‘ইন্ডিয়াজ গট ল্যাটেন্ট’-এর সব ভিডিয়ো মুছে দিলেন সময়; চরম কটাক্ষের মাঝে কী লিখলেন ?
নয়াদিল্লি: গতকাল বুধবার রাতেই কৌতুকশিল্পী সময় রায়না জানিয়েছেন যে ইউটিউবে তার চ্যানেলে আপলোড হওয়া ইন্ডিয়াজ গট ল্যাটেন্ট শোয়ের সমস্ত ভিডিয়ো তিনি মুছে দিয়েছেন। নিজের এক্স হ্যান্ডলে একথা স্পষ্ট জানান তিনি। তার এই শোয়ের (India’s Got Latent) একাদশ পর্বে এসে ইউটিউবার রণবীর এলাহাবাদিয়ার এক বিতর্কিত মন্তব্যকে ঘিরেই সারা দেশজুড়ে ঝড় উঠেছে। চরম কটাক্ষের শিকার হয়েছেন রণবীর এবং সময় রায়নাও (Samay Raina)। এই শো’য়ের বিরুদ্ধে পরপর মামলা দায়ের করা হয়েছে, বহু শিল্পীর বিরুদ্ধে এফআইআরও দায়ের করা হয়েছে। তুমুল বিতর্কের মধ্যে সময় রায়না লেখেন, ‘এর থেকে বেশি সহ্য করা আমার পক্ষে সম্ভব নয়।’
ইতিমধ্যে মহারাষ্ট্র সাইবার সেলের পক্ষ থেকে তাঁকে ডেকে পাঠানো হয়েছে জিজ্ঞাসাবাদ করার জন্য, সেখানেও তিনি জানিয়েছেন যে তার প্রধান উদ্দেশ্য ছিল মানুষকে হাসানো এবং কিছুটা ভাল সময় উপহার দেওয়া। আর তারপর এক্স হ্যান্ডলে নিজের প্রোফাইলে সময় লেখেন, ‘যা কিছু চলছিল তা আর আমার পক্ষে সহ্য করা সম্ভব হচ্ছিল না। আমি আমার চ্যানেল থেকে সমস্ত ইন্ডিয়াজ গট ল্যাটেন্টের ভিডিয়ো মুছে দিলাম। আমার একমাত্র উদ্দেশ্য ছিল মানুষকে হাসানো এবং কিছুটা ভাল সময় উপহার দেওয়া। আমি সমস্ত এজেন্সির সঙ্গে সম্পূর্ণ সহযোগিতা করব যাতে তাদের জিজ্ঞাসাবাদ সুষ্ঠুভাবে সম্পন্ন হয়, ধন্যবাদ’।
রণবীর এলাহাবাদিয়ার বিতর্কিত মন্তব্যকে ঘিরেই এত জটিলতা। তার সমাজমাধ্যমে ১৬ মিলিয়নেরও বেশি অনুরাগী রয়েছেন, তাঁর সেই বাবা-মায়ের সঙ্গে সঙ্গমে যোগ দেওয়ার মন্তব্যের ভিডিয়ো ক্লিপিং সমাজমাধ্যমে ছড়িয়ে পড়তেই শুরু হয় তীব্র বিতর্ক, সমালোচনা, নিন্দার ঝড়। আর এই কারণে মুহূর্তের মধ্যে এই এপিসোড ভাইরাল হয়ে পড়ে। তাদের বিরুদ্ধে কড়া পদক্ষেপের দাবি তুলতে থাকেন সকলে। এই বিতর্কের মাঝে রণবীর এলাহাবাদিয়া ভিডিয়ো বার্তায় সকলের কাছে ক্ষমা চেয়ে নিয়েছেন।
কিন্তু এতেও তর্জা থামেনি। মহারাষ্ট্র সাইবার সেলের পক্ষ থেকে সময় রায়না, রণবীর সহ ৩০-৪০ জন শিল্পীকে তলব করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে। এই শোয়ের সঙ্গে যুক্ত সকলকেই জিজ্ঞাসাবাদ করা হবে বলে জানিয়েছে মহারাষ্ট্র সাইবার সেল। দেশের তথ্য প্রযুক্তি দফতরের পক্ষ থেকে এই শোয়ের প্রযোজককে সমস্ত ভিডিয়ো মুছে ফেলার নির্দেশ আগেই দেওয়া হয়েছিল, এবার সময় রায়না নিজেই এই কাজ করলেন।
আরও পড়ুন: Ranveer Allahbadia: রণবীরের আপত্তিকর মন্তব্য নিয়ে মামলা, তলব করা হল রাখী সবন্ত, উরফি জাভেদদের
আরও দেখুন