# Tags
#Blog

ফের স্বমহিমায়, পদযাত্রা করে হাবরা পুরসভায় গেলেন জ্যোতিপ্রিয় মল্লিক

ফের স্বমহিমায়, পদযাত্রা করে হাবরা পুরসভায় গেলেন জ্যোতিপ্রিয় মল্লিক
Listen to this article



<p><strong>সমীরণ পাল, হাবরা:</strong> ফের স্বমহিমায় জ্যোতিপ্রিয় মল্লিক। আজ পদযাত্রা করে হাবরা পুরসভায় যান তিনি। সঙ্গে ছিলেন তৃণমূলের কর্মী সমর্থক। হাবরা পুরসভার চেয়ারম্যান নারায়ণ সাহার কাছে পৌর উন্নয়নের খতিয়ান জানতে চান। জানান, বিধায়ক তহবিলের টাকা দিয়ে উন্নয়ন করতে চান তিনি।&nbsp;</p>
<p>সাংবাদিক সম্মেলনে জ্যোতিপ্রিয় মল্লিক জানা,ন বিধায়ক কোটার প্রায় দু কোটি টাকা পড়ে আছে তা দিয়েই তিনি উন্নয়নের কাজে নামতে চান। কুলগুলির উন্নয়ন ফান্ডে তার টাকা ব্যয় করা হবে বলে জানান। এছাড়াও হাবরাতে ইতিমধ্যেই রাস্তা তৈরির কাজ শুরু হয়ে গেছে। সরকার কাজ করেছে তবু কিছু কাজ অসম্পূর্ণ রয়ে গেছে। এখন পাখির চোখ হাবরার উন্নয়নের সেই কাজগুলিকে ত্বরান্বিত করা। ঘরে ঘরে পানীয় জলের প্রকল্পে ইতিমধ্যেই ২৬ হাজার বাড়িতে পানীয় জলের লাইন চলে গেছে। হাবরায় বৈদ্যুতিক চুল্লি তৈরির কাজও চলছে। নবনির্মিত হাসপাতাল সম্পূর্ণরূপে চালু করা বস্ত্রহট চালু করা এগুলোই প্রধান কাজ। তবে এদিন কোনও রাজনৈতিক বা বিতর্কিত প্রশ্নের উত্তর দিতে চাননি জ্যোতিপ্রিয়। হাবরায় জ্যোতিপ্রিয়কে দেখতে এবং পদযাত্রায় অংশ নিতে বিভিন্ন বয়সের মানুষের উপস্থিতি ছিল চোখে পড়ার মতন। জানালেন শারীরিক কিছু সমস্যা রয়েছে। তা সত্ত্বেও তিনি জেল থেকে ছাড়া পেয়েই হাবরার বিভিন্ন উন্নয়নমূলক কাজের খবর নিয়েছেন।</p>
<p><strong>আরও পড়ুন: <a title="Madhyamik Exam 2025: ‘যত দ্রুত সম্ভব পৌঁছে দেওয়া হোক’ অ্যাডমিট বিভ্রাটে আর্জি মাধ্যমিক পরীক্ষার্থীদের" href="https://bengali.abplive.com/district/madhyamik-exam-2025-examinee-appeal-to-deliver-admit-card-as-soon-as-possible-1119204" target="_self">Madhyamik Exam 2025: ‘যত দ্রুত সম্ভব পৌঁছে দেওয়া হোক’ অ্যাডমিট বিভ্রাটে আর্জি মাধ্যমিক পরীক্ষার্থীদের</a></strong></p>



Source link

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

Review Your Cart
0
Add Coupon Code
Subtotal