# Tags
#Blog

মুকুট হারাবে মুম্বই? গুজরাত লিড নেবে কেরলের বিরুদ্ধে? শুক্রবার রুদ্ধশ্বাস পরিণতির অপেক্ষা

মুকুট হারাবে মুম্বই? গুজরাত লিড নেবে কেরলের বিরুদ্ধে? শুক্রবার রুদ্ধশ্বাস পরিণতির অপেক্ষা
Listen to this article


নাগপুর: রঞ্জি ট্রফিতে (Ranji Trophy) রেকর্ড ৪১ বারের বিজয়ী মুম্বই । গতবারও চ্যাম্পিয়ন হয়েছিল । এবার কি সেই মুকুট হারাবেন অজিঙ্ক রাহানেরা (Ajinkya Rahane)? সম্ভাবনা প্রবল ।

বিদর্ভের বিরুদ্ধে বেশ চাপে মুম্বই । বিদর্ভের প্রথম ইনিংসে ৩৮৩ রানের জবাবে মুম্বই অল আউট হয়ে গিয়েছিল ২৭০ রানে । দ্বিতীয় ইনিংসে বিদর্ভ তুলল ২৯২ রান । দুরন্ত ইনিংস খেললেন যশ রাঠৌর । পাঁচ নম্বরে নেমে ১৫১ রান করলেন । মুম্বইয়ের হয়ে ৬ উইকেট শামস মুলানির । জবাবে বৃহস্পতিবার, ম্যাচের চতুর্থ দিনের শেষে দ্বিতীয় ইনিংসে মুম্বইয়ের স্কোর ৮৩/৩ । শুক্রবার ম্যাচের শেষ দিন জয়ের জন্য ৩২৩ রান তুলতে হবে মুম্বইকে । হাতে সাত উইকেট । ক্রিজে রয়েছেন আকাশ আনন্দ ও শিবম দুবে । লড়াই করবেন তাঁরা । রুদ্ধশ্বাস পরিণতি হতে পারে ম্যাচের । তবে চাপে মুম্বই ।

অন্য সেমিফাইনালেও নাটকীয় পরিস্থিতি । গুজরাত বনাম কেরল সেমিফাইনাল ম্যাচের সরাসরি ফয়সালা হবে না, কার্যত স্পষ্ট । তবে প্রথম ইনিংসের লিড কারা নেয়, সেটাই সবচেয়ে বড় খবর । তরুণ জয়মিত পটেল ৮ বছর পর ফের রঞ্জির ফাইনাল খেলার স্বপ্ন দেখাচ্ছে গুজরাতকে । নিজের প্রথম মরশুমেই জয়মিত ব্যাটিং অলরাউন্ডার হিসাবে নিজের আলাদা একটি জায়গা তৈরি করে নিয়েছেন । ২২ বছর বয়সী জয়মিত সৌরাষ্ট্রের বিরুদ্ধে কোয়ার্টার ফাইনালে সেঞ্চুরি করেছিলেন । বৃহস্পতিবার তিনি কেরলের বিরুদ্ধে প্রথম ইনিংসের লিড নেওয়ার আশা জাগালেন গুজরাত শিবিরে ।  

আরও পড়ুন: তাঁর জন্যই সতীর্থের রেকর্ড হাতছাড়া! মাঠেই হাত জোড় করে ক্ষমা চাইলেন রোহিত

জয়মিত অপরাজিত রয়েছেন ৭৪ রান করে । কেরল প্রথম ইনিংসে তুলেছিল ৪৫৭ রান । জবাবে চতুর্থ দিনের শেষে গুজরাতের স্কোর ৪২৯/৭ । লিড পেতে আর ২৯ রান দরকার গুজরাতের । কেরল-গুজরাতের মধ্যেও রঞ্জি সেমিফাইনালের পঞ্চম দিন রুদ্ধশ্বাস লড়াই অপেক্ষা করে রয়েছে । অভিজ্ঞ প্রিয়াঙ্ক পাঞ্চালের ১৪৮ রানের দুরন্ত একটি ইনিংসের হাত ধরে গুজরাত পাল্টা লড়াই শুরু করে । তৃতীয় দিনের শেষের দিকে গুজরাতের স্কোর ছিল ১ উইকেটে ২২২ রান । কিন্তু চতুর্থ দিনের শুরুর দিকে নিয়মিত ব্যবধানে উইকেট হারিয়ে চাপে পড়ে যায় গুজরাত । সেখান থেকে জয়মিত পাল্টা লড়াই করছেন ।

আরও পড়ুন: ৩২১ তাড়া করতে নেমে ৫২ ডট বল! ভারতের বিরুদ্ধে মহারণের আগে বাবর আজমকে নিয়ে ঝড়

 

আরও দেখুন



Source link

MS Dhoni Retirement | IPL 2025: কবে ছাড়ছেন খেলা? আইপিএলের আগেই অবসর নিয়ে বিরাট আপডেট ধোনির…

MS Dhoni Retirement | IPL 2025: কবে

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

Review Your Cart
0
Add Coupon Code
Subtotal