# Tags
#Blog

এবার ওটিটি প্ল্যাটফর্মগুলিকে কড়া নিয়মের নিগড়ে বাঁধতে চাইছে কেন্দ্র, মানতে হবে এই নির্দেশ

এবার ওটিটি প্ল্যাটফর্মগুলিকে কড়া নিয়মের নিগড়ে বাঁধতে চাইছে কেন্দ্র, মানতে হবে এই নির্দেশ
Listen to this article


নয়াদিল্লি: আজ বৃহস্পতিবার দেশের সমস্ত সমাজমাধ্যম চ্যানেল এবং ওটিটি প্ল্যাটফর্মগুলিকে সতর্ক করে দিয়েছে কেন্দ্র। ২০২১ সালের তথ্য ও প্রযুক্তি আইনে যে কোড অফ এথিক্সের কথা বলা হয়েছে, তা অক্ষরে অক্ষরে মেনে চলার নির্দেশ (India’s Got Latent Row) দিয়েছে কেন্দ্র। শিশুরা যাতে কোনোভাবেই প্রাপ্তবয়স্কদের জন্য নির্মিত কনটেন্ট না দেখতে পারে সেই জন্য ‘অ্যাক্সেস কন্ট্রোল ফর এ রেটেড কনটেন্ট’ নির্দেশিকা জারি করেছে কেন্দ্র। নিজস্ব প্ল্যাটফর্মের (OTT Platforms) বিধি মেনে চলার উপরেও নজর দিতে বলা হয়েছে কেন্দ্রের তরফে।

তথ্য ও সম্প্রচার মন্ত্রকের পক্ষ থেকে এই বিজ্ঞপ্তি জারি করা হয়েছে স্ট্যান্ড আপ কমেডি শো ‘ইন্ডিয়াজ গট ল্যাটেন্টে’ রণবীর এলাহাবাদিয়ার অশালীন মন্তব্যে বিতর্ক দানা বাঁধার পরে পরেই। ইউটিউবে এই বিশেষ পর্বটি প্রশ্নের মুখে পড়েছিল, কেন্দ্র এই পর্বের ভিডিয়ো মুছে ফেলার নির্দেশ দিয়েছিল ইউটিউবকে। যদিও তারপরে ইউটিউবার সময় রায়না নিজেই তার শোয়ের সমস্ত ভিডিয়ো মুছে দেন। এই বিজ্ঞপ্তিতে তথ্য সম্প্রচার মন্ত্রকের তরফে বলা হয়েছে যে সমাজমাধ্যমে এবং ওটিটি প্ল্যাটফর্মের মাধ্যমে ব্যাপকভাবে অশালীন, অশ্লীল যৌনতাপূর্ণ কনটেন্ট ছড়িয়ে দেওয়া হচ্ছে, এই মর্মে কেন্দ্রের কাছে প্রচুর অভিযোগ এসেছে’। কেন্দ্র সরকারের পক্ষ থেকে জোরের সঙ্গে বলা হয়েছে, এবার থেকে ওটিটি প্ল্যাটফর্মগুলিকেও আইনের আওতায় আনা হবে যাতে তারা আইন-বিরোধী কোনো কনটেন্ট প্রকাশ করতে না পারে এবং কনটেন্টের বয়স-অনুযায়ী শ্রেণিবিভাজন করতে পারে। এছাড়াও এই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে সমস্ত ওটিটি প্ল্যাটফর্মগুলির স্ব-নিয়ন্ত্রিত কমিটি তত্ত্বাবধান করবে সমস্ত প্ল্যাটফর্মগুলি কোড অফ এথিক্স মানছে কিনা তা স্থির করা।

এই বিজ্ঞপ্তি তথা নির্দেশিকায় জোরের সঙ্গে বলা হয়েছে ওটিটি প্ল্যাটফর্মগুলিকে কঠোরভাবে মেনে চলতে হবে এই নিয়ম যাতে কোনো শিশু প্রাপ্তবয়স্কদের জন্য নির্মিত কনটেন্ট দেখতে না পায়। পকসো আইন এবং তথ্য সম্প্রচার আইনের অধীনে অশালীন কনটেন্ট প্রকাশ করা আইনি অপরাধ বলে গণ্য হবে।

সম্প্রতি ‘ইন্ডিয়াজ গট ল্যাটেন্ট’-এর একটি পর্বে এসে রণবীর এলাহাবাদিয়ার বাবা-মায়ের সঙ্গে যৌনতার মন্তব্যকে ঘিরে সারা দেশজুড়ে ঝড় ওঠে। তার এই মন্তব্য সমস্ত শালীনতার সীমা ভেঙে ফেলে। একের পর এক মামলা হয়েছে রণবীরের নামে আর কিছুদিন আগে তিনি সুপ্রিম কোর্টের দ্বারস্থও হয়েছিলেন। সেখানে বিচারপতি তাঁকে ভর্ৎসনা করে বলেন যে তার মাথা নোংরা চিন্তায় ভরা। ইউটিউবার সময় রায়না যদিও ইউটিউব থেকে এই শোয়ের সমস্ত ভিডিয়ো মুছে দিয়েছেন নিজেই।

আরও পড়ুন: iPhone 16e: iPhone 16-র থেকেও ২০ হাজার টাকা কমে পাবেন iPhone 16e ? কী বিশেষ ফিচার্স রয়েছে ?

আরও দেখুন



Source link

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

Review Your Cart
0
Add Coupon Code
Subtotal