NOW READING:
Abhijit Ganguly: সাংসদ পদে শপথ নিলেন অভিজিৎ গঙ্গোপাধ্যায় | ABP Ananda LIVE
June 25, 2024

Abhijit Ganguly: সাংসদ পদে শপথ নিলেন অভিজিৎ গঙ্গোপাধ্যায় | ABP Ananda LIVE

Abhijit Ganguly: সাংসদ পদে শপথ নিলেন অভিজিৎ গঙ্গোপাধ্যায় | ABP Ananda LIVE
Listen to this article



ABP Ananda LIVE: সাংসদ পদে শপথ নিলেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়। এই প্রথম দেশে …

source

48 Comments
    @sudeshna4373

    Desh er constitution er proti somman apnar age thekei ache sir.. ato bochor sei kortobyoi palon kore esechen. Ebar arekta dayittwo❤

    @babuhalder3429

    পশ্চিমবঙ্গের মানুষ খুব ভালো। দিনের পর দিন , বৎসরের পর বৎসর, রাজনীতির উন্নতি দেখতে পাচ্ছি অন্যান্য রাজ্যের তুলনায়। ধীরে ধীরে রাজনীতিটাকে বড় ব্যাবসায় পরিনত করে তুলেছে।

    @KrishnachandraBhaumick

    আমি মাননীয় জাস্টিস অভিজীৎ গাঙ্গুলী কে বাঙলার মুখ্যমন্ত্রী হিসাবে দেখতে চাই। এবং দিল্লীতে আইন মন্ত্রী দেখতে চাই।

    @tarunvelki5697

    বেশি কথা বলার কথাই নয় ।
    তবুও কিছু জ্ঞাড়ল MP যা মনে এলো বলে যাচ্ছে ।
    * ভিন দেশী প্রবাদ বাক্য জয়বাংলা স্লোগান বলছে ।
    * যা বাংলাদেশের জন্মের পূর্ব থেকেই বাংলাদেশের একান্ত নিজস্য বাক্য ।
    # বাংলার জয় ও বলছে ,
    @ পশ্চিম বঙ্গ কবে ভারতের বাইরে হল ???
    & ভারতবর্ষের উচ্চারণ কারও মুখে নেই ????

    @ এই অজানন্দন গুলো সর ভারতে ছড়িয়ে থাকা বাঙালির সর্বনাশ করেই ছাড়বে ।

    # 355 ধারা তো কেউ মুছে দেইনি সংবিধান থেকে !!!!!

    তাঁর পর তো 356 এর চিন্তা !!!!!!

    @nasirmolla3177

    বিজেপির এমপির আসল সংবিধানের শপথ নিচে কিন্তু ওটা মুখে কাজে নয়

    @harendranathmahato5223

    অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের মত মহৎ গুণের অধিকারী ব্যক্তিদের সাংসদে অবশ্যই গুরুত্বপূর্ণ দায়িত্ব পাওয়ার দরকার আছে।

    @chandanmondal8966

    Trinomul এর নেতা দের কাছে আমার আবেদন যে রাজ্যে আপনারা বাস করেন সেই রাজ্যের নামটা বাংলা করার জন্য জন্য। কেনোনা ভারতের কাছে নিজেদের মুর্খ প্রমাণ করতে নিজেদের রাজ্যের নামটা ভুল বলে থাকছেন। যারা জন্ম দাতার পরিচয় দিতে অস্বীকার করে তারা আর যাই হোক ভালো মানুষ হতে পারেন না।

    @Ghantasanjit

    অভিজিৎ বাবু বাংলায় শিক্ষা দুর্নীতি হয়েছিল বলে আপনি অনেক কথা বলেছেন কেন্দ্রীয় বিজেপি সরকার সবথেকে ভারতের এরকম দুর্নীতি জীবনে হয়নি শিক্ষা নিয়ে জীবনী হয়নি

    @SerajulHoque-ss1bn

    শপথ গ্রহণ অনুষ্ঠান, এই অনুষ্ঠানের মধ্য দিয়ে রাস্ট্র পতির সামনে যা কথা দেন তা রাখা উচিৎ। অর্থ্যাৎ রাজনৈতিক দল হোক জনগণের জন্য অথবা জনগণের স্বার্থে পার্টি, পার্টির স্বার্থে কখনো জনগণ নয়। এটাই হাওয়া উচিৎ। বতর্মানে দেখা যায় পার্টির জন্য দেশ,দশ, সমাজ নস্ট করে পার্টি কে বাচিয়ে রাখছে। জনগণের মৌলিক অধিকার গুলো প্রতি নিয়ত লঙ্ঘন করা হচ্ছে। মনে হয় যেন সংবিধান বিকলাঙ্গ হয়েছে যাকে বলে ক্যান্সার হয়েছে। এই রোগটি একটু একটু করে বেড়েই চলেছে। এই রোগ সারার জন্য ১৪০ কোটি লোক থাকার পরও কেউ ই এগিয়ে আসছে না তাই মনটা খারাপ লাগে।

    @manjumajie8027

    🙏🤚🌷🪔🪔⚜️ অভিনন্দন। জয় মা সারদা।।🙏🤚 জয় ঠাকুর 🙏 জয় স্বামীজি ⚛️🌼🙏 প্রণাম

    @Rockstars294

    গুজরাট থেকে ২৬ টা এমপি জিতেছে আর তারা ব্যবসায়ী দের জন্য বুলেট ট্রেন বানাচ্ছে আমরা ৪২ টা এমপি পাঠিয়েছে বাংলা থেকে দেখি এখানে কটা বুলেট ট্রেন আসবে ।

    @Nirajkumar-br5to

    जय श्री राम लला
    वंदे मातरम् , जय हिन्द , भारत माता की जय

    @JagonnathTdas

    সুন্দর তবে অভিজিৎ গাঙ্গুলী কে মুখ্য মন্ত্রী হিসেবে শপথ কবে দেখতে পাবো এই দৃশ্যটা দেখার অপেক্ষায় রইলাম

    @sibanidas6557

    Abhijit sir appna ke pronam
    Eto dine ekjon thik neta Amar Pete
    Chole chi karon ek Jon neta 10 years lawyer hobar por se neta hotel pare ache ki W.B. le
    Eii rokom neta je dole asuk Amar
    Chi Tobe bodla be eii des

    @nandinigoswami6134

    ABP Ananda Live Telecast Media Channel Broadcast update Bharatiya Janata party Achievement Promote to Limelight Ex Highcourt Judge,Mr Abhijeet Ganguly,Oath Ceremonial Recipient Topmost, Exactly Calcutta to Blossom

    @TOTALq7h

    শান্তনু ঠাকুর অথবা অভিজিৎ স্যার

    এই দু'জনের একজনকে পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী দেখতে চাই আমরা হিন্দুরা কি পারব সেটা দেখতে জয় হরিচাঁদ জয় গুরুচাঁদ জয় ভারত মাতা

Leave a Reply