NOW READING:
আওয়ামী লীগকে রাজনীতিতে নিষিদ্ধ করা সম্ভব হবে? BBC Bangla
October 1, 2024

আওয়ামী লীগকে রাজনীতিতে নিষিদ্ধ করা সম্ভব হবে? BBC Bangla

আওয়ামী লীগকে রাজনীতিতে নিষিদ্ধ করা সম্ভব হবে? BBC Bangla
Listen to this article



পাঁচই অগাস্টের পর থেকে আওয়ামী লীগের নেতাকর্মীরা আত্মগোপনে …

source

39 Comments
    @MADEINISLAM-w3q

    মুজিব ছাড়া স্বাধীনতা আওয়ামীলীগ ছাড়া বাংলাদেশ কল্পনাও করা যায় না। আওয়ামীলীগ ছিল আছে থাকবে চিরকাল ইনশাআল্লাহ। যারা আওয়ামীলীগ কে নিঃশেষ করতে ষড়যন্ত্র করছে তারা নিজেরা নিঃশেষ হয়ে যাবে আওয়ামীলীগ না।♥️🤲♥️🇧🇩♥️🌼♥️🌸🌺🌷🌹⚘️⚘️⚘️⚘️

    @kjamanmithu-m2b

    তোমার মন্তব্য আওয়ামী লীগ এবং বাংলাদেশ সম্বন্ধে তুমি দেশের ইতিহাস না জেনেই বলে দিলে আওয়ামী লীগ কে নিষিদ্ধ করা হোক ? যদি বিহারী বা পাকিস্তানি হয়ে থাকো তাহলে কথাটা ঠিক আছে বাঙালি হলে ঠিক নাই ইতিহাস জানো আগে।

    @advkamrulhosen9267

    আওয়ামী লীগ তো সৈরাচার,ফেসিস্ট, ওদের তো জনগণ এমনিতেই বর্জন করবে, ভোট দিবে না, তারপরও তোমরা আওয়ামী লীগ কে এতো ভয় পাও কেন? নাকি সমস্যা অন্যজাগায়? যে, আমরা তো আওয়ামী লীগ সরকার কে সৈরাচার,ফেসিস্ট ট্যাগ লাগিয়ে অন্যায় ভাবে ক্ষমতা দখল করছি এখন আওয়ামী লীগ যদি মাঠে থাকে জনগণ তো আওয়ামী লীগ কে আবারও ক্ষমতায় আনবে এবং আমাদের অপকর্ম জনগণ ধরে ফেলবে!! এইজন্যই বড় ভয় তাই না?

    @shobujbangla1971

    আওয়ামী লীগের নিষিদ্ধের রাজনীতি যারা চিন্তা করছেন তারা দেশকে ভয়াবহ অবস্থার দিকে ঠেলে দিতে চাচ্ছেন।সাধু সাবধান।

    @ZulkernineAlexzender

    যেসব পাগল মনে করছেন যে যা খুশী তাই করতেছি দিন সবসময়ই এ ভাবেই যাবে তবে আপনি ভুল ভাবছেন আর ভুল করছেন, তাই সকলকে লিমিটেডের ভেতর থাকার জন্য অনুরোধ করছি,

    @ZulkernineAlexzender

    কিছু পাগলের কমেন্ট দেখে মনে হয় দেশটা তারা ষড়যন্ত্রের মাধ্যমে কিনে নিয়েছে তোমাদের মত অনেক পাগল পাগলামি করেছে পরে চিকিৎসা ছাড়াই ভালো হয়েছে, নিজেদেরকে পাগল রুপে নয় মানুষ রুপে প্রকাশ করো।

    @WonderfulFjord-lr2fi

    আওয়ামিলীগ কে নিষিদ্ধ করা হলে দেশের বারোটা বেজে যাবে এবং যারা মতামত দিচ্ছেন তাদের সাথে সময় মতো কথা হবে।

    @IsmailHossainAbid

    আওয়ামী লীগ সারা জীবন থাকবে গ্রাম অঞ্চলে অনেক ভোটার ইতিহাস ভুলে যাবে না আওয়ামী লীগ থাকবে

    @nabilsadik

    এখানে অনেক গণহত্যাকারী লীগের বেতনভুক্ত কমেন্টার আছে।

    @Nasrinsultana-ih7wq

    করলে ঠেলা বুঝবে।এই মেয়ে কি বুঝিস
    রাজনীতির? ৭১ সাল যদি দেখতিস।তাহলে বুঝতে পারতিস।

    @wazad100

    ফ্যাসিস্ট আওয়ামী লীগ নিষিদ্ধ হোক
    বৈষম্য বিরোধী ছাত্র জনতার দাবী

    @MdShajahan-jf6ig

    আওয়ামী লীগ দলীয়ভাবে সন্ত্রাসীদলীয়ভাবে সন্ত্রাসী দল আওয়ামী লীগ এদেরকে নিষিদ্ধ করা হোক

