রাজীব চৌধুরী, মুর্শিদাবাদ: RG কর মেডিক্যাল কলেজে মহিলা চিকিৎসককে ধর্ষণ-খুনের প্রতিবাদে আজ রাজ্য জুড়ে আউটডোর পরিষেবা বন্ধ রাখার ডাক দিয়েছে জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টর্স। তবে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতাল আউটডোর খোলা রয়েছে। টিকিট দেওয়া হচ্ছে। কিন্তু আউটডোরে কোনও চিকিৎসক নেই ! ক্ষুব্ধ রোগী ও তার পরিবারের লোকজন।
হাসপাতালে এসে টিকিট কেটে চিকিৎসকের দেখা না পেয়ে কার্যতই ক্ষুব্ধ রোগী ও তাদের পরিবার। তাঁদের অভিযোগ, চিকিৎসক যখন আসবে না, তাহলে টিকিট দেওয়া হল কেন ? বিরক্ত মানুষজন একান্ত বাধ্য হয়ে ফিরে যাচ্ছেন চিকিৎসা পরিষেবা না পেয়ে। মূলত, RG কর মেডিক্যাল কলেজে মহিলা চিকিৎসককে ধর্ষণ-খুনের প্রতিবাদে আজ রাজ্য জুড়ে আউটডোর পরিষেবা বন্ধ রাখার ডাক দিয়েছে জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টর্স। জেলায় জেলায় হাসপাতালে হয়রানির ছবি। আন্দোলনকারী চিকিৎসকদের পাশেও দাঁড়িয়েছেন কোনও কোনও রোগীও।
আরও পড়ুন, আর জি কর হাসপাতালে পৌঁছলেন কেন্দ্রীয় গোয়েন্দারা
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
বিস্তারিত আসছে…
আরও দেখুন