মান-অভিমান, গোপন সত্যের পর্ব শেষ! চরকির হাত ধরে এক হবে সোহাগ ও চাঁদ?
চাঁদ ও সোহাগের সন্তান চরকি। এই কথা জানতে পেরে গেছে খুদে চরকি। কালার্স বাংলার জনপ্রিয় ‘সোহাগ চাঁদ’ ধারাবাহিকে এবার কি পুচকে চরকির হাত ধরে পুনর্মিলন হবে তার পরিবারের?
সোহাগের মুখোমুখি হয়েছে চরকি। খুদে মনের একটাই প্রশ্ন, তার মা কেন তাকে নিজের বাবা সম্পর্কে মিথ্যা কথা বলেছিল? কিন্তু সন্তানকে কী জবাব দেবে সোহাগ? ভাষা হারিয়ে ফেলে সে।
তার এমন কঠিন পরিস্থিতি দেখে সায়ন ও খোওয়াই সোহাগকে পরামর্শ দেয় যে চাঁদকে এবার তার সম্পূর্ণ সত্যি কথাটা বলে দেওয়াই ভাল। এবার নিজের শক্তি জোগাড় করার পালা সোহাগের।
নিজের মনকে শান্ত করে, শক্তি জোগাড় করে সোহাগ অবশেষে চাঁদকে ফোন করে। কিন্তু সেই ফোনের সাড়া পায় না। উত্তর দেয় না চাঁদ।
এরমধ্যে দুলালের থেকে ফোন চেয়ে চরকি কল করে চাঁদকে। কলকাতায় চাঁদকে আমন্ত্রণ জানায় চরকি, তাকে কথা দেয় যে সে একটা সারপ্রাইজ রেখেছে তার জন্য।
চরকির কথা শুনে ব্যস্ত শহরে পা রাখতেই চাঁদ দেখে যে বিপদে চরকি। রাস্তায় একটা গাড়ি ধেয়ে আসছে চরকির দিকে। তাকে বাঁচাতে গিয়ে গাড়ির ধাক্কায় গুরুতর আহত হয় চাঁদ।
দুর্ঘটনার পর রাস্তায় লুটিয়ে পড়ে চাঁদ। জ্ঞান হারানোর আগের মুহূর্তে সে শেষ শুনতে পায় যে বাবার জন্য কেঁদে ভাসাচ্ছে চরকি।
এরপর যখন চাঁদ ও সোহাগ মুখোমুখি হয়, অনেকদিনের জমে থাকা ক্ষোভে যেন আগুন লাগে নতুন করে। লুকিয়ে রাখা সত্য জানতে পেরে ক্ষোভে ফেটে পড়ে চাঁদ। সোহাগ ও চাঁদের ঝগড়ার মাঝে উপস্থিত হয় তাদের সন্তান চরকি।
মা-বাবার এমন অবস্থা দেখে ছোট্ট চরকি সিদ্ধান্ত নেয়, পরিবারে শান্তি ফিরিয়ে আনার দায়িত্ব সেই নেবে। দুই পরিবারের সাহায্যে বাবা ও মাকে এক করতে সক্ষম চরকি। শীঘ্রই হরিপুরে ফিরবে তারা একসঙ্গে।
কিন্তু দীর্ঘ ৬ বছর পর কি চরকি ও সোহাগকে মেনে নেবে দুই পরিবার? চরকির আসল পরিচয় জানতে পেরে কী প্রতিক্রিয়া হবে তাদের? কী হবে খুদের ভবিষ্যৎ? জানা যাবে কালার্স বাংলায় সন্ধ্যা ৭টায় নজর রাখলে।
Published at : 08 Aug 2024 08:37 PM (IST)
আরও জানুন সিরিয়াল
আরও দেখুন