    @ayubbaquer964

    আওয়ামী লীগ যদি ফিরে আসে। সেটা হবে বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর নিজের মধ্যে কামড়াকামড়ির ফলে

    @kazianwar133

    সাবেক প্রধান মন্ত্রী জননেত্রী শেখ হাসিনা জাতির উদ্দেশ্য তার ষোলো বছরের কর্মকাণ্ডের জন্য ক্ষমাপ্রার্থনা করে আবার রাজনীতি ফিরে আসবেন এখানে লজ্জার কিছু নাই ক্ষমা চাওয়া মহৎ গুণ। আশা করি তিনি করবেন সেটা নেতাকর্মীদের বাঁচানোর জন্য??

    @MEHEKBINTEKALAM

    শেখ হাসিনা প্রথম ৬ মৃত্যুর জন্য দু:খ প্রকাশ করেছেছিলেন, তাদের সকল দায়িত্ব নিয়েছিলেন, এবং ৬ মৃত্যুর বিচারের দায়িত্ব নিয়েছিলেন,কোটা দাবী মেনে নিয়েছিলেন,এবং বলেছিলেন রায়ে তোমাদের পক্ষেই আসবে,সেই সময় আন্দোলনকারীদের সমন্বয়করা প্রধানমন্ত্রীর কথা অবজ্ঞা করে আলোচনায় না এসে কমপ্লিট শাটডাউন দিলেন কেনো? ঐ ছয় মৃত্যুর দায় সরকারের হয়, বাকি মৃত্যুর দায় যারা সেদিন কমপ্লিট শাটডাউন দিয়েছিলো তাদেরও।আলোচনায় আসলে এই প্রাণ গুলো যেতনা। যারা কমপ্লিট শাটডাউন দিছে তারা কিন্তু বেঁচে আছে,প্রাণ গুলো গেছে যারা না বুঝে আন্দোলে গেছে। প্রতিটি মৃত্যুর জন্য যারা দায়ী সবকিছু নিরপেক্ষ ভাবে আইনের মাধ্যমে তাদের বিচারের আওতায় আনা হোক।কোটা আন্দোলনকে ঘিরে দেশে যতো মানুষ মারা গিয়েছে এবং যতো আর্থিক ক্ষয়ক্ষতি হয়েছে তার সবকিছুর জন্য দায়ী ৬ সমন্বয়ক। তারা পূর্ব পরিকল্পিত ভাবে কোটা আন্দোলনের অজুহাতে সরকার পতন করতে চেয়েছে। তাদের আন্দোলনকে উত্তপ্ত করতে এবং দেশ বিদেশের জনতাকে সরকারের বিরুদ্ধে ক্ষেপিয়ে তুলতে লাশের প্রয়োজন ছিলো। অন্যদিকে সরকারের প্রয়োজন ছিলো আন্দোলন থামিয়ে দেশ ও জনজীবনে স্বস্তি ফিরিয়ে আনা। তাই সরকার প্রথমে একটু গাফিলতি করলেও অবস্থা বেগতিক দেখে আন্দোলনকারীদের দাবি মেনে নেয়। সরকারকে দাবি মেনে নিতে দেখে সমন্বয়করা সন্তুষ্টি প্রকাশ না করে উল্টো ৯দফা দাবি করে। আন্দোলন থেকে যেনো কিছুতেই সাধারণ মানুষের সমর্থন কমে না যায় এবং তাদের হাত থেকে যেনো আন্দোলন হাতছাড়া না হয়ে যায় সেজন্য "আমার ভাই মরলো কেনো আর আমার ভাইদের জেল থেকে মুক্ত করতে হবে" বলে নতুন করে আন্দোলনের বেগ বাড়িয়ে দেয়। সমন্বয়করা জানতো পুলিশ যাদের ধরেছে সরকার তাদের এমনি এমনি ছাড়বেনা। কারণ দেশের গুরুত্বপূর্ণ সব স্থাপনা যারা ভেঙেছে তারা কারা এবং তারা আসলেই ছাত্র কিনা প্রসাশন অন্তত এইটুকু তো যাচাই করবেই। কিন্তু সেসব যাচাই বাছাই করতে গেলে "কেঁচো খুঁড়তে গিয়ে সাপ বেড়িয়ে যাওয়ার" মতো অবস্থা তৈরী হবে। তখন সমন্বয়করা সাধারণ ছাত্রদের আবেগকে পুঁজি করে "আমার ভাই মরলো কেনো জবাব চাই" বলে আওয়াজ তুললো। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সরকার অবশ্যই কঠোর হবে এটা সমন্বয়করা জানতো। তখন তারা সাধারণ ছাত্রদের পুলিশের বন্দুকের সামনে দাঁড় করিয়ে দেয়। কারণ যতো লাশ পড়বে সরকার ততো কোণঠাসা হবে। যার হাতে বন্দুক থাকবে সে তো পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গুলি করবেই। কিন্তু যাদের হাতে বন্দুক নেই তারা তো কৌশল অবলম্বন করবে এবং নিজেদের দাবি আদায় করতে সুযোগ খুঁজবে। কিন্তু ছাত্ররা সেটা করেনি। সরকার তাদেরকে সেই সুযোগ দিলেও তারা সেটা প্রত্যাখ্যান করে। কারণ তাদের মূল উদ্দেশ্য দাবি পূরণ বা বাকি ছাত্রদের জীবনের নিরাপত্তা নয়। তাদের আসল চাওয়া হলো ছাত্রদের লাশ এবং তার উপর ভিত্তি করে সরকার পতন।
    ৩০ তারিখে আমেরিকার এজেন্ডা (লু) তাদের কে মোটা অংকের অর্থ দিয়ে বিকাশ নুরু, ও আসিফ নজরুল সাহেব এর মাধ্যমে ৬ সমন্বয়কের সাথে একটি গোপন চুক্তি করে,
    কিভাবে ছাএদের যৌক্তিক আন্দোলন কে পুজি করে দেশে বিদেশে শেখ হাসিনার সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রের নীলনকশা বাস্তবায়ন করা যায় সে অংকটা কষে,
    সর্বশেষে ৫ আগষ্ট থেকে শুরু করে এখন পর্যন্ত যত হত্যা লুণ্ঠন ধর্ষণ হচ্ছে, এর দায় কিভাবে এড়াবেন সমন্বয়করা?

