Graham Thorpe Death: ঝুলিতে ৪২ হাজার রান! ব্রিটিশ নক্ষত্রের হয়েছিল রহস্য-প্রয়াণ! স্বাভাবিক মৃত্যু নয়…

Estimated read time 1 min read
0 0
Listen to this article
Read Time:9 Minute, 33 Second


জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: গত ৫ অগাস্ট আচমকাই এসেছিল সেই খবর! যা মানতে পারেনি বাইশ গজ। ৫৫ বছরে প্রয়াত হন প্রাক্তন ব্রিটিশ তারকা ব্য়াটার গ্রাহাম থর্প (Graham Thorpe Death)। ইংল্য়ান্ড অ্য়ান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (England and Wales cricket board, ECB) প্রাক্তন ব্য়াটারের প্রয়াণবার্তায় লিখেছিল, ‘অত্যন্ত দুঃখের সঙ্গে আমরা আপনাদের জানাচ্ছি যে গ্রাহাম থর্প প্রয়াত হয়েছেন। গ্রাহামের মৃত্যুতে আমরা এতটাই শোকস্তব্ধ যে ভাষায় প্রকাশের কোনও উপযুক্ত শব্দ নেই।’ গ্রাহামের মৃত্য়ুর কারণ ছিল অজানা। নিশ্চিত ভাবে কিছুই জানা যায়নি। তবে এবার গ্রাহামের স্ত্রী আমন্ডা দ্য টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে যা বললেন, তাতে বোঝাই যাচ্ছে যে, তাঁর স্বামীর  স্বাভাবিক মৃত্যু নয়…

আমান্ডা যা বলেছেন, তার নির্বাচিত অংশ এই প্রতিবেদনে তুলে ধরা হল…

আরও পড়ুন: ‘ইসকি খবর…’, চর্চায় ভুবনজয়ী ক্রিকেটারের স্ত্রী, দাবি বিজেপি নেত্রীকে গ্রেফতারের!

‘স্ত্রী এবং দুই মেয়ে থাকা সত্ত্বেও গ্রাহাম আর ভালো হল না। যাদের ও ভালোবাসত এবং যারাও ওকে ভালোবাসত। তিনি সাম্প্রতিক সময়ে গ্রাহাম খুব অসুস্থ ছিল। ও সত্যিই বিশ্বাস করেছিল, যে ওকে ছাড়া আমরা আরও ভাল থাকব। আমরা ভাবতেও পারিনি যে, ও নিজেকে শেষ করে দেবে।। ওর আত্মহত্যায় আমরা বিধ্বস্ত হয়ে গিয়েছি। গত কয়েক বছর ধরেই গ্রাহাম চরম ডিপ্রেশন এবং দুশ্চিন্তায় ভুগছিল। ২০২২ সালের মে মাসেও গ্রাহাম নিজেকে শেষ করে দেওয়ার চেষ্টা করেছিল। যার ফলস্বরূপ ওকে দীর্ঘসময়ে আইসিইউ-তে থাকতে হয়েছিল। পুরনো গ্রাহামকে ফিরে পাওয়ার আশাও দেখেছিলাম আমরা। তবে ডিপ্রেশন এবং দুশ্চিন্তা আরও গুরুতর হয়ে যায়। পরিবার হিসাবে ওর পাশে ছিলাম। অনেক চিকিৎসার পরেও কিছুই কাজ করেনি। মাঠে অত্য়ন্ত শক্তিশালী মানসিকতার ক্রিকেটার হিসেবেই ও পরিচিত ছিল। ওর শারীরিক অবস্থাও ভালো ছিল। তবে মানসিক অসুস্থতা এমন এক রোগ, যা কাউকে প্রভাবিত করতে পারে। আমরা এটা নিয়ে কথা বলতে লজ্জিত নই। লুকানোরও কিছু নেই। এটা কোনও কলঙ্ক নয়। আমরা ওকে ভালো হতে সাহায্য করেছিলাম এবং রক্ষা করার চেষ্টা করি। তাই আমরা কিছুই বলিনি। এটি যতই ভয়ঙ্কর হোক না কেন, খবরটি ভাগ করে নেওয়ার এখনই সময়। আমরা কথা বলতে সকলকে জানাতে সক্ষম হয়েছি এবং আমরা এখন এই বিষয়ে সচেতনতা বাড়াতে চাই।’
 
