কলকাতা: মহিলা চিকিৎসককে ‘খুনের’ প্রতিবাদে বিক্ষোভ ঘিরে আজ রণক্ষেত্রে পরিণত হয় আরজি কর। মুখ্যমন্ত্রীর পর এবার আরজি করের ঘটনায় কড়া প্রতিক্রিয়া দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। ধর্ষণ করে খুনের মতো জঘন্য অপরাধে এবার এনকাউন্টারের সওয়াল অভিষেকের। ‘এই সব অপরাধীদের সমাজে বেঁচে থাকার অধিকার নেই। কঠোর আইন এনে, ৭দিনের মধ্যে এনকাউন্টার করে মারা উচিত। আইন আমাদের হাত বেঁধে রেখেছে, কেন বিচার হতে ৫-৬ বছর সময় লাগবে? বিজেপি অর্ডিন্যান্স করে ইডি ডিরেক্টরের মেয়াদ বাড়াতে পারে। ধর্ষক-খুনিদের বিচারের জন্য কেন অর্ডিন্যান্স আনতে পারে না?’, আর জি কর কাণ্ডে তোলপাড়ের মধ্যেই সরব অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)।
এদিন অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, যিনি মূল অভিযুক্ত, তিনি গ্রেফতার হয়েছেন। এটাও আপনারা সকলেই দেখেছেন। এখন আমাদের দেশের আইন এমন, যে আমরা অনেকে কিছু চাইলেও কিছু করতে পারি না। আমাদের আইন হাত বেধে রেখেছে। এই সমস্ত ঘটনা যারা ঘটায়, তাঁদের সমাজে থাকার অধিকার নেই। কিন্তু দেশের আইন এমন আপনি কিছু করতে পারবেন না। ..দোষী সাব্যস্ত হবে, ফাঁসি হবে নইলে যাবজ্জীবন কারাদণ্ড হবে, বিচার ব্যবস্থা তার বিরুদ্ধে যা ঘোষণা করবে, তাই হবে। কিন্তু আজকে যারা এই ঘটনাটা ঘটিয়েছে, সে পুলিশ, না ইঞ্জিনিয়ার , না খেলোয়াড়, না রাঁধুনি, না আর্কিটেক্ট, না শ্রমিক, না কৃষক ! একটা ধর্ষকের তো কোনও জাত হয় না। সে ধর্ষকই।
সূত্র মারফত খবর, আর জি কর হাসপাতালে অবাধ যাতায়াত ছিল ধৃত সঞ্জয় রায়ের। ঘটনাস্থল থেকে উদ্ধার ইয়ার ফোনের সূত্র ধরে গ্রেফতার করা হয় অভিযুক্তকে। সূত্র মারফত আরও খবর, ‘সিসিটিভি-তে দেখা যায় গলায় ইয়ার ফোন ঝুলিয়ে সেমিনার রুমে ঢুকছে সঞ্জয়, ৩০ মিনিট পর সেমিনার রুম থেকে ইয়ার ফোন ছাড়াই বেরোয় সঞ্জয়। অনলাইনে আনানো খাবার খেয়ে বিশ্রাম নিতে যান চিকিৎসক। সিসিটিভি-তে ৪ জনের গতিবিধি লক্ষ্য করা যায়। সবাইকে ডেকে জিজ্ঞাসাবাদের সময় সঞ্জয়ের কথায় অসঙ্গতি ধরা পড়ে।
আরও পড়ুন, বাংলায় সক্রিয় মৌসুমী অক্ষরেখা ! ১৫ জেলায় দুর্যোগের সতর্কতা, আগামীকাল কেমন থাকবে আবহাওয়া ?
এদিন মহিলা চিকিৎসককে ‘খুনের’ প্রতিবাদে বিক্ষোভ ঘিরে রণক্ষেত্র আরজি কর হাসপাতাল চত্বর। আরজি কর ছাড়াও কলকাতা মেডিক্যাল, ন্যাশনাল মেডিক্যাল, এসএসকেএম, শিশুমঙ্গলে প্রতিবাদে চিকিৎসক, স্বাস্থকর্মীরা। আরজিকরে প্রতিবাদে নামলেন সিনিয়র রেসিডেন্ট চিকিৎসকরা। ক্ষোভ যুক্তিসঙ্গত, তবে পরিষেবা বজায় রাখুন, আবেদন মুখ্যমন্ত্রীর।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও দেখুন