    @MdMizan-wc6bk

    ১০ বছরের জন্য নিষিদ্ধ করা হোক, পরবর্তীতে কোন রাজনৈতিক দল যাতে ফ্যাসিবাদী হতে না পারে।

    @AlaminHossain-dr3pz

    আওয়ামী লীগকে সন্ত্রাসী বাহিনী হিসাবে সবাই জানে আমরা 15 বছর নিষিদ্ধ চাই আওয়ামী লীগকে

    @DuniarKhabar-দুনিয়ারখবর-m9z

    প্রথম কথা হচ্ছে যে লেখক গবেষক সাহেব আওয়ামী লীগকে নিয়ে বললেন যে, তারা এখনো ভুল স্বীকার করে নাই, ক্ষমা চায় নাই। ওই লেখক, গবেষক কি ভুলে গেছেন জামাত ইসলামও ৭১ এর মুক্তিযুদ্ধের বিরুদ্ধে অবস্থান করেও কখনো ক্ষমা চান নাই। আর শেখ হাসিনাকে ক্ষমতা থেকে নামানোতো একটা প্ল্যান ছিলো। পুলিশ একটা মারলে, জামাত-বিদেশী সংস্থা মানুষ মারছে ৫০টা। আন্দোলন বেগবান করতে আবু সাঈদের বিষয়টাকে সামনে আনে। অথচ আবু সাঈদকেও খু* করেছে জামাত বা অন্য কেউ। যেখানে আপনি প্ল্যান করে সরকার হটালেন, লোকের সিম্প্যাথী কাজে লাগাতে মানুষ মারলেন, ড. ইউনুসকে ক্ষমতায় বসাতে সমস্ত প্ল্যান। সেখানে আওয়ামী লীগের ক্ষমা চাওয়ার প্রশ্নই আসেনা আমি মনে করি। আর কয়েকজনের বক্তব্য দেখলাম। যে দুজন আওয়ামী লীগকে নিষিদ্ধের পক্ষে আমার কাছে তাদেরকে মানসিকভাবেও বিকৃত লেগেছে।

    @MDbabul-s7n

    পাকিস্তানের বাচ্চা ইনশাআল্লাহ জয় হবে জয় বাংলা জয় বঙ্গবন্ধু

    @eliaskhan3842

    আওয়ামী লীগ বাংলাদেশের পরাজিত শক্তি বাংলাদেশের জনগণের কাছে পরাজিত হতে হয়েছে

    @sheikhahmed2344

    যে দলটি তাদের শাসনামলে নির্বাচনে বিশ্বাসই করেনি তাদেরকে নির্বাচনে যারা আনতে চায় তাদের মাথায় ঘিলু বলতে কিছু নেই। শেখ মুজিব ও শেখ হাসিনার শাসনামল বিচার বিশ্লেষন করলে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতেই হবে !

    @Fozlulkarim-r3e

    শেখ হাসিনার আমলে যা হয়েছে সেটাও তুলে ধরুন, 5আগষ্টের পরে যেটা হয়েছে বা হচ্ছে,সেটাও সঠিক ভাবে তুলে ধরা হোক।

Leave a Reply