# Tags
#Blog

Metro Service: এই রে, মেট্রো বন্ধ! বিপদ থেকে বাঁচতে শিয়ালদহ-নিউটাউন বড় আপডেট…

Metro Service: এই রে, মেট্রো বন্ধ! বিপদ থেকে বাঁচতে শিয়ালদহ-নিউটাউন বড় আপডেট…
Listen to this article


জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: আগেই জানা গিয়েছিল, ইস্ট-ওয়েস্ট মেট্রোর হাওড়া ময়দান থেকে সেক্টর ফাইভ লাইনে অত্যাধুনিক সিগন্যালিং ব্যবস্থা বসানো হবে। একটি বিদেশি সংস্থার সঙ্গে গাঁটছড়া বেঁধে এই কাজটি করা হবে। এবং এই কাজের জন্য আপাতত বন্ধ থাকবে মেট্রো পরিষেবা। প্রথমে ১৩ থেকে ১৬ ফেব্রুয়ারি সম্পূর্ণ বন্ধ থাকবে ইস্ট ওয়েস্ট মেট্রো, পরে ২০ থেকে ২৩ ফেব্রুয়ারি ফের সম্পূর্ণ বন্ধ ইস্ট ওয়েস্ট মেট্রো। কলকাতা মেট্রোর তরফে বিজ্ঞপ্তি দিয়ে এ খবর জানানো হয়েছে। মেট্রো বন্ধ থাকার ফলে বেশিরভাগ যাত্রীদের ভোগান্তি হচ্ছে। তাই এই সমস্যা সমাধানের জন্য চালু হল উবের শাটেল  রুট।

যা শিয়ালদহ থেকে নিউ টাউন পর্যন্ত চলবে। এটি শুরু হবে ২০  ফেব্রুয়ারি, ২০২৫  থেকে শুরু করে ১৩  মার্চ, ২০২৫ পর্যন্ত পাওয়া যাবে। পরিষেবাটি মেট্রোর লাস্ট মেইল ট্রাভেলের ক্ষেত্রে সেক্টর-ফাইভ থেকে নিউ টাউন লাইন প্রসারিত করতে এবং শিয়ালদহ থেকে সল্টলেক, সেক্টর ফাইভ লাইনে অস্থায়ী সাসপেনশনের ফলে প্রভাবিত যাত্রীদের স্বস্তি দেবে।  

২০২৩ সালের নভেম্বরে উবের এবং পশ্চিমবঙ্গ সরকারের পরিবহন বিভাগের মধ্যে স্বাক্ষরিত একটি মউ অনুসারে কলকাতা প্রথম ভারতীয় শহর হয়ে ওঠেছে যেখানে উবের শাটেল চালু করছে। পরিষেবার দারুণ প্রতিক্রিয়া সরকারকে অস্থায়ী মেট্রো সাসপেনশনের ফলে তৈরি সমস্যা কমানোর জন্য একটি অতিরিক্ত রুটের অনুরোধ করতে শুরু করা হয়েছে।

আরও পড়ুন:PVR Lands In Trouble: সিনেমা দেখতে গেছি, অ্যাড নয়! বিরক্ত দর্শককে ১ লাখ ক্ষতিপূরণ দিল PVR…

ঘোষণার বিষয়ে মন্তব্য করতে গিয়ে, পশ্চিমবঙ্গ সরকারের মাননীয় মন্ত্রী-পরিবহন মন্ত্রী  স্নেহাশিস চক্রবর্তী বলেছেন, ‘পরিবহন অপশনগুলিকে বাড়ানো এবং একটি নিরঝঞ্ঝাট দৈনিক যাতায়াত নিশ্চিত করা পশ্চিমবঙ্গ সরকারের জন্য একটি অগ্রাধিকার৷ নতুন উবের শাটেল রুট যাত্রীদের একটি নিরাপদ, সুবিধাজনক বিকল্প, যা উবেরের  প্রতিক্রিয়া এবং কলকাতায় গতিশীলতা উন্নত করার প্রতিশ্রুতির একটি প্রশংসনীয় অংশ।’

