# Tags
#Blog

‘ডাক্তাররা নিজেদের স্বার্থে আন্দোলন করেছেন’ জুনিয়র চিকিৎসকদের নিশানা অশোক দিন্দার

‘ডাক্তাররা নিজেদের স্বার্থে আন্দোলন করেছেন’ জুনিয়র চিকিৎসকদের নিশানা অশোক দিন্দার
Listen to this article


কলকাতা: জুনিয়র ডাক্তারদের (Junior Doctors) স্বার্থপর বলে আক্রমণ করলেন ময়নার বিজেপি বিধায়ক অশোক দিন্দা। এতদিন আন্দোলনকারী জুনিয়র ডাক্তারদের উদ্দেশে হুমকি-হুঁশিয়ারি দিচ্ছিলেন তৃণমূলের নেতা-মন্ত্রী-সাংসদরা। এবার কার্যত সবাইকে চমকে দিয়ে জুনিয়র ডাক্তারদের আন্দোলন নিয়ে প্রশ্ন তুললেন বিজেপি বিধায়ক অশোক দিন্দা।

জুনিয়র চিকিৎসকদের নিশানা: আর জি কর-কাণ্ডের পর জুনিয়র ডাক্তারদের আন্দোলন নতুন করে জাগিয়ে তুলেছে একটা গোটা রাজ্য়কে। তাঁদের হার না মানা আন্দোলনের সামনে নতিস্বীকার করতে বাধ্য় হয়েছে রাজ্য় সরকার। তাঁদের আন্দোলনের জেরেই পুলিশ ও স্বাস্থ্য় প্রশাসনের শীর্ষকর্তাদের বদলাতে বাধ্য় হয়েছেন মুখ্য়মন্ত্রী। কিন্তু, এবার সেই জুনিয়র ডাক্তারদের আন্দোলন নিয়েই প্রশ্ন তুললেন বিজেপি বিধায়ক অশোক দিন্দা। জুনিয়র ডাক্তাররা টানা ৪২ দিন ধরে কর্মবিরতি ও আন্দোলন চালিয়েছেন নিহত চিকিৎসকের বিচারের দাবিতে। অথচ, বিজেপি বিধায়ক জুনিয়র ডাক্তারদের সেই দাবিদাওয়া নিয়ে প্রশ্ন তুলেছেন। এদিন ময়নার বিজেপি বিধায়ক বলেন, “এই ডাক্তাররা আন্দোলন করল। পাশে দাঁড়ালাম। অদ্ভুতভাবে যে পাঁচটা দাবি করল, সেখানে ফাঁসির দাবিই নেই। যে দাবি নিয়ে আন্দোলন করল, সেগুলো জেনারেল দাবি। ৩৬৫ দিনই করা যায়। ফাঁসির দাবি তো নেই। মুখ্য়মন্ত্রী কন্ট্রোল করে ফেলল। ডাক্তারদের ওপর মানুষর শ্রদ্ধা নেই।”                      

আর জি কর মেডিক্য়ালে আর্থিক দুর্নীতি মামলায় ধৃত প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ-সহ ৪ জনের জামিনের বিরোধিতা করে সোমবার আদালতে চাঞ্চল্যকর দাবি করেছে CBI. সন্দীপ ঘোষ অত্যন্ত প্রভাবশালী। সিবিআই দাবি করে, জামিন পেলে তদন্ত ও সাক্ষীদের প্রভাবিত করতে পারেন। এদিকে, আগামী ২৭ সেপ্টেম্বর সুপ্রিম কোর্টে চিকিৎসকের ধর্ষণ-খুন মামলার শুনানি হওয়ার কথা ছিল। কিন্তু রাজ্য় সরকারের আবদনের ভিত্তিতে তা পিছিয়ে দেওয়া হয়েছে। আগামী ৩০ সেপ্টেম্বর শুনানি হবে দেশের শীর্ষ আদালতে। এদিকে এদিন আলিপুরের আদালতে সিবিআইয়ের তরফে জানানো হয়, সুপ্রিম কোর্টে খুন-ধর্ষণ মামলার শুনানি চললেও, সেখানে আর জি করের দুর্নীতি মামলার তদন্ত রিপোর্টও জমা দেবে তারা।                    

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।   

আরও পড়ুন: RG Kar Doctor Death:নিহত তরুণী চিকিৎসকের জন্য মহালয়ায় তর্পণ, জানালেন জুনিয়র ডাক্তাররা

আরও দেখুন



Source link

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

Review Your Cart
0
Add Coupon Code
Subtotal