বিদেশের বাজারে জ্বালানিখাতে বাকি ৪৮ কোটি ডলার! বাংলাদেশে এবার কি তেল-সংকট?
![বিদেশের বাজারে জ্বালানিখাতে বাকি ৪৮ কোটি ডলার! বাংলাদেশে এবার কি তেল-সংকট? বিদেশের বাজারে জ্বালানিখাতে বাকি ৪৮ কোটি ডলার! বাংলাদেশে এবার কি তেল-সংকট?](https://i0.wp.com/bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2024/08/27/489198-fuel.jpg?w=991&resize=991,564&ssl=1)
বন্যায় বিপর্যস্ত বাংলাদেশ। বানভাসি পরিস্থিতি এখনও পুরোপুরি সামাল দেওয়া যায়নি পদ্মাপাড়ে। তার মধ্যেই গোদের উপর বিষফোঁড়া জ্বালানি সংকট। জ্বালানি তেলের বিল মেটাতে হিমশিম খাচ্ছে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন। বকেয়া বাড়ছে তাই নতুন করে তেল পাঠাতেও চাইছে না বিদেশি সংস্থাগুলি। বিশেষজ্ঞরা বলছেন, এ অবস্থায় দেশের জ্বালানি খাতে সংকট আরও বাড়তে পারে।
Updated By: Aug 27, 2024, 04:46 PM IST
![বিদেশের বাজারে জ্বালানিখাতে বাকি ৪৮ কোটি ডলার! বাংলাদেশে এবার কি তেল-সংকট? বিদেশের বাজারে জ্বালানিখাতে বাকি ৪৮ কোটি ডলার! বাংলাদেশে এবার কি তেল-সংকট?](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2024/08/27/489198-fuel.jpg)
প্রতীকী ছবি