কলকাতা: আরজি করে মহিলা চিকিৎসককে ধর্ষণ ও খুনের (RG Kar News) প্রতিবাদে ১৪ অগাস্ট পথে নামেন মহিলারা। তাঁদের রাত দখলের দিনেই ফের রণক্ষেত্রে পরিণত হল সেই আরজি কর হাসপাতাল চত্বর। আন্দোলনের ডাক দিলেন বিরোধীরা। প্রতিবাদে আগামীকাল বাংলা স্তব্ধ করার ডাক দিলেন বিরোধী দলনেতা (Opposition Leader) শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)।
কাল বাংলা স্তব্ধ করার ডাক শুভেন্দুর
চিকিৎসককে ধর্ষণ-খুনের পরে হাসপাতালে তাণ্ডব, আন্দোলনে বিরোধীরা। মুখ্যমন্ত্রীর ইস্তফার দাবিতে আগামীকাল দুপুরে বিজেপি ২ ঘণ্টা ‘রাস্তা রোকো’র ডাক দিয়েছে। আগামীকাল দুপুর ২টো থেকে বিকেল ৪টা পর্যন্ত রাজ্য জুড়ে অবরোধের ডাক দেওয়া হয়েছে। বিকেলে মুখ্যমন্ত্রীর বাড়ি পর্যন্ত বিজেপির মহিলা মোর্চার মোমবাতি মিছিল হবে বলে জানানো হয়েছে। আরজি কর কাণ্ডের প্রতিবাদে ১২ ঘণ্টার বাংলা বন্ধের ডাক দিয়েছে SUCI. শুক্রবার সকাল ৬টা থেকে ১২ ঘণ্টার বাংলা বন্ধের ডাক দিল SUCI.
অন্যদিকে মুখ্যমন্ত্রীর পদত্যাগ চেয়ে এক প্রকার SUCI-র ধর্মঘটকে সমর্থন করেন শুভেন্দু অধিকারী। ‘দফা এক, দাবি এক, সবাইকে বলব কাল স্তব্ধ করে দিন বাংলা’, আওয়াজ তোলেন বিরোধী দলনেতা। এদিকে SUCI-র বন্ধের ডাক নিয়ে নির্দেশিকা জারি করেছে নবান্ন। ‘কাল সরকারি কর্মচারীদের অফিসে না এলে একদিনের বেতন কাটা যাবে’, স্পষ্ট করা হল নির্দেশিকায়। মেট্রো রেল কর্তৃপক্ষের তরফেও জানানো হয়েছে যে স্বাভাবিক থাকবে মেট্রো পরিষেবা।
বুধবার আরজি কর হাসপাতালে ঘটে যাওয়া তাণ্ডবের প্রতিবাদ করে শুভেন্দু বলেন, ‘দফা এক, দাবি এক, মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগ। আমি এই রাজ্যের সমস্ত রাজনৈতিক দলগুলিকে বলব কালকে স্তব্ধ করুন বাংলা। বনধ ডেকে করুন, যেভাবে পারেন করুন। সবাই মিলে করুন, কাল স্তব্ধ করুন পশ্চিমবঙ্গ।’ এর পাল্টা কটাক্ষ করে মুখ্যমন্ত্রীর মন্তব্য, ‘আমাদের বাংলায় ধর্মঘট হয় না। কারণ আমাদের ধর্মঘট বন্ধ করা আছে। যে ধর্মঘটে অংশ নেবে সে নিজেরটা নিজে বুঝে নেবে। কিন্তু আমি সবাইকে আবেদন করব সব খোলা রাখতে। বাংলাকে অচল করে দেওয়ার পরিকল্পনা করে, সন্ত্রাস করার একটা পরিকল্পনা চলছে বাম আর রামের।’
আরও পড়ুন: RG Kar News: RG করে তাণ্ডব! ‘আইনের রক্ষকরা নিজেরাই ষড়যন্ত্রকারী’, পুলিশের একাংশের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন রাজ্যপাল
অন্যদিকে শুক্রবার বিকেলে মুখ্যমন্ত্রীর বাড়ি পর্যন্ত মোমবাতি মিছিল করবে বিজেপি-র মহিলা মোর্চা। পাল্টা চিকিৎসককে খুন-ধর্ষণের প্রতিবাদে শুক্রবার পথে নামছেন মমতা বন্দ্যোপাধ্যায়ও।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও দেখুন