# Tags
#Blog

‘খুনের হুমকি পাচ্ছি, ভয় লাগছে !’, বিতর্কিত মন্তব্য ঘিরে ‘কোণঠাসা’ রণবীর এখন কোথায় ?

‘খুনের হুমকি পাচ্ছি, ভয় লাগছে !’, বিতর্কিত মন্তব্য ঘিরে ‘কোণঠাসা’ রণবীর এখন কোথায় ?
Listen to this article


মুম্বই: সময় রায়নার ইউটিউব শো ‘ইন্ডিয়াজ গট ল্যাটেন্ট’-এ (India’s Got Latent) অশ্লীল মন্তব্য করে বিতর্কে জড়িয়েছেন রণবীর এলাহাবাদিয়া। তারপর থেকেই নেটিজেনদের বিরাগভাজন হয়েছেন তিনি এবং সমাজমাধ্যমে ভিডিয়োবার্তায় ক্ষমা চাইলেও একের পর এক এফআইআর (Ranveer Allahbadia Row) দায়ের হয়েছে তার নামে। শীর্ষ আদালতের শরণাপন্ন হয়েছেন তিনি। তবে পুলিশ তার বাড়িতে গেলেও রণবীরকে পাওয়া যায়নি, তার ফ্ল্যাটে তালা দেওয়া ছিল এবং তার ফোন সুইচড অফ (Ranveer Allahbadia) ছিল বলে জানা গিয়েছে। এর মাঝেই ইনস্টাগ্রামে নতুন বিবৃতি দিলেন রণবীর। এখন কোথায় তিনি ?

খুনের হুমকি পাচ্ছেন রণবীর

এই ইনস্টাগ্রামের পোস্টে রণবীর স্পষ্ট জানিয়েছেন যে তাঁকে মৃত্যুর হুমকি দেওয়া হচ্ছে এবং তিনি অত্যন্ত ভীত যে তার কারণে তার পরিবারের কোনো ক্ষতি হতে পারে এই মুহূর্তে। নিজের অপরাধ স্বীকার করেই ইনস্টায় এদিন রণবীর লেখেন, ‘আমি এবং আমার পুরো টিম পুলিশকে সবরকমভাবে সাহায্য করছি, সমস্ত কর্তৃপক্ষকে সহায়তা করা হচ্ছে। সম্পূর্ণ প্রক্রিয়া আমি অনুসরণ করব এবং বাবা-মায়েদের নিয়ে আমার বক্তব্য অত্যন্ত অসহনশীল এবং অশ্রদ্ধাপূর্ণ ছিল। আমার নৈতিক দায় যাতে এই কাজ আর দ্বিতীয়বার না হয়, নিজেকে আরও ভাল করার দায় রয়েছে আমার। আমি যারপরনাই দুঃখিত, ক্ষমাপ্রার্থী।’

রণবীর আরও জানিয়েছেন, ‘আমি নানা মানুষের কাছ থেকে মৃত্যুর হুমকি পাচ্ছি, আমার পরিবারকে আঘাত করতে চায় তারা। কিছু কিছু লোক আমার মায়ের ক্লিনিকে রোগী সেজে ঢুকে পড়েছিল। তাদের থেকেও অনেক বড় ঝুঁকি ছিল। আমার এখন ভয় লাগছে, কিন্তু আমি পালিয়ে যাচ্ছি না। পুলিশের উপরে আমার পূর্ণ আস্থা রয়েছে, বিশ্বাস রয়েছে ভারতের বিচারব্যবস্থার উপরেও।’

রণবীরকে খুঁজে পায়নি পুলিশ

মুম্বই পুলিশ ইতিমধ্যেই জানিয়েছে যে তারা রণবীরকে খুঁজে পায়নি, তার ফোন সুইচড অফ রয়েছে। পিটিআই সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে পুলিশ আধিকারিকরা বহুবার তাঁকে ফোন করেছেন, এমনকী ভারসোভার বাড়িতেও গিয়েছিলেন তারা, কিন্তু সেখানে ঘরে তালা দেওয়া ছিল। ‘ইন্ডিয়াজ গট ল্যাটেন্ট’ শো-য়ে এসে বাবা-মায়ের সঙ্গে যৌনতার মন্তব্যকে ঘিরেই বিতর্ক তুঙ্গে ওঠে। তার বিরুদ্ধে একের পর এক মামলা জমতে থাকে। ইতিমধ্যেই সময় রায়নাকে ১০ দিনের মধ্যে হাজিরা দেওয়ার সমন পাঠানো হয়েছে মুম্বই পুলিশের তরফে। এর মধ্যে এই শো-এর সঙ্গে যুক্ত ৮ শিল্পীর বয়ান নিয়েছে মুম্বই পুলিশ যাদের মধ্যে আছেন অপূর্বা মখিজা, আশিস চঞ্চলানি এবং রণবীরের ম্যানেজারও। অন্যদিকে মহারাষ্ট্র সাইবার সেল প্রায় ৫০ জনকে জিজ্ঞাসাবাদ করার জন্য ডেকে পাঠিয়েছে।

আরও পড়ুন: India’s Got Latent: নাম জড়িয়েছে বিতর্কে, ‘বড় কাজ’ খোয়ালেন এই ইনফ্লুয়েন্সার

আরও দেখুন



Source link

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

Review Your Cart
0
Add Coupon Code
Subtotal