WATCH | IND vs ENG Cuttack ODI: পদপিষ্ট হয়ে আহত ১৫! পুলিস চালাল জল কামানও, টিকিটের জন্য রণক্ষেত্র কটক…
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: দুই সংস্করণ মিলিয়ে মোট ৮ ম্যাচ খেলতে ইংল্যান্ড এই মুহূর্তে ভারতে। সূর্যকুমার যাদবের টিম ৫ ম্যাচের টি-২০আই সিরিজে জস বাটলারদের ৪-১ দুরমুশ করেছে। কুড়ি ওভারের পাট চুকিয়ে রোহিত শর্মার (Rohit Sharma) ভারত এবার তিন ম্যাচের ওডিআই সিরিজ খেলবে। চ্যাম্পিয়ন্স ট্রফির আগে জস বাটলারদের (Jos Buttler) বিরুদ্ধে এটাই ভারতের হাতে-কলমে অন্তিম মহড়া।
আগামিকাল ৬ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) নাগপুরে সিরিজের শুভারম্ভ। খেলা জামথার ভিসিএ স্টেডিয়ামে। দ্বিতীয় ওডিআই ৯ ফেব্রুয়ারি (রবিবার) কটকের বারাবটি স্টেডিয়ামে। সিরিজের শেষ ও তৃতীয় ওডিআই আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে। কটক ওডিআইয়ের আগেই রণক্ষেত্রের চেহারা নিল ওড়িশার ‘মিলেনিয়াম সিটি’!
আরও পড়ুন: চ্যাম্পিয়ন্স ট্রফির আগে শেষ মহড়ায় ভারত, রইল ব্রিটিশদের বিরুদ্ধে ৫০-এর খেলের সব তথ্য
বুধ সকালে টিকিটের জন্য ধুন্ধমার হল বারাবটি স্টেডিয়ামের সামনে। এমনকী পদপিষ্টের পরিস্থিতি তৈরি হয়েছিল। পরিস্থিতি সামাল দিতে পুলিসকে চালাতে হয়েছে জল কামানও। জানা যাচ্ছে অফলাইনে বিক্রির জন্য ৪০০০ টিকিট দিয়েছিল ওড়িশা স্টেট ক্রিকেট অ্যাসোসিয়েশন। আর সেই টিকিট কাটতেই কাতারে কাতারে লোক এসেছিলেন। তাঁদের সামাল দিতে হিমশিম খায় পুলিস, প্রশ্ন উঠেছে স্টেট ক্রিকেট অ্যাসোসিয়েশনের ক্রাউড ম্যানেজমেন্ট নিয়ে। স্থানীয় মিডিয়াও ধুয়ে দিয়েছে ওসিএ-কে। কারণ এই হুড়োহুড়িতে ১৫ জন আহতও হয়েছেন। ২০১৯ সালে কটকে শেষবার ওডিআই খেলেছেন বিরাট কোহলি ও রোহিত শর্মা। ফের এই শহরে একসঙ্গে রো-কো জুটি। ফলে তাঁদের দেখতেও মানুষের উন্মাদনার পারদ চড়েছে…
তিন ম্যাচের ওডিআই সিরিজে ভারতের দল: রোহিত শর্মা (অধিনায়ক), শুভমান গিল (সহ-অধিনায়ক), বিরাট কোহলি, শ্রেয়স আইয়ার, কেএল রাহুল (ডব্লিউকে), হার্দিক পান্ডিয়া, অক্ষর প্যাটেল, ওয়াশিংটন সুন্দর, কুলদীপ যাদব, হর্ষিত রানা, মহম্মদ শামি, অর্শদীপ সিং, যশস্বী জয়সওয়াল, ঋষভ পন্থ ও রবীন্দ্র জাদেজা। (আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির দলই খেলছে এই সিরিজে। শুধু একটি পরিবর্তন হয়েছে। জসপ্রীত বুমরার পরিবর্তে হর্ষিত রানাকে দলে নেওয়া হয়েছে)
আরও পড়ুন: আজ CR7-এর ৪০! ১০০০ গোলের লক্ষ্যে ছুটছে অশ্বমেধের ঘোড়া… রইল পাগল করা সব রেকর্ড
তিন ম্যাচের ওডিআই সিরিজে ইংল্যান্ড দল: জস বাটলার (অধিনায়ক), হ্যারি ব্রুক, বেন ডাকেট, জো রুট, ফিল সল্ট, জেমি স্মিথ, জ্যাকব বেথেল, ব্রাইডন কার্স, লিয়াম লিভিংস্টোন, জেমি ওভারটন, জোফরা আর্চার, গাস অ্যাটকিনসন, সাকিব মাহমুদ, আদিল রশিদ ও মার্ক উড।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)