গ্রাহাম দেশের জার্সিতে ১০০ টেস্ট খেলেছেন ১৯৯৩-২০০৫ সাল পর্যন্ত। সেই সময়ে তিনি ৮২টি ওডিআইও খেলেছেন। গ্রাহামের লাল বলের ক্রিকেটে রয়েছেন ৬৭৪৪ রান। সর্বাধিক ২০০ রানের অপরাজিত ইনিংস খেলেছেন তিনি। গ্রাহাম টেস্টে ১৬টি সেঞ্চুরি করেছেন। রয়েছে ৩৯টি অর্ধ-শতরান। ৮২টি ওডিআই ম্য়াচে তিনি ২৩৮০ রান করেছেন। প্রথম শ্রেণির ক্রিকেটে গ্রাহামের রয়েছে ২১ হাজারের উপর রান। লিস্ট এ ক্রিকেটে তিনি করেছেন ১০ হাজারের উপর রান। টি-২০ ক্রিকেটেও গ্রাহামের রয়েছে ৯৫ রান। সব রকমের ক্রিকেট মিলিয়ে গ্রাহামের ঝুলিতে আছে ৪২ হাজারের উপর রান। এমনকী তিনি হাত ঘুরিয়েও নিয়েছেন ৪৪ উইকেট। ক্রিকেট কেরিয়ারে অসাধারণ ব্য়াটিংয়ে ইংল্য়ান্ডের মিডল অর্ডারের ভরসা হয়ে উঠেছিলেন। স্টিভ স্মিথ, ডেভিড ওয়ার্নারদের মতো তারকাদের নিউ সাউথ ওয়েলসে মেন্টরিং করিয়েছেন। ইংল্য়ান্ডের ব্য়াটিং কোচ হিসেবে দায়িত্ব সামলানো গ্রাহাম ২০২২ সালে দায়িত্ব নিয়েছিলেন আফগানিস্তান ক্রিকেট দলের। তবে শারীরিক কারণে সেই দায়িত্ব তিনি সামলাতে পারেননি। 

আরও পড়ুন: হায় রে কপাল, রং উঠে যাচ্ছে পদকের! আর কী বা দেখার বাকি থাকতে পারে

 

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)





Source link

About Post Author

JagoronBarta

জাগরণ বার্তা হল একটি অগ্রণী অনলাইন সংবাদ পোর্টাল যা পশ্চিমবঙ্গের মানুষের কাছে নিরপেক্ষ, সঠিক এবং সময়োপযোগী সংবাদ পৌঁছে দেওয়ার জন্য নিবেদিত। আমরা এমন একটি প্ল্যাটফর্ম সরবরাহ করতে প্রতিশ্রুতিবদ্ধ যা বাংলার প্রকৃত কণ্ঠস্বরকে প্রতিফলিত করে এবং স্বাধীন সাংবাদিকতার গুরুত্বকে তুলে ধরে।
Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
JagoronBarta http://www.jagoronbarta.com

জাগরণ বার্তা হল একটি অগ্রণী অনলাইন সংবাদ পোর্টাল যা পশ্চিমবঙ্গের মানুষের কাছে নিরপেক্ষ, সঠিক এবং সময়োপযোগী সংবাদ পৌঁছে দেওয়ার জন্য নিবেদিত। আমরা এমন একটি প্ল্যাটফর্ম সরবরাহ করতে প্রতিশ্রুতিবদ্ধ যা বাংলার প্রকৃত কণ্ঠস্বরকে প্রতিফলিত করে এবং স্বাধীন সাংবাদিকতার গুরুত্বকে তুলে ধরে।

You May Also Like

More From Author

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *