# Tags
#Blog

Shubman Gill | India vs England 3rd ODI: সপ্তম ODI শতরান শুভমন গিলের, সহ-অধিনায়ক ভাঙলেন রেকর্ডের পর রেকর্ড…

Shubman Gill | India vs England 3rd ODI: সপ্তম ODI শতরান শুভমন গিলের, সহ-অধিনায়ক ভাঙলেন রেকর্ডের পর রেকর্ড…
Listen to this article


জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: নাগপুরে ৮৭, কটকে ৬০, এবার আহমেদাবাদে ১১২! স্বপ্নের ফর্মে রয়েছেন শুভমন গিল (Shubman Gill)। ভারতীয় দলের  সহ-অধিনায়কের দায়িত্ব পেয়ে শুভমন যেন অশ্বমেধের ঘোড়ার মতো ছুটছেন…

রোহিত শর্মার ভারত তিন ম্যাচের ওডিআই সিরিজ খেলছে ইংল্যান্ডের বিরুদ্ধে। নাগপুরে প্রথম ওডিআই ৪ উইকেটে জিতেছিল ভারত। গত রবিবার কটকেও ৪ উইকেটে জিতেছে রোহিতবাহিনী। এক ম্যাচ হাতে রেখেই সিরিজ পকেটে পুরে ফেলেছিল টিম ইন্ডিয়া। আজ, বুধবার আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে চলছে সিরিজের নিয়মরক্ষার ম্যাচ। 

আরও পড়ুন: ফর্মে ফিরেই কোহলির বিরাট ইতিহাস, ভারতের প্রথম ক্রিকেটার হিসেবে করলেন…

এদিন টস জিতে ভারতকে ব্যাট করতে পাঠিয়েছে ইংল্যান্ড। রোহিত ও শুভমন গিল ওপেন করতে নেমেছিলেন। কটকে রোহিত ৯০ বল খেলে দুরন্ত ১১৯ রান করেছিলেন। ৪৮৭ দিন পর ওডিআই সেঞ্চুরি করার পরের ম্যাচেই রোহিতের ফ্লপ শো দেখল প্রধানমন্ত্রীর নামাঙ্কিত স্টেডিয়াম। মার্ক উডের দুরন্ত সুইংয়ে খোঁচা দিয়ে রোহিত ফিরে যান মাত্র ১ রান করে। ফিল সল্টের হাতে তিনি ধরা পড়ে যান। 

রোহিতের মতোই বিরাটের ফর্মও ছিল রীতিমতো চিন্তার বিষয়। বর্ডার-গাভাসকর ট্রফিতে রানের খরার কারণেই, বিরাট-রোহিতকে রঞ্জি খেলতে পাঠিয়েছিল বিসিসিআই। অবশেষে রোহিতের পর বিরাট দেখলেন রানের মুখ। তিনে নেমে কোহলি ৫৫ বলে ৫২ রানের ঝকঝকে ইনিংস খেলেন এদিন। দারুণ ছন্দেই ব্যাট করছিলেন তিনি। ৯৪.৫৪-এর স্ট্রাইক রেটে ব্যাট করেছেন বিরাট। ইনিংস সাজিয়েছেন ৭ চার ও ১ ছক্কায়। মনে করা হচ্ছিল যে বিরাট এদিন হয়তো শতরান করে মাঠ ছাড়বেন। কিন্তু ১৮ নম্বর ওভারের শেষ বলে, তিনি উইকেট দিয়ে আসেন আদিল রশিদের বলে সল্টের হাতে ক্য়াচ তুলে দেন। 

বিরাটের সঙ্গে দ্বিতীয় উইকেটে শুভমন ১১৬ রানের পার্টনারশিপ করেন। বিরাট ফেরার পর শ্রেয়স আইয়ারকে সঙ্গে নিয়ে শুভমন করে ফেলেন একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে তাঁর সপ্তম শতরান। ১০২ বলে ১১২ রান করে শুভমন রশিদের বলে ক্লিন বোল্ড হয়ে যান। ১৪ চার ও ৩ ছক্কায় শুভমন সাজিয়ে ছিলেন তাঁর ইনিংস। ১০৯.৮০-র স্ট্রাইক রেটে ব্যাট করেছেন শুভমন।

আরও পড়ুন: তাঁর কানে ছিল না iPhone! রোহিত শর্মার কোন মোবাইল? অনলাইনে মিলছে এই টাকায়…
 

শুভমন এদিন দ্রুততম ব্যাটার হিসেবে ২৫০০ ওডিআই রান করলেন। ৫০ নম্বর ইনিংসে এই মাইলস্টোন স্পর্শ করেছেন তিনি। এর আগে এই রেকর্ড ছিল দক্ষিণ আফ্রিকার হাশিম আমলার। ৫৩ নম্বর ওডিআই ইনিংসে প্রোটিয়া ২৫০০ ওডিআই রানের মাইলস্টোন স্পর্শ করেছিলেন। ভারতের হয়ে তিন ম্যাচের দ্বিপাক্ষিক ওডিআই সিরিজের প্রতি ম্যাচে পঞ্চাশের বেশি স্কোর করা সপ্তম খেলোয়াড় হলেন শুভমন। কৃষ্ণমাচারি শ্রীকান্ত, দিলীপ বেঙ্গসরকার, মহম্মদ আজহারউদ্দিন, এমএস ধোনি, শ্রেয়াস আইয়ার এবং ঈশান কিশন

 

 

 (দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

 
 

 





Source link

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

Review Your Cart
0
Add Coupon Code
Subtotal