নতুন রুটটিতে প্রতিদিন  সকাল ৭:৩০  থেকে সকাল ১১ টা এবং বিকাল ৪ টে থেকে সন্ধ্যা ৭:৩০ পর্যন্ত ১৫ মিনিটের অন্তর বাস চলবে। যাত্রীরা উবের অ্যাপের মাধ্যমে সিট প্রি-বুক করতে পারেন, যাতে কোনও দাঁড়ানো যাত্রী ছাড়াই নিশ্চিত আসন নিশ্চিত করা যায়। শীততাপ নিয়ন্ত্রিত বাসগুলিতে লাইভ ট্র্যাকিং, উবেরের ২৪x৭ সেফটি লাইন এবং অন্যদিকে  অ্যাপ-নির্ভর নিরাপত্তা বৈশিষ্ট্য থাকবে, যা একটি আরামদায়ক এবং নির্ভরযোগ্য রাইড প্রদান করবে।

কলকাতায় পরিষেবা চালানোর বিষয়ে কথা বলতে গিয়ে, ভারতের উবের শাটলের প্রধান অমিত দেশপান্ডে বলেছেন, ‘কলকাতায় উবের শাটেল চালু করার পর থেকে, যাত্রীদের কাছ থেকে ব্যাপকভাবে ইতিবাচক সাড়া পাওয়া গেছে। এই সম্প্রসারণে আমাদের বিশ্বাস করার জন্য আমরা পরিবহণ দফতরের কাছে কৃতজ্ঞ। নতুন রুটের মাধ্যমে, আমরা মেট্রো বন্ধের সময় তার ব্যবধান পূরণ করার লক্ষ্য রাখি এবং প্রতিদিনের যাত্রীদের জন্য একটি দারুণ বিকল্প প্রদান করি’।  

আরও পড়ুন:Husband Suicide: ‘তুমি কি আমার জন্য জীবন দিতে পারবে?’, স্ত্রীকে ভিডিয়ো কল করতে করতেই গলায় দড়ি স্বামীর…

আগে থেকে থাকা উবের শাটেল নেটওয়ার্ক কলকাতার সমস্ত আবাসিক জেলা এবং কিছু আশেপাশের এলাকা যেমন ব্যারাকপুর, বারাসাত এবং সোনারপুরকে কভার করে। শিয়ালদহ থেকে নিউ টাউন পর্যন্ত নতুন রুটে যাত্রীদের দারুণ সংযোগ থাকবে।

কিভাবে একটি উবার শাটেল ট্রিপ বুক করবেন:
● উবের অ্যাপটি খুলুন এবং উপলব্ধ অপশনগুলি থেকে ‘শাটেল’ সিলেক্ট করুন
● আপনার পিকআপ এবং ড্রপঅফ লোকেশন লিখুন
● আপনার রুট এবং প্রস্থানের সময় সিলেক্ট করুন
● রিকয়েস্ট সিলেক্ট করুন এবং আপনার শাটেল ট্রিপ নিশ্চিত করুন 
● আপনার ড্রাইভার এবং গাড়ির তথ্য সহ একটি পুশ নোটিফিকেশন পান
● আপনার নির্ধারিত যাওয়ার কমপক্ষে ৫ মিনিট আগে পিকআপ লোকেশনে যান
● শাটেলে চড়তে ড্রাইভারকে আপনার কিউ আর কোড দেখান

এই রুটের প্রতিটি উবার শাটেল বাসে ২৪ থেকে ৪৩ জন যাত্রী বসতে পারবেন, উবের প্রযুক্তি ব্যবহার করে স্থানীয় ফ্লিট পার্টনারদের দ্বারা পরিচালিত হবে।

 

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)





Source link

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

Review Your Cart
0
Add Coupon Code
Subtotal