# Tags
#Blog

Jaya Bachchan on Maha Kumbh 2025: কুম্ভের জল দূষিত! পদপিষ্টে মৃতদের ভাসিয়ে দেওয়া হয়েছে জলে, দাবি জয়া বচ্চনের…

Jaya Bachchan on Maha Kumbh 2025: কুম্ভের জল দূষিত! পদপিষ্টে মৃতদের ভাসিয়ে দেওয়া হয়েছে জলে, দাবি জয়া বচ্চনের…
Listen to this article


জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: সারাদেশে এখন আলোচনার কেন্দ্রে মহাকুম্ভ মেলা (Maha Kumbh 2025)। মহাকুম্ভে ঘটে যাওয়া পদপিষ্টে মৃত্যু হয়েছে প্রায় ৩০ জনের। এরপরেই তা নিয়ে উত্তাল সংসদ। এরই মাঝে মহাকুম্ভ নিয়ে বিস্ফোরক দাবি করেন জয়া বচ্চন (Jaya Bachchan)। প্রয়াগরাজের নদীর জল নিয়ে বড়সড় অভিযোগ করেন সমাজবাদী পার্টির সাংসদ। গত সোমবার রাজ্যসভায় জল দূষণ ইস্যুতে আলোচনায় টেনে আনেন কুম্ভমেলায় পদপিষ্ট হয়ে মত্যুর ঘটনা।

আরও পড়ুন- Fact Check | Nora Fatehi: বাঞ্জি জাম্পিং করতে গিয়ে ভয়ংকর দুর্ঘটনা! খাদে পড়ে মৃত্যু নোরা ফতেহির?

জয়া বচ্চন সাংসদের বাইরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, ‘উত্তর প্রদেশের প্রয়াগরাজে কুম্ভমেলায় জল দুষিত হয়েছে। কারণ পদদলিত হয়ে মৃতদের প্রয়াগরাজে নদীর জলে ভাসিয়ে দেওয়া হয়েছে। এই মুহূর্তে কোথায় জল সবথেকে বেশি দূষিত? কুম্ভের জল সবথেকে বেশি দূষিত’। জয়ার দাবি, ২৯ জানুয়ারি কুম্ভমেলায় দুর্ঘটনায় ৩০ নিহত আর ৬০ জনের আহত হওয়ার ঘটনা মানুষের চোখ খুলে দিয়েছে। অনেক দেহের ময়নাতদন্ত পর্যন্ত হয়নি বলেও অভিযোগ করেন জয়া।

কুম্ভে আসা সাধারণ মানুষদের নিয়েও উদ্বেগ প্রকাশ করেন জয়া বচ্চন। তাঁর অভিযোগ, কুম্ভে আসা সাধারণ মানুষদের নিয়ে ব্যবস্থা করেনি যোগী সরকার। সাধারণ মানুষরা চিকিৎসা পাচ্ছেন না। তাদের জন্য কোনও ব্যবস্থা নেই। কোটি কোটি মানুষ কুম্ভ পরিদর্শন করেছেন। কোনও নির্দিষ্ট সময়ে এত বিপুল সংখ্যক মানুষ কী করে একই স্থানে জড়ো হতে পারে, প্রশ্ন জয়ার। 

আরও পড়ুন- A R Rahman | Ed Sheeran: রহমান-শিরান সাক্ষাতে ঝড়ের ইঙ্গিত, হাতে হাত রাখাই ইতিহাসের হাতছানি!

এরই মাঝে মঙ্গলবার সংবাদমাধ্যমে হেমা মালিনী বলেন, ‘আমরা কুম্ভে গিয়েছিলাম। খুব সুন্দর ব্যবস্থাপনায় স্নান করেছি। এটা ঠিক যে ওখানে একটা দুর্ঘটনা ঘটেছে। তবে তা বিশাল কোনও ঘটনা নয়। আমি জানি না ওটা কত বড় ঘটনা ছিল। বেশ বাড়িয়ে বলা হচ্ছে’। তিনি উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের নেতৃত্বাধীন সরকারের ব্যবস্থা এবং প্রস্তুতির প্রশংসা করে আরও বলেন, “এটি খুব সুপরিকল্পিত ছিল, এবং সবকিছু খুব সুন্দরভাবে সম্পন্ন করা হয়েছে। এত মানুষ আসছে, পরিচালনা করা খুব কঠিন কিন্তু আমরা আমাদের যথাসাধ্য চেষ্টা করছি।”

 

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)





Source link

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

Review Your Cart
0
Add Coupon Code
Subtotal