মহাকুম্ভে বিপর্যয় নিয়ে বিস্ফোরক জয়া, ‘১০০০ জন মানুষ চলে গেছেন, মৃত্যুর সঠিক তথ্য দেওয়া হোক’ !
নয়াদিল্লি: মহাকুম্ভে বিপর্যয় নিয়ে বিস্ফোরক সমাজবাদী পার্টির সাংসদ জয়া বচ্চন। ‘১০০০ জন মানুষ চলে গেছেন, মৃত্য়ুর সঠিক তথ্য দেওয়া হোক। দেহ জলে ভাসিয়ে দেওয়া হয়েছে। মহাকুম্ভে কী হয়েছে সংসদে জানানো হোক, তদন্ত হওয়া উচিত। মহাকুম্ভে ভিভিআইপি-র প্রাধান্য, গরিব মানুষের কোনও গুরুত্ব নেই। মহাকুম্ভে এতজনের প্রাণ গেল, শুধু নজর ঘুরিয়ে দেওয়ার চেষ্টা চলছে, পুরোটাই আইওয়াশ। এত কোটি মানুষ মহাকুম্ভে আসবে কীভাবে, মিথ্যা তথ্য দেওয়া হচ্ছে’, মহাকুম্ভ নিয়ে বিস্ফোরক দাবি সমাজবাদী পার্টির সাংসদ জয়া বচ্চনের।
আরও পড়ুন, ২৮ এই সব শেষ, মহাকুম্ভে গিয়ে সন্তানের মৃত্যু দেখত হল পরিবারকে ! মা-বাবা বলে আর যে কেউ ডাকবে না..
(খবরটি সম্প্রতি ব্রেক করা হয়েছে। বিস্তারিত কিছুক্ষণ পরই দেওয়া হচ্ছে। একটু পরে রিফ্রেশ করুন। জেলা থেকে শহর, দেশ, বিদেশ, বিনোদন থেকে খেলা, বিজ্ঞান থেকে প্রযুক্তি সহ অন্যান্য সমস্ত খবরের আপডেটের জন্য দেখতে থাকুন এবিপি আনন্দ ও এবিপি লাইভ)
আরও দেখুন