# Tags
#Blog

Plane Crash: ভয়ংকর মুখোমুখি সংঘর্ষে টুকরো হয়ে গেল ২ বিমান , রানওয়েতে ছড়িয়ে ধ্বংসাবশেষ, কতজনের মত্যু?

Plane Crash: ভয়ংকর মুখোমুখি সংঘর্ষে টুকরো হয়ে গেল ২ বিমান , রানওয়েতে ছড়িয়ে ধ্বংসাবশেষ, কতজনের মত্যু?
Listen to this article


জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: আমেরিকার অ্যারিজোনায় মুখোমুখি সংঘর্ষে ভেঙে পড়ল দুটি বিমান। দাউদাউ আগুনের গোলা হয়ে ধ্বংসাবশেষ ছড়িয়ে পড়ল রানওয়েতে। এখনওপর্যন্ত পাওয়া খবর অনুযায়ী ওই দুর্ঘটনায় ২ জনের মৃত্যু হয়েছে।

আরও পড়ুন-ডেঙ্গি ঠেকাতে মশার বিরুদ্ধে যুদ্ধ, জীবিত অথবা মৃত, ধরে আনলেই পার পিস দেড় টাকা

বুধবার সকালের অ্যারিজোনা বিমানবন্দরের ১২ নম্বর রানওয়েতে একটি Cessna 172S বিমান ও একটি Lancair 360 MK II বিমানের মুখোমুখি সংঘর্ষ হয়। তাতেই টুকরো টুকরো হয়ে যায় ওই দুটি বিমান। এমনটাই জানিয়েছে আমেরিকার ন্যাশনাল ট্রান্সপোটেশন সেফটি বোর্ড। অবতরণের সময়েই তারা সংঘর্ষে জড়িয়ে পড়ে।

ঘটনার সময় Cessna 172S বিমানটি রানওয়েতে নামছিল। নামার পর সেটি গিয়ে ধাক্কা মারে Lancair 360 MK II বিমানটি। মৃতদের সম্পর্কে কোনও তথ্য এখনও জানা যায়নি।

এক সপ্তাহ আগেই একটি হেলিকপ্টার আমেরিকান এয়ারলাইন্সের একচি বিমানে ধাক্কা মারে। এতে মৃত্যু হয় ৬৪ যাত্রী ও ৩ বিমানকর্মীর। ওই সপ্তাহেই একটি ওষুধ কোম্পানির বিমান ভেঙে পড়ে ফিলাডালফিয়ায়। তাতে ৭ জনের মৃত্যু হয়।

গত সোমবার ডেল্টা এয়ারলাইন্সের একটি বিমান টেরেন্টেয় রানওয়ে থেকে পিছলে যায়। শেষপর্যন্ত সেটি উপরের দিকে মুখ করে  থেমে যায়। বিমান যাত্রী ছিলেন ৮০ জন। কোনওক্রমে বাঁচেন তাঁরা। গত ৬ ফেবর্ুয়ারি আলাস্কায় ভেঙ্গে পড়ে একটি ছোট বিমান। সেটিটে ছিলেন ১০ যাত্রী। গত ১০ ফেব্রুয়ারি অ্যারিজোনায় ভেঙে পড়ে। তাতে মৃ্ত্যু হয় ১ জনের।

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)





Source link

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

Review Your Cart
0
Add Coupon Code
Subtotal