কলকাতা: একদিকে নিম্নচাপ (Low Pressure), আরেক দিকে সক্রিয় মৌসুমী অক্ষরেখা। দুইয়ের প্রভাবে সুন্দরবনজুড়ে (Sundarbans) ভারী বৃষ্টি শুরু হয়েছে। উপকূলে বইছে ঝোড়ো বাতাস। সমুদ্র উত্তাল। সোমবারও মৎস্যজীবীদের (Fisherman) সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছিল। দক্ষিণবঙ্গে (South Bengal) মঙ্গলবার ভারী থেকে অতি ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। কী বলছে আবহাওয়া দফতর (Weather Office)?
প্রবল নিম্নচাপ, ভারী বৃষ্টির সতর্কতা দক্ষিণবঙ্গে
আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে গাঙ্গেও উপত্যকায় প্রবল নিম্নচাপের জেরে ২৬ অগাস্টের মতোই ২৭ তারিখও দক্ষিণবঙ্গের একাধিক জেলায় মাঝারি বৃষ্টিপাত হবে। এর মধ্যে মঙ্গলবার ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, বীরভূম, দক্ষিণ ২৪ পরগনায়। সোমবার, অর্থাৎ ২৬ অগাস্ট ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস ছিল পশ্চিম বর্ধমান, বীরভূম, পুরুলিয়া, বাঁকুড়ায়। ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস ছিল মালদা, কলকাতা, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, নদিয়া, মুর্শিদাবাদ, পূর্ব বর্ধমান, হুগলি, হাওড়া, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রামে।
ভারী বৃষ্টিপাতের ফলে দৃশ্যমানতা কমতে পারে রাস্তাঘাটে, যানজটের সৃষ্টি হতে পারে। এছাড়া নিচু এলাকায় জল জমার সম্ভাবনা রয়েছে। কাঁচা বাড়ি বা রাস্তা ক্ষতিগ্রস্ত হতে পারে। সুন্দরবনের সবকটি ব্লকে বাঁধের অবস্থা নিয়ে উদ্বিগ্ন জেলা প্রশাসন। বিশেষ করে মাটির বাঁধের অবস্থা ভয়াবহ। কাকদ্বীপ মহকুমার নামখানা, সাগর, পাথরপ্রতিমা ও কাকদ্বীপ ব্লকের গঙ্গাসাগর সমুদ্রতট, মৌসুনি দ্বীপ, নামখানা, নারায়ণগঞ্জ, গোবর্ধনপুরে বাঁধে ভয়াবহ ধস নেমেছে। বাঁধ উপছে নোনা জল ঢুকছে। আশেপাশের বাসিন্দাদের নিরাপদ জায়গায় সরে যেতে বলে মাইকে প্রচার করছে পুলিশ।
Well marked low pressure area over Gangetic West Bengal & Heavy to very heavy rainfall activity over South Bengal. pic.twitter.com/C0peBCbZAQ
— IMD Kolkata (@ImdKolkata) August 26, 2024
আরও পড়ুন: RG Kar News: ‘আমাদের প্রত্যেকের একটাই দাবি, We Want Justice’, বলছেন চিকিৎসক-অভিনেতা কিঞ্জল নন্দ
নিম্নচাপের দোসর সক্রিয় মৌসুমী অক্ষরেখা। জোড়া ফলায় সোমবার দক্ষিণবঙ্গের সবকটি জেলায় ভারী বৃষ্টির সতর্কতা ছিল। কলকাতাতেও বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা। অতি ভারী বৃষ্টি হতে পারে বলে জানানো হয়েছিল উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, হুগলি, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, নদিয়া, এই ৭ জেলায়। কলকাতা, হাওড়া, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, মুর্শিদাবাদ, এই ৮ জেলায় ভারী বৃষ্টির সতর্কতা দেওয়া হয়। উত্তরবঙ্গেও ভারী বৃষ্টির কথা জানানো হয়।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও দেখুন