# Tags
#Blog

দু’দেশের সম্পর্কের প্রভাব পড়বে মাঠে? চ্যাম্পিয়ন্স ট্রফিতে আজ ভারত-বাংলাদেশ লড়াই, লাইভ আপডেট

দু’দেশের সম্পর্কের প্রভাব পড়বে মাঠে? চ্যাম্পিয়ন্স ট্রফিতে আজ ভারত-বাংলাদেশ লড়াই, লাইভ আপডেট
Listen to this article


দুবাই: বছরের প্রথম বড় টুর্নামেন্ট। আর সেই টুর্নামেন্টে মাঠে নামছে ভারত ও বাংলাদেশ (India vs Bangladesh)। দুই ক্রিকেটপাগল দেশের জনগণের এই ম্যাচ ঘিরে তাই উচ্ছ্বাস, উন্মাদনা থাকাটা খুবই স্বাভাবিক। চ্যাম্পিয়ন্স ট্রফিতে (ICC Champions Trophy 2025) ভারত ও বাংলাদেশ  একে অপরের বিরুদ্ধে এই ম্যাচ দিয়েই নিজেদের অভিযান শুরু করছে। গ্রুপ ‘এ’-র এই ম্য়াচ দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করে রয়েছেন ক্রিকেটপ্রেমীরা। 

হেড-টু-হেড

১৯৮৮ সালে এশিয়া প্রথমবার দুই পড়শি দেশ ভারত ও বাংলাদেশ ওয়ান ডেতে একে অপরের মুখোমুখি হয়েছিল। তারপর থেকে মোট ৪১ বার দুই দল এই ফর্ম্যাটে একে অপরের মুখোমুখি হয়েছে। ভারতীয় দল যে এই দুই দেশের লড়াইয়ে অনেকটাই এগিয়ে, তা বলার অপেক্ষা করে না। টিম ইন্ডিয়া ৪১টি ম্যাচের মধ্যে ৩২টি ম্যাচ জিতেছে। বাংলাদেশ মাত্র আটটি ম্যাচ জিতেছে। চ্যাম্পিয়ন্স ট্রফিতে অবশ্য দুই দল এর আগে মাত্র একবারই একে অপরের সম্মুখীন হয়েছে। সেই ম্য়াচে ২৬৫ রান তাড়া করতে নেমে রোহিত ও বিরাটের দৌরাত্ম্যে নয় উইকেটে ম্যাচ জেতে ভারত।

আবহাওয়া

দুবাই মানেই উষ্ণ, তপ্ত আবহাওয়া, শুষ্ক পরিবেশ। মরুদেশে সাধারণত বৃষ্টি হয়না। তবে ভারত বনাম বাংলাদেশের ম্যাচে কিন্তু অল্প হলেও সেই সম্ভাবনা রয়েছে। AccuWeather-র রিপোর্ট অনুযায়ী, ম্যাচের দিন অর্থাৎ বৃহস্পতিবার বৃষ্টির ৩৫ শতাংশ সম্ভাবনা রয়েছে। যার ফলে ম্যাচ থামালেও, থামাতে হতে পারে। এই ম্যাচের দিন তাপমাত্র ২৪ ডিগ্রির আশেপাশে থাকার পূর্বাভাস রয়েছে এবং আর্দ্রতা ৪৮ শতাংশের আশেপাশে থাকার সম্ভাবনা। ১১ কিলোমিটার প্রতি ঘণ্টায় হাওয়া বওয়ার পূর্বাভাস রয়েছে। পাশাপাশি ম্যাচের দিন আকাশও মেঘলা থাকার সম্ভাবনা। ফলে ম্যাচের সময় কিন্তু বৃষ্টি হতেই পারে।  

মঞ্চ তৈরি, শেষবেলার প্রস্তুতিও সারা হয়ে গিয়েছে। এবার অপেক্ষা শুধু ম্যাচ শুরুর। 

আরও পড়ুন: আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফিতে একাধিক রেকর্ডের হাতছানি, গর্জে উঠবে ‘কিং কোহলি’-র ব্যাট? 



Source link

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

Review Your Cart
0
Add Coupon Code
Subtotal