ? পৈতৃক বাড়ি জ্বালিয়ে দেওয়ার পর, এবার গ্রেফতার করা হল অভিনেত্রী মেহের আফরোজ শাওনকে। কেন? ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের([ডিবি) অতিরিক্ত কমিশনার রেজাউল করিম মল্লিক জানিয়েছেন, রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্র করছিলেন অভিনেত্রী।
আরও পড়ুন: Sheikh Hasina | Bangabandhu Sheikh Mujibur Rahman: ‘ইতিহাস এর বদলা নেবে!’ অশান্তির মাঝেই গর্জে উঠলেন হাসিনা…
বাংলাদেশের সিনেমা জগতে পরিচিত মুখ শাওন। প্রয়াত সাহিত্যিক হুমায়ূন আহমেদের স্ত্রী। শাওনের বাবা মহম্মদ আলি পেশায় আইনজীবী। বাংলাদেশের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী তালিকায় নাম ছিল তাঁর। মা তহুরা আলি দু’দফায় জাতীয় সংসদে মহিলা সংরক্ষিত আসনে সদস্য ছিলেন। বস্তুত, মহিলা সংরক্ষিত আসনে আওয়ামী লিগের প্রার্থীতালিকায় নাম ছিল শাওনেরও।
শাওনের পৈতৃক বাড়ি জামালপুর সদর উপজেলার নরুন্দি রেলওয়ে স্টেশন সংলগ্ন এলাকায়। আজ, সন্ধ্যায় সেই বাড়িতে আগুন লাগিয়ে দেওয়া হয়। এরপর রাতে ঢাকার ধানমুন্ডি এলাকা থেকে অভিনেত্রীকে গ্রেফতার করে পুলিস। এখন তিনি ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের([ডিবি) হেফাজতে। অতিরিক্ত পুলিস কমিশনার জানিয়েছেন, আগামীকাল, শুক্রবার ধৃতকে আদালতে পেশ করা হবে।
আরও পড়ুন: Primary Schools Teachers: হাইকোর্টে বাতিল হল প্রাথমিক সহকারী শিক্ষকদের নিয়োগ! চাকরি হারালেন ৬ হাজারের অধিক…
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)