# Tags
#Blog

‘২০২৬ সালে বাংলায় বিজেপি সরকার হবেই’ আত্মবিশ্বাসী ধর্মেন্দ্র প্রধান

‘২০২৬ সালে বাংলায় বিজেপি সরকার হবেই’ আত্মবিশ্বাসী ধর্মেন্দ্র প্রধান
Listen to this article



<p><strong>নয়াদিল্লি:</strong> দিল্লিতে গেরুয়া ঝড়। ২৬ বছর পর রাজধানী দখল বিজেপির। এই ফল সামনে ফল আসতেই, আত্মবিশ্বাসী গেরুয়া শিবির। বিজেপির দিল্লি দখলের পর আজ <a title="অমিত শাহ" href="https://bengali.abplive.com/topic/amit-shah" data-type="interlinkingkeywords">অমিত শাহ</a>-জে পি নাড্ডা বৈঠক। দিল্লির পর এবার বাংলা দখলের হুঙ্কার শোনা গেল বিজেপি নেতা ধর্মেন্দ্র প্রধানের গলায়।&nbsp;<u><br /><br /></u>একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে রাজধানীতে ক্ষমতায় ফিরেছে বিজেপি। আড়াই দশকের বেশি সময় পর, যমুনাপাড়ের রাজধানীর দখল নিল গেরুয়া শিবির। আর তারপরই নেক্সট টার্গেট ঠিক করে নিয়েছে ভারতীয় জনতা পার্টি। তাদের এখন লক্ষ্য় বাংলা দখল। দিল্লি জয়ের পর, ছাব্বিশে বিজেপির যে পাখির চোখ পশ্চিমবঙ্গ, তা রবিবার আরও একবার স্পষ্ট করে দিলেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান।</p>
<p>কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী বলেন, " কালই দেশের রাজধানী দিল্লিতে ভোটের ফলাফল। আমি আজকে সকালে যখন পৌঁছোলাম, লোকে আমাকে জিজ্ঞেস করছে, ওড়িশায় আপনাদের সরকার হয়েছে, বিহারে তো হয়েই যাবে, পশ্চিমবঙ্গে কী হবে? আমি নিশ্চিত, পশ্চিমবঙ্গে ভারতীয় জনতা পার্টির নেতৃত্বে ২০২৬-এ আমরা ডবল ইঞ্জিন সরকার চালাবই চালাব। দেশের ২১টি রাজ্য়ে, NDA হোক, বা ভারতীয় জনতা পার্টি হোক, ডবল ইঞ্জিন সরকার চলছে। ডবল ইঞ্জিন সরকারের সবথেকে বড় ড্রাইভার, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিজিকে দেশের মানুষ ভরসা করে, বিশ্বাস করে।”</p>
<p><strong>আরও পড়ুন: <a title="RG Kar News: আজ অভয়ার জন্মদিন, মেয়ের মৃত্যুর বিচারের দাবিতে পথে নামছেন সন্তানহারা মা-বাবা" href="https://bengali.abplive.com/district/rg-kar-news-victim-parents-take-to-the-streets-to-demand-justice-for-their-daughter-s-death-1119567" target="_self">RG Kar News: আজ অভয়ার জন্মদিন, মেয়ের মৃত্যুর বিচারের দাবিতে পথে নামছেন সন্তানহারা মা-বাবা</a></strong></p>



Source link

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

Review Your Cart
0
Add Coupon Code
Subtotal