বাইকে চেপে ঠাকুর দেখতে গিয়েছিলেন, বাণী-বন্দনার দিনে দুর্ঘটনায় মৃত্যু ৪ বন্ধুর !
প্রদ্যোৎ সরকার, করিমপুর (নদিয়া) : মর্মান্তিক ! নদিয়ার করিমপুরে গাছে ধাক্কা মেরে মৃত্যু হল বাইক আরোহী চার বন্ধুর । সরস্বতী পুজোর দিন অর্থাৎ রবিবার রাতে ঘটনাটি ঘটেছে করিমপুরের কানাইখালি বাজারে। মৃতদের নাম- সুমন মণ্ডল , দীপ মণ্ডল , তন্ময় বিশ্বাস ও মণীশ বিশ্বাস। তাঁদের বাড়ি তেহট্ট থানার আস্তুল্লানগর এলাকায় ।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রবিবার সন্ধেয় তাঁরা ঠাকুর দেখতে গিয়েছিলেন করিমপুরে। একটি বাইকে চেপে তাঁরা চার বন্ধু যান। বাড়ি ফেরার পথে কানাইখালি এলাকায় একটি গাছে ধাক্কা মারে বাইকটি। এরপর স্থানীয় বাসিন্দারা সেখান থেকে চার জনকে উদ্ধার করে নিয়ে যান নাজিরপুর গ্রামীণ স্বাস্থ্য কেন্দ্র। সেখানে দু’জনকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসক। বাকি দু’জনকে প্রথমে তেহট্ট মহকুমা হাসপাতাল এবং পরে শক্তিনগর জেলা হাসপাতালের স্থানান্তরিত করা হয়। সেখানেই মৃত্যু হয় বাকি দু’জনের। কারও মাথায় হেলমেট ছিল না বলে জানিয়েছে পুলিশ।
এদিকে কোথাও পুলিশি পাহারায় সরস্বতী পুজো, কোথাও RAF-এর। বাগদেবীর আরাধনায় এবার বেনজির ছবি দেখা গেছে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায়। নদিয়ার চাপড়ার একটি গ্রামেও সরস্বতী পুজো করতে হল পুলিশের উপস্থিতিতে। প্রতিমা ভাঙা নিয়ে তৈরি হল বিতর্ক। কলিঙ্গ গ্রাম পঞ্চায়েতের চড়ুইটিবি গ্রামের বাসিন্দাদের দাবি, রবিবার রাতে তাঁরা সরস্বতী প্রতিমা এনেছিলেন। সোমবার সকালে দেখেন প্রতিমা ভাঙা অবস্থায় রয়েছে।সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় চাপড়া থানায়। পুলিশ গ্রামে এসে বাসিন্দাদের সঙ্গে কথা বলে। পুলিশের উদ্য়োগে কাছেই একটি মাঠে পুজোর ব্য়বস্থা করা হয়। পুলিশের উপস্থিতিতেই সেখানে পুজো করেন স্থানীয়রা।
কৃষ্ণনগর পুলিশ জেলার তরফে সোশাল মিডিয়ায় জানানো হয়েছে, নদিয়ার চাপড়ায় একটি সরস্বতী প্রতিমা আংশিক ক্ষতিগ্রস্ত হয়। নতুন প্রতিমা এনে, শান্তিতে পুজো হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। পরিস্থিতি এখন শান্ত। পুলিশের তরফে এও জানানো হয়েছে, যারা এনিয়ে গুজব ছড়ানোর এবং সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্টের চেষ্টা করছেন, তাদের বিরুদ্ধে কড়া ব্য়বস্থা নেওয়া হবে।
কলকাতার যোগেশচন্দ্র চৌধুরী কলেজের ছায়া দেখা যায় নদিয়ার হরিণঘাটা দাসপোলডাঙা প্রাথমিক বিদ্যালয়ে। সেখানেও সরস্বতী পুজো হল পুলিশ পাহারায়। সকালে স্কুলে বিদ্যার দেবী সরস্বতীর
আরাধনা চলছিল, বাইরে মোতায়েন ছিল লাঠিধারী পুলিশ। নামানো হয় র্যাফ। স্কুলে যান হরিণঘাটার BDO মহর্ষিতা বিশ্বাস। সংখ্যালঘু প্রধান গ্রামে মা-বোনেদের ঘেরাটোপে নির্বিঘ্নেই শেষ হল পুজো।
হরিণঘাটার দাসপোলডাঙা প্রাথমিক বিদ্যালয়ে সরস্বতী পুজো করা যাবে না বলে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষককে বদলির হুমকি দেওয়ার ভিডিও সম্প্রতি ভাইরাল হয়।
আরও দেখুন