Kevin Pietersen-Virat Kohli: মাঠের ভিডিয়ো ভাইরাল, এবার ইনস্টা ছবিতে ঝড়! পিটারসেন কি চাইলেন কোহলির জন্য?
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: সাদা বলের দুই সংস্করণ মিলিয়ে মোট ৮ ম্যাচ খেলতে ইংল্যান্ড এই মুহূর্তে ভারতে (England Tour Of India 2025)। সূর্যকুমার যাদবের (Suryakumar Yadav) টিম ৫ ম্যাচের টি-২০আই সিরিজে জস বাটলারদের ৪-১ দুরমুশ করেছে। কুড়ি ওভারের পাট চুকিয়ে রোহিত শর্মার ভারত এবার তিন ম্যাচের ওডিআই সিরিজ খেলতে শুরু করেছে।
চ্যাম্পিয়ন্স ট্রফির (Champions Trophy 2025) আগে এটাই ভারতের হাতে-কলমে অন্তিম মহড়া। গত বৃহস্পতিবার নাগপুরে সিরিজের শুভারম্ভ হয়েছে। প্রথম ওডিআই ৪ উইকেটে জিতে ভারত সিরিজে ১-০ এগিয়ে গিয়েছে। নাগপুরে ভাইরাল হয়েছেন বিরাট কোহলি ও কেভিন পিটারসেন (Kevin Pietersen-Virat Kohli)!
আরও পড়ুন: ৭৪০৪৬০০০০০ টাকার মালিক, ঘুমোন বার্ধক্য প্রতিরোধী বিছানায়! রইল CR7-এর মহার্ঘ ১০
নাগপুরে কোহলিকে ছাড়াই দল বাছতে হয়েছিল টিম ইন্ডিয়াকে, যশস্বী জয়সওয়াল ও হর্ষিত রানা ওডিআই অভিষেক করেছিলেন। বিরাটের পরিবর্তে চারে নেমে ঝড় তুলেছিলেন শ্রেয়স আইয়ার। ডান হাঁটুতে ব্যথার কারণে প্রথম ওডিআই-তে বিরাটকে দলে রাখা যায়নি। বাইশ গজের রাজা যদিও মাঠেই ছিলেন। কখনও ডাগআউটে তো কখনও বাউন্ডারি লাইনের বাইরে তাঁকে দেখা গিয়েছিল।
বিরাটের সঙ্গে দারুণ সম্পর্ক প্রাক্তন ইংরেজ অধিনায়ক স্টার ক্রিকেটার পিটারসেনের। সুযোগ পেলেই কোহলি-পিটারসেন আড্ডা দেন খেলার ফাঁকে। পিটারসেনকে এই সিরিজে ক্রিকেট পণ্ডিতের ভূমিকায় পাওয়া যাচ্ছে। তিনি যখন ক্যামেরার জন্য তৈরি হচ্ছলেন, তখন কোহলি তার আছে আসেন। দু’জনে কথার ফাঁকে হেসে গড়াগড়ি খেয়েছেন। কোহলি তাঁর পায়ের চোটও দেখিয়েছেন কেপিকে। সেই ভিডিয়ো ভাইরালও হয়েছে। এবার পিটারসেন ইনস্টাগ্রামে তাঁর আর কোহলির হাসাহাসির ছবি শেয়ার করেছেন। অনুরাগীদের কাছে এই ছবির জন্য ক্যাপশন চেয়েছেন। সেখানে অনেকেই মজার সব কমেন্ট করেছেন।
আরও পড়ুন: ‘আমরা একসঙ্গে বেঁচেছি’! ‘জীবনের সঙ্গী’কে বিদায়ী বার্তা, শোকে পাথর রোনাল্ডো…
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)