# Tags
#Blog

‘মানবিকতা’র খাতিরে স্থগিত মুক্তি, এখনই প্রেক্ষাগৃহে আসছে না ঋত্বিক-জয়-ইন্দ্রনীলের ‘পরিচয় গুপ্ত’

‘মানবিকতা’র খাতিরে স্থগিত মুক্তি, এখনই প্রেক্ষাগৃহে আসছে না ঋত্বিক-জয়-ইন্দ্রনীলের ‘পরিচয় গুপ্ত’
Listen to this article


কলকাতা: ফের স্থগিত ঋত্বিক চক্রবর্তী (Ritwik Chakraborty), জয় সেনগুপ্ত (Joy Sengupta), ইন্দ্রনীল সেনগুপ্ত (Indraneil Sengupta) অভিনীত ‘পরিচয় গুপ্ত’ (Porichoy Gupta) ছবির মুক্তি। নির্মাতাদের তরফে ফের জানানো হয়েছে যে আপাতত প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে না এই ছবি। কেন?

স্থগিত হয়ে গেল নতুন ছবি ‘পরিচয় গুপ্ত’র মুক্তি 

একাধিকবার তারিখ বদলে শেষ ঘোষণা করা হয়েছিল আগামী ২০ সেপ্টেম্বর বড়পর্দায় হাজির হবে রণ রাজ পরিচালিত ছবি ‘পরিচয় গুপ্ত’। তবে আজ, ছবি মুক্তির পাঁচ দিন আগে ফের তা বাতিল করা হল। 

রবিবার, ছবির নির্মাতা ও পরিচালকের তরফে জানানো হয়, ”পরিচয় গুপ্ত’-র মুক্তি কিছু সময়ের জন্য স্থগিত রাখা হল। আগামী ২০ সেপ্টেম্বর সিনেমা হলে মুক্তি পাচ্ছে না ‘পরিচয় গুপ্ত’। ভাবনা ও মানবিকতাকে মাথায় রেখে এই সিদ্ধান্তে আসা হয়েছে। আমরা ক্ষমাপ্রার্থী দর্শকদের কাছে। সবার ভাল হোক এটাই কামনা করি। সত্যের জয় হবেই।’ মুক্তি স্থগিত হলেও এখনও নতুন তারিখ ঘোষণা করা হয়নি। 

রণ রাজ পরিচালিত ‘পরিচয় গুপ্ত’ ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন ঋত্বিক চক্রবর্তী, ইন্দ্রনীল সেনগুপ্ত ও জয় সেনগুপ্ত। এছাড়াও রয়েছেন দর্শনা বণিক, অয়ন্তিকা বন্দ্যোপাধ্যায়, প্রদীপ ভট্টাচার্য। ইতিমধ্যেই মুক্তি পেয়েছে এই ছবির টিজার ও ট্রেলার। সেখান থেকেই বোঝা যায় এটি একটি পড়ন্ত জমিদার বাড়ির গল্প। সেই বাড়ির জমিদার, ঋত্বিক কিন্তু অন্ধ। তাঁর চরিত্রের নানা দিক রয়েছে। ইন্দ্রনীলের ভূমিকা একজন প্রত্নতাত্ত্বিকের, যিনি এই জমিদার বাড়ি নিয়ে বিভিন্ন অনুসন্ধান করতে এসে জড়িয়ে পড়েন এই বাড়ির গল্পে। একের পর এক খুন, গল্পের বিভিন্ন মোড় প্রত্যেক চরিত্রেরই এক একটা পরত খুলে দেয় যেন এই গল্প। গান থেকে শুরু করে বিভিন্ন অন্যান্য চমকও রয়েছে ছবিতে। চমক রয়েছে অভিনেতা জয় সেনগুপ্তের লুকেও। ঋত্বিকের চরিত্রের নাম শরদিন্দু নাথ সেন। 

আরও পড়ুন: Esha Deol: ১৮ বছরেই মেয়েদের বিয়ে দিতে চেয়েছিলেন, অভিনয়ে ছিল না মত! ধর্মেন্দ্র ‘রক্ষণশীল’, দাবি এষার

এই ছবির শ্যুটিং হয়েছে কলকাতা ও কলকাতার পার্শ্ববর্তী এলাকার জমিদার বাড়িতে । চলতি বছরে ‘পূর্ণাঞ্জলী মিডিয়া প্রাইভেট লিমিটেড’ ও ‘পাণ্ডে মোশান পিকচার্স’  এর ব্যানারে মুক্তি পাবে রণ রাজের ছবি ‘পরিচয় গুপ্ত’। ছবিটির জন্য অপেক্ষায় রয়েছেন সবাই। 

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 

আরও দেখুন



Source link

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

Review Your Cart
0
Add Coupon Code
Subtotal