# Tags
#Blog

আদানিরা এই রাজ্যে করছে ৩০ হাজার কোটি টাকা বিনিয়োগ, কত চাকরি হবে ?

আদানিরা এই রাজ্যে করছে ৩০ হাজার কোটি টাকা বিনিয়োগ, কত চাকরি হবে ?
Listen to this article


Gautam Adani : এই রাজ্যের জন্য বড় খবর দিল আদানি গ্রুপ (Adani Group)। আগামী পাঁচ বছরে সব মিলিয়ে ৩০ হাজার কোটি টাকা বিনিয়োগ (Investment) করা হবে এখানে। জেনে নিন, এতে উপকৃত হবে কারা। 

দেশের এই রাজ্য়ে হচ্ছে বড় বিনিয়োগ
 গৌতম আদানি নেতৃত্বাধীন আদনি গ্রুপ আগামী পাঁচ বছরে কেরালায় ৩০,০০০ কোটি টাকার বিশাল বিনিয়োগের ঘোষণা করেছে। এর মধ্যে ভিজিনজাম বন্দর উন্নয়নের জন্য অতিরিক্ত 20,000 কোটি টাকা যোগ করা হয়েছে। ইনভেস্ট কেরালা গ্লোবাল সামিট (আইকেজিএস) ২০২৫ -এ আদনি পোর্টস অ্য়ান্ড সেজ লিমিটেডের (এপিএসইজেড) ম্য়ানেজমেন্ট ডিরেক্টর করণ আদানি এই  ঘোষণা করেছেন।

বিজনজাম বন্দরটি সবচেয়ে ব্যস্ততম শিপিং রুটগুলির মধ্যে একটি
অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে তিনি বিশ্ব বাণিজ্যে বিজনজাম বন্দরের কৌশলগত গুরুত্বের কথা উল্লেখ করেছেন। ২০১৫ সালে আদনি গ্রুপ এই প্রকল্পটি গ্রহণ করেছিল। এখন এটিতে ৫,০০০ কোটি টাকার বিনিয়োগ করা হয়েছে। করণ জানিয়েছেন, বিজনজম বিশ্বের অন্যতম ব্যস্ততম শিপিং রুট। এমনকি সরকারি উদ্বোধনের আগেও, এই বন্দরটি, 24,000 কনটেনার ক্ষমতা সহ, ভারতীয় তীরে পৌঁছানোর জন্য বৃহত্তম জাহাজের ডকিং করে ইতিহাস তৈরি করেছে।

এটি কেরালার জন্য আদানি গ্রুপের পরিকল্পনা
বিজনজাম হল ভারতের প্রথম ট্রান্স-শিপমেন্ট হাব যা এখন আরও বিস্তার লাভ করবে। এই বন্দরের উন্নয়ন ছাড়াও আদনি গ্রুপ ত্রিভেন্দ্রাম আন্তর্জাতিক বিমানবন্দরের ক্ষমতা ৪.৫ মিলিয়ন থেকে ১২ মিলিয়ন যাত্রীতে নিয়ে যাবে। যে কারণে ৫,৫০০ কোটি টাকা আরও বিনিয়োগ বাড়িয়ে দেবে আদানি গোষ্ঠী।

এর সঙ্গে সঙ্গে আদনি গ্রুপ কোচিতে একটি লজিস্টিক এবং ই-কমার্স হাব তৈরি করার ও শহরে এর সিমেন্ট উত্পাদন ক্ষমতা বাড়ানোর পরিকল্পনা করেছে। এই প্রকল্পগুলি কেবল কেরালায় অর্থনৈতিক উন্নয়ন বা পরিকাঠামোগত উন্নয়ন বাড়াবে না, পাশাপাশি আদনি গ্রুপের দেওয়া প্রতিশ্রুতিরও বাস্তবায়ন ঘটাবে।  

গরম পড়তেই ফের আদানিদের দ্বারস্থ হল বাংলাদেশ (Bangladesh News) । এবার গৌতম আদানির (Gautam Adani) কোম্পানির থেকে আগের মতোই পুরো বিদ্যুৎ চেয়েছে ঢাকা। সংবাদ সংস্থা রয়টার্স (Reuters) সূত্রে খবর, ইউনূস সরকারের (Mohammed Yunus) আবেদনে সাড়া দিলেও অনেক অনুরোধ মানেনি আদানি গোষ্ঠী (Adani Group)।
 
এবার পুরো বিদ্যুৎ পাবে বাংলাদেশ ?
রয়টার্সের সূত্র বলছে, আদানি পাওয়ার তিন মাস পর বাংলাদেশে পুরোপুরি বিদ্যুৎ সরবরাহ করতে রাজি হয়েছে। আগের মতোই এবার ঝাড়খণ্ডের গোড্ডা থেকে ১৬০০ মেগাওয়াট বিদ্যুৎ পাঠানো হবে প্রতিবেশী দেশে। যদিও ঢাকার বিদ্যুতে ছাড় ও ট্যাক্স সুবিধার অনুরোধ খারিজ করেছে আদানি পাওয়ার।

আরও পড়ুন : PM Internship Scheme 2025 : মোদি সরকার দিচ্ছে সুযোগ, মাসে পাবেন ৫০০০ টাকা , কবে আবেদনের শেষ তারিখ ?

আরও দেখুন



Source link

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

Review Your Cart
0
Add Coupon Code
Subtotal