NOW READING:
মিলেছে তথ্যপ্রমাণ, নবম-দশমে নিয়োগে দুর্নীতি মামলায় আজ জীবনকৃষ্ণকে তলব ED-র
August 5, 2024

মিলেছে তথ্যপ্রমাণ, নবম-দশমে নিয়োগে দুর্নীতি মামলায় আজ জীবনকৃষ্ণকে তলব ED-র

মিলেছে তথ্যপ্রমাণ, নবম-দশমে নিয়োগে দুর্নীতি মামলায় আজ জীবনকৃষ্ণকে তলব ED-র
Listen to this article



<p><strong>প্রকাশ সিন্হা, শিবাশিস মৌলিক ও অনির্বাণ বিশ্বাস , কলকাতা:</strong> নিয়োগ দুর্নীতি মামলায় বড়ঞার তৃণমূল বিধায়ক জীবনকৃষ্ণ সাহাকে এবার তলব করল ইডি। আজ তাঁকে সল্টলেকের সিজিও কমপ্লেক্সে হাজিরা দিতে নির্দেশ দিয়েছেন কেন্দ্রীয় তদন্তকারীরা। সূত্রের খবর, নবম-দশমে নিয়োগে দুর্নীতি মামলায় বড়ঞার তৃণমূল বিধায়ককে তলব করা হয়েছে। &nbsp;<br />&nbsp;<br />নিয়োগ দুর্নীতি মামলায় CBI-এর পর এবার ED-র নজরে বড়ঞার তৃণমূল বিধায়ক জীবনকৃষ্ণ সাহা। CBI-এর মামলায় সুপ্রিম কোর্টে জামিন পাওয়ার ৩ মাসের মাথায় সোমবার জীবনকৃষ্ণ সাহাকে তলব করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। সল্টলেকের CGO কমপ্লেক্সে হাজিরা দিতে নির্দেশ দেওয়া হয়েছে তাঁকে।ED সূত্রে খবর, নবম-দশমে নিয়োগে দুর্নীতির মামলায় তলব করা হয়েছে বড়ঞার তৃণমূল বিধায়ককে। কেন্দ্রীয় এজেন্সি সূত্রে দাবি,এই মামলায় আর্থিক লেনদেনের তথ্য়প্রমাণ পাওয়া গেছে।জীবনকৃষ্ণর মাধ্য়মে কয়েক জনের চাকরি হয়েছিল বলেও জানা গেছে।&nbsp;<br />&nbsp;<br />&nbsp;নিয়োগ দুর্নীতিকাণ্ডে গত বছরের ১৪ এপ্রিল জীবনকৃষ্ণর কান্দির বাড়ি ও দোকানে হানা দেয় CBI.রঘুনাথগঞ্জে তাঁর শ্বশুরবাড়িতেও তল্লাশি চলে।তল্লাশি শুরু হওয়ার পরই তৃণমূল বিধায়ককে নজরবন্দি করে কেন্দ্রীয় এজেন্সি। তল্লাশি চলাকালীন তৃণমূল বিধায়ক তাঁর দুটি মোবাইল ফোন পুকুরে ফেলে দেন বলে অভিযোগ ওঠে। পরে পুকুর ছেঁচে মোবাইল ফোন দুটি উদ্ধার করা হয়।</p>
<p>এরপর গত বছরের ১৭ এপ্রিল ৬৭ ঘণ্টার জিজ্ঞাসাবাদ শেষে জীবনকৃষ্ণ সাহাকে গ্রেফতার করে CBI. গত বছরের জুলাইয়ে তাঁর বিরুদ্ধে চার্জশিটও জমা দেয় কেন্দ্রীয় এজেন্সি। গ্রেফতারির ১৩ মাস বাদে চলতি বছরের ১৪ মে <a title="সুপ্রিম কোর্ট" href="https://bengali.abplive.com/topic/supreme-court" data-type="interlinkingkeywords">সুপ্রিম কোর্ট</a>ে জামিন পান বড়ঞার তৃণমূল বিধায়ক। এবার নিয়োগ দুর্নীতি মামলায় বর্তমানে জামিনে মুক্ত জীবনকৃষ্ণ সাহাকে তলব করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট।</p>
<p>আরও পড়ুন, <a title="একাধিক গ্রাম প্লাবিত হওয়ার আশঙ্কা ! বীরভূমে ভাঙল কুয়ে নদীর বাঁধ" href="https://bengali.abplive.com/district/birbhum/birbhum-labpur-flood-situation-due-to-breaking-river-dam-1087142" target="_self">একাধিক গ্রাম প্লাবিত হওয়ার আশঙ্কা ! বীরভূমে ভাঙল কুয়ে নদীর বাঁধ</a></p>
<p>দুর্নীতির আরও একটি ঘটনা প্রকাশ্যে এসেছিল সম্প্রতি মুর্শিদাবাদে। হাতে নিয়োগপত্র। ল্যাবরেটরি অ্যাসিস্ট্য়ান্ট পদে যোগ দিতে এসেছিলেন যুবক। আর তা নিয়ে বেজায় চিন্তায় পড়েছিলেন মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালের আধিকারিকরা। কারণ, ওই পদের কোনও অস্তিত্বই নেই হাসপাতালে ! ভুয়ো নিয়োগপত্র নিয়ে কাজে যোগ দিতে এসে শেষমেশ শ্রীঘরে যান অভিযুক্ত। নিয়োগের কোনও বিজ্ঞপ্তি বেরোয়নি। নেওয়া হয়নি চাকরির কোনও পরীক্ষা। আর সব থেকে বড় কথা, যে পদে যোগ দিতে এসেছিলেন, বাস্তবে সেই পদই নেই। ফলে, চাকরিতে যোগ দিতে আসা যুবকের ঠাঁই হয় শ্রীঘরে।</p>
<p>&nbsp;</p>
<p><strong><em>আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও।&nbsp;<a title="যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।" href="https://www.whatsapp.com/channel/0029VaCBCh6545uwkeNBg11y/" target="_blank" rel="nofollow noopener" data-saferedirecturl="https://www.google.com/url?q=https://www.whatsapp.com/channel/0029VaCBCh6545uwkeNBg11y/&amp;source=gmail&amp;ust=1722916587972000&amp;usg=AOvVaw2HwnbMYIVSCWI9LKk66WQn">যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।</a>&nbsp;</em></strong></p>
<div class="yj6qo">&nbsp;</div>
<div class="adL">&nbsp;</div>



Source link