খাস কলকাতায় আদালত চত্বর থেকে উদ্ধার হল বিচারকের দেহরক্ষীর গুলিবিদ্ধ দেহ
<p>ABP Ananda Live: খাস কলকাতায় আদালত চত্বর থেকে উদ্ধার হল বিচারকের দেহরক্ষীর গুলিবিদ্ধ দেহ। পুলিশ সূত্রে খবর দেহের পাশ থেকে উদ্ধার হয়েছে ওই দেহরক্ষীর সার্ভিস গান। উদ্ধার হওয়া 9mm পিস্তলটি বাজেয়াপ্ত করেছে।</p>
<p> </p>
<p><strong>আইপ্য়াককে আক্রমণ করে কি দলের কোনও হেভিওয়েট নেতাকে নিশানা মদনের ? যা দাবি সুকান্তের…</strong></p>
<p>আইপ্য়াককে আক্রমণ করে কি দলের কোনও হেভিওয়েট নেতাকে নিশানা করছেন মদন মিত্র ? জোরাল হচ্ছে সেই জল্পনা। বিজেপির রাজ্য় সভাপতি সুকান্ত মজুমদার বলছেন, ‘টার্গেট ভাইপোই মনে হচ্ছে।’ এর আগে আর জি কর কাণ্ডের প্রতিবাদ আন্দোলন সামলানো নিয়েও, মদন মিত্রর ইঙ্গিতপূর্ণ মন্তব্য় জল্পনা উস্কে দিয়েছিল।</p>
<p>আইপ্য়াককে তীব্র আক্রমণ। চিরদিন মমতা বন্দ্য়োপাধ্য়ায়ের পাশে থাকার বার্তা। একের পর এক ইঙ্গিতপূর্ণ মন্তব্য়। ভোট কুশলী সংস্থা আই প্য়াককে আক্রমণের মধ্য়ে দিয়ে কি দলেরই বিশেষ কোনও হেভিওয়েট নেতাকে নিশানা করলেন মদন মিত্র ?</p>
<p>তৃণমূলের শীর্ষ মহলে ক্ষমতার রাশ নিয়ে টানাপোড়েনের জল্পনার মধ্য়েই মদন মিত্রর একের পর এক ইঙ্গিতপূর্ণ মন্তব্য় রাজনৈতিক মহলে গুঞ্জন তৈরি করছে। তিনি বলেছেন, "পার্টির লোকেরা বলছেন, বাইরের লোকেরা বলছেন, তুমি কি অভিষেকের ? তুমি কি মমতার ? অভিষেক অনেক বয়সে ছোট। দলের সাধারণ সম্পাদক হয়েছেন, মাঝে মাঝে ওঁর ট্যুইট দেখি। অসুস্থ ছিলেন, বিদেশেই ছিলেন অনেকদিন। রোডে নেবে কতখানি কি করতে পারবেন ! মাঝেমধ্যে ফোন করে বলেন, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিস থেকে বলছি, এটা করতে হবে। রাজায় রাজায় যুদ্ধ হয়, উলুখাগড়ার প্রাণ যায়।"</p>
Source link