# Tags
#Blog

অকাল বর্ষণে বজ্রপাতে মৃত্যু, দিনভর ভোগান্তি জেলায় জেলায়

অকাল বর্ষণে বজ্রপাতে মৃত্যু, দিনভর ভোগান্তি জেলায় জেলায়
Listen to this article


কলকাতা: বসন্তের সকালে কলকাতা ও জেলা ভিজল তুমুল বৃষ্টিতে। কোথাও কোথাও হল শিলাবৃষ্টি। যা নিয়ে দিনভর ভোগান্তির শিকার হলেন সাধারণ মানুষ। ফাল্গুনের প্রবল বর্ষণে বজ্রপাতে মৃত্যু হল একজনের। 

পুরুলিয়ায় বৃহস্পতিবার সকাল থেকে তীব্র বজ্রপাত ও তুমুল ঝড়বৃষ্টির হয় পুরুলিয়ায়। বজ্রাঘাতে মৃত্যু হয়েছে একজনের। মালবাজার ২ নম্বর ব্লকের আঁকড়ো গ্রামের কাছে, একটি ইটভাটায় বজ্রাঘাতে আহত হন দুই পুরুষ সহ তিন মহিলা শ্রমিক। বান্দোয়ান ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে, তাদের মধ্যে যমুনা মুদি (৩৫ ) নামে এক মহিলা শ্রমিককে মৃত বলে ঘোষণা করা হয়।উত্তর ২৪ পরগনায় বৃষ্টির জেরে ভেঙে পড়ে বিজ্ঞাপনের হোর্ডিং। অল্পের জন্য প্রাণ বাঁচল এক বাইক আরোহীর। বারাসাত চাঁপাডালি মো়ড় সংলগ্ন বিবেক শিশু উদ্যানের ঘটনা।

পূর্ব বর্ধমানে বজ্রবিদ্যুৎ ও শিলাবৃষ্টির কবলে পড়ে পূর্ব বর্ধমানের গলসি সহ বহু এলাকা। বাবুর বাগ এলাকায় বর্ধমান মেডিক্যাল যাওয়ার পথে গাছ ভেঙে পড়ে ব্যাহত হয় যান চলাচল। বুধবার রাত থেকে শুরু করে বৃহস্পতিবার সকাল পর্যন্ত বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হয় পশ্চিম বর্ধমানের বিভিন্ন জায়গায়। অকাল বৃ্ষ্টিতে বাঁকুড়া জেলা জুড়ে ক্ষতির মুখে পড়েছে কৃষিকাজ। চাষের জমিতে জল জমে ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছেন দাবি তালডাংরা, সিমলাপাল, ওন্দা এলাকার কৃষকেরা। পশ্চিম মেদিনীপুুরেও বৃষ্টির জেরে ব্যাহত হয় যান চলাচল। নারায়ণগড, দাঁতন এলাকায় জাতীয় সড়কে দীর্ঘক্ষণ যান চলাচল স্তব্ধ হয়ে যায়। বৃহস্পতিবারের বৃষ্টিতে ভিজেছে পূর্ব মেদিনীপুরের মহিষাদল, হলদিয়া, পাশকুঁড়া, তমলুকের বিস্তীর্ণ এলাকা।

লক্ষ্মীবারের সকাল থেকেই মুখ ভার ছিলআকাশের। বেলা গড়াতেই অন্ধকারে ডুবল গোটা কলকাতা। মিলে গেল আবহাওয়া দফতরের পূর্বাভাস। ঝমঝমিয়ে বৃষ্টি কলকাতা, হাওড়া-হুগলি ও পার্শ্ববর্তী জেলায়। আবহাওয়া দফতরের সূত্রে খবর, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ থেকে তেলঙ্গানা পর্যন্ত বিস্তৃত হয়েছে অক্ষরেখা। তার সঙ্গে দুই ঘূর্ণাবর্তের জেরেই এই অকাল বৃষ্টির আগমন। আগামী শনিবার পর্যন্ত বৃষ্টি চলার সম্ভাবনা রয়েছে। পশ্চিমের জেলাগুলিতে শিলাবৃষ্টির হতে পারে বলে দাবি আবহবিদদের। আবহাওয়া দফতরের পূর্বাভাাস অনুযায়ী, আগামী ২৪ ঘণ্টায় দার্জিলিং সহ পার্বত্য এলাকায় হালকা তুষারপাত হতে পারে বলে খবর।                                  

আরও পড়ুন: Governor On Maha Kumbh Mela: ‘এই কুম্ভ মেলা মৃত্যুঞ্জয় মেলা’ বিতর্কের আবহে ইঙ্গিতপূর্ণ মন্তব্য রাজ্যপালের

আরও দেখুন



Source link

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

Review Your Cart
0
Add Coupon Code
Subtotal