# Tags
#Blog

Bangladesh: শ্বাস নেওয়ার অযোগ্য ঢাকার বাতাস, দুষিত বায়ুর শহরের তালিকায় কত নম্বরে বাংলাদেশের রাজধানী?

Bangladesh: শ্বাস নেওয়ার অযোগ্য ঢাকার বাতাস, দুষিত বায়ুর শহরের তালিকায় কত নম্বরে বাংলাদেশের রাজধানী?
Listen to this article


সেলিম রেজা | ঢাকা: বিশ্বের দূষিত বায়ুর শহরের তালিকায় শীর্ষ স্থানে রয়েছে বাংলাদেশের রাজধানী শহর ঢাকা। ঢাকার এয়ার কোয়ালিটি ইনডেক্স (বায়ুর মান সূচক) ছিল ২৪৭ যা ‘খুব অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচনা করা হয়।

আরও পড়ুন-‘বাজে’ খাদ্যাভ্যাসের কারণেই ভুগছেন পার্থ! এখনও কাটেনি সংকট…

বায়ু দূষণের তালিকায় ১৯৫ স্কোর নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে মিয়ানমারের রাজধানী ইয়াঙ্গুন। তৃতীয় স্থানে রয়েছে বসনিয়ার হার্জেগোভিনা , স্কোর ১৯৪। চতুর্থ স্থানে রয়েছে ভারতের রাজধানী দিল্লি, স্কোর ১৯২। পঞ্চম স্থানে রয়েছে নেপালের কাঠমান্ডু, স্কোর ১৮৪।

প্রতিদিনের বাতাসের মান নিয়ে তৈরি করা একিউআই স্কোর একটি নির্দিষ্ট শহরের বাতাস কতটুকু নির্মল বা দূষিত, সে সম্পর্কে মানুষকে তথ্য দেয় এবং তাদের কোনো ধরনের স্বাস্থ্যঝুঁকি তৈরি হতে পারে কি না, তা জানায়।

এয়াক কোয়ালিটি ইনডেক্স ১০১-১৫০ এর মধ্যে হলে বাতাসের মান ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’, ১৫০-২০০ এর মধ্যে একিউআই স্কোরকে ‘অস্বাস্থ্যকর’ বলে মনে করা হয়। ২০১-৩০০ এর মধ্যে ‘খুব অস্বাস্থ্যকর’ বলা হয়, ৩০১ বা তার বেশি একিউআই স্কোরকে ‘ঝুঁকিপূর্ণ’ হিসেবে বিবেচনা করা হয়। রাজধানী ঢাকা ও এর আশেপাশের এলাকায় প্রতিনিয়ত বাড়ছে বিষাক্ত বাতাস। বায়ুদূষণের এই ঝুঁকিপূর্ণ অবস্থায় সতর্কতামূলক পরামর্শ দিয়েছে বাংলাদেশের পরিবেশ অধিদপ্তর। ঝুঁকিপূর্ণ এই অবস্থায় জনসাধারণকে মাস্ক পরা-সহ বাইরে না যাওয়ার পরামর্শও দিয়েছে বাংলাদেশের পরিবেশ অধিদপ্তর।

এদিকে প্রতিবছরই বায়ুদূষণ তালিকার ঝুঁকিপূর্ণ অবস্থানে থাকে বাংলাদেশের রাজধানী ঢাকা। এবারও শীতের শুষ্ক মৌসুমে বায়ুদূষণের মাত্রা নিয়ন্ত্রণহীন রয়েছে। ঢাকা ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক অধ্যাপক ডা ওয়ানাইজা রহমান জি ২৪ ঘন্টার বাংলাদেশ প্রতিনিধিকে টেলিফোনে বলেন, শীতে বৃষ্টি না থাকায় দূষণ বাড়ছে। এ অবস্থা নিয়ন্ত্রণে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে। বস্তুকণা পিএম-২.৫ হল বাতাসে থাকা সব ধরনের কঠিন এবং তরল কণার সমষ্টি, যার বেশিরভাগই বিপজ্জনক। মানব স্বাস্থ্যের জন্য ক্ষতিকারক বিভিন্ন ধরনের রোগ যেমন— প্রাণঘাতী ক্যান্সার এবং হৃদযন্ত্রের সমস্যা তৈরি করে।

বাংলাদেশের পরিবেশ অধিদপ্তরের তথ্য বলছে, গত সাত বছরে পরিবেশ দূষণ মাত্রায় দৃশ্যমান কোনো পরিবর্তন নেই। ন্যাশনাল স্ট্যান্ডার্ড অনুযায়ী যেখানে বায়ুদূষণ মাত্রার বার্ষিক গড় মান ৩৫