NOW READING:
Mother recorded daughter’s private video:মারাত্মক মা! নিজের পরকীয়া থেকে নজর ঘোরাতে মেয়ের নগ্ন স্নানদৃশ্য বাজারে…
April 16, 2025

Mother recorded daughter’s private video:মারাত্মক মা! নিজের পরকীয়া থেকে নজর ঘোরাতে মেয়ের নগ্ন স্নানদৃশ্য বাজারে…

Mother recorded daughter’s private video:মারাত্মক মা! নিজের পরকীয়া থেকে নজর ঘোরাতে মেয়ের নগ্ন স্নানদৃশ্য বাজারে…
Listen to this article


জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: মা বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়িয়েছেন। কিশোরী মেয়ের তাতে ছিল অমত। মায়ের এই সম্পর্ক তিনি মন থেকে মেনে নিতে পারেননি। আপত্তি জানিয়েছিলেন। বাড়িওয়ালাকেও জানিয়েছিলেন। ক্রমশ ছড়াচ্ছিল এই কথা। তড়িঘড়ি মেয়ের মুখ বন্ধ করতে মা বেছে নিলেন জঘন্য উপায়। 

কিশোরী মেয়েটির স্নানের ভিডিয়ো এবং পোশাক পরিবর্তন করার সময় তাঁর মা ভিডিয়ো করেন এবং তারপরে ভিডিয়োটি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেন। ২৪ বছর বয়সী মহিলার, এক দিনমজুরের  সঙ্গে বিবাহ বহির্ভূত সম্পর্ক হয়েছিল। মহিলার মেয়ে এই সম্পর্কে আপত্তি জানিয়েছিল আর তাতেই বিপদ ঘনিয়ে এলো মেয়ের।

আরও পড়ুন: ‘আমি বাঁচতে চাই…’ শিশুর করুণ আর্তি শুনল না কেউ! বন্ধ গাড়ির কাঁচে নিশ্বাস…

মেয়েকে ‘চুপ’ করার জন্য, মহিলা তার প্রেমিকের বুদ্ধিতে এই পরিকল্পনা করে যে সে স্নানের সময় মেয়ের ভিডিয়ো করবে এবং আত্মীয়স্বজন এবং পরিচিতদের কাছে তা ছড়িয়ে দিয়ে তাকে অপমান করবে। ৮ম শ্রেণীর ছাত্রী, মেয়েটির মাসি এ বছর জানুয়ারিতে তাকে জানান প্রথম যে, তাঁর অন্তরঙ্গ কিছু ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে গেছে। এরপর কিশোরী সাহায্যের জন্য পুলিশের কাছে আবেদন করে।

পুনের বিবভেওয়াড়ি পুলিশ জানিয়েছে যে, কারিগরি দলগুলি তদন্ত এবং ভিডিওগুলি ট্রেস করার পরে, তারা আবিষ্কার করেছে যে ভিডিওটি মায়ের ফোন থেকে নেওয়া হয়েছিল এবং একই ফোন থেকে সোশ্যাল মিডিয়া সাইটে আপলোড করা হয়েছিল। কয়েক মাস ধরে অনুসন্ধানের পর খাড়কওয়ালসার একটি হোটেল থেকে মহিলা এবং তার প্রেমিককে গ্রেপ্তার করা হয়েছে। 

আরও পড়ুন: ‘এখন পারব না প্লিজ…’ বিয়েতে গড়রাজি প্রেমিককে মেরে ১৩ টুকরো করল যুবতী প্রেমিকা…

কিশোরী মেয়েটি অভিযোগ এনেছে যে এই ভিডিও তাঁর মা সোশ্যাল মিডিয়ায় ছড়িয়েছে। তাঁর মা এবং অন্য পুরুষের অবৈধ সম্পর্কের কথা তিনি জেনে ফেলেছিলেন। মেয়ে যাতে পরিবারের আরও কারও সঙ্গে এই কথা শেয়ার না করে, তাই পরিবারের মনোযোগ ঘোরানোর জন্য এবং মেয়ের মুখ আটকানোর জন্য এই জঘন্য উপায়ে তার মা নিয়েছিল। ওই মহিলার ফোনটি আটক করা হয়েছে এবং তা ফরেন্সিকে পাঠানো হয়েছে।

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)





Source link