BGBS 2025 | Mamata Banerjee: ‘অভূতপূর্ব সাফল্য’, ৪ লক্ষ ৪০ হাজার ৫৯৫ কোটি টাকার বিনিয়োগ আসছে বাংলায়!
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: লক্ষ্মীবারে বাংলার লক্ষ্মীলাভ! ‘আমরা ৪ লক্ষ ৪০ হাজার ৫৯৫ কোটি টাকার বিনিয়োগ প্রস্তাব পেয়েছি’, বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনের শেষদিনে ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী। জানালেন, ‘৫ হাজারেরও বেশি বিনিয়োগকারী বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনে যোগ দিয়েছেন। ২, ০১২ মউ স্বাক্ষরিত হয়েছে’।
আরও পড়ুন: Local Train: ভারতীয় লোকাল ট্রেন যাত্রার শতবর্ষ! হাওড়া স্টেশনে অত্যাধুনিক লোকাল ট্রেন উদ্বোধন…
শুরু হয়েছিল গতকাল বুধবার, শেষ হল আজ শুক্রবার। বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনের সমাপ্তি অনুষ্ঠান মুখ্যমন্ত্রী বলেন, ‘অষ্টম বিশ্ববিঙ্গ বাণিজ্য সম্মেলনে অভূতপূর্ব সাফল্য। আজ দিনটা ক্ষুদ্র ও মাঝারি শিল্পের। গতকাল রাজ্যে বিনিয়োগের আশ্বাস দিয়েছেন বড় বড় শিল্পপতিরা। উদ্বোধনী অনুষ্ঠানের পর মুকেশ আম্বানিজি ও সজ্জন জিন্দালজির সঙ্গে ব্যক্তিগতভাবে দেখা করেছি। তাঁরা আরও অনেক কিছুর আশ্বাস দিয়েছেন, যা তাঁরা বাংলার জন্য় করতে চলেছেন এবং সেটা খুব তাড়াতাড়ি হবে। আমি খুবই খুশি। আজও কিছু দেশের প্রতিনিধিদের সঙ্গে দেখা করলাম। এমনকী, তাঁরা কেনিয়া থেকে ইউকে, আরও অনেক দেশ আশ্বাস দিয়েছে, তাদের দেশের যাওয়ার আমন্ত্রণ জানিয়েছে’।
মুখ্যমন্ত্রীর কথায়, ‘আমরা মানুষের মধ্যে বিভাজন করি না, ঐক্যবদ্ধ করি। বাংলা ভারতের সাংস্কৃতিক রাজধানী। ৫ হাজারেরও বেশি বিনিয়োগকারী বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনে যোগ দিয়েছেন। ২, ০১২ মউ স্বাক্ষরিত হয়েছে’। এরপর তিনি নিজেই বলেন, ‘এখন আপনারা জানতে চান, কত বিনিয়োগ আসছে। গতকালের ব্যাপার ধরছি না। সেটা আলাদা’।
আরও পড়ুন: Why Fort William Renamed: লহমায় মুছে গেল ৩৫০ বছরের ইতিহাস! কেন বদলে গেল কলকাতার ফোর্ট উইলিয়ামের নাম?
মুখ্যমন্ত্রী জানান, ‘এর আগে সপ্তম বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনে ১৯ লক্ষ কোটির টাকারও বেশি বিনিয়োগের প্রস্তাব পেয়েছিলাম। ১৩ লাখ ইতিমধ্যেই হয়ে গিয়েছে। ৬ লক্ষ টাকার প্রকল্পের কাজ চলছে। এবছর আবারও গতকালেরটা যদি নাও ধরেন, গতকাল যা বিনিয়োগ প্রস্তাব পেয়েছিলাম। জানি, কত টাকার! কারণ, মুকেশজিই বললেন, ১ লক্ষ। প্রথম পর্য়ায়ে ৫০ হাজার, তারপর ৫০ হাজার। আরও অনেক কিছু পরিকল্পনা আছে। সজ্জন জিন্ডালজিও ইস্পাত কারখানার কথা ঘোষণা করেছেন। ইস্পাত শিল্পে অনেক শিল্পপতি আগ্রহ দেখিয়েছেন। আমি গর্বের সঙ্গে ঘোষণা করছি, অষ্টম বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনে আমরা চার লক্ষ ৪০ হাজার ৫৯৫ কোটি টাকা বিনিয়োগ প্রস্তাব পেয়েছি’।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)