মায়ের হাত ধরে কত কিছু দেখার ছিল, মালদায় বোমা বিস্ফোরণে আক্রান্ত ২ নাবালক ! নেওয়া হল হাসপাতালে..
<p><strong>মালদা:</strong> মালদায় ফের বোমা বিস্ফোরণে জখম দুই নাবালক। ঘটনাটি ঘটেছে রতুয়া থানার চাঁদমুনি এলাকায়। গুরুতর জখম দুই নাবালক। তাঁদের মালদা মেডিক্যালে ভর্তি করা হয়েছে। কেন কীভাবে হল এই বোমা বিস্ফোরণ, তদন্তে নেমেছে রতুয়া থানার পুলিশ।</p>
<p>যে বয়সটায় ম্যাজিক-মিকিমাউজ-মালগাড়ি দেখে সময় কাটানোর কথা ছিল, সেই শৈশবটাতেই ফের আঘাত হানল বোমা বিস্ফোরণ। বোমাকে বল ভেবে খেলার মর্মান্তিক উদাহরণ এরাজ্য দেখেছে । অতীতে একাধিকবার বল কুড়োতে ভুল করে বোমাকেই বল ভেবে বিস্ফোরণের শিকার হয়েছে ক্ষুদের দল। বিস্ফোরণে একাধিকবার আক্রান্ত শৈশব। অতীতে একাধিকবার কখনও বা অজান্তেই কচি হাত ছুঁয়ে গিয়েছে মৃত্যুবাণ। জানুয়ারির শুরুতেই, এই মালদা জেলাতেই বোমা ফেটে আক্রান্ত হয়েছিল দুই শিশু। এইবার ফের মালদায় বিস্ফোরণের ঘটনা ঘটল। </p>
<p>আরও পড়ুন, <a title="যোগ্য-অযোগ্যদের আলাদা করার দাবি, SLST শিক্ষক-শিক্ষিকাদের বিক্ষোভ ঘিরে তুলকালাম" href="https://bengali.abplive.com/district/wb-ssc-case-slst-protesters-detained-by-kolkata-police-agitators-are-waiting-for-supreme-court-hearing-for-segregation-1119120" target="_self">যোগ্য-অযোগ্যদের আলাদা করার দাবি, SLST শিক্ষক-শিক্ষিকাদের বিক্ষোভ ঘিরে তুলকালাম</a></p>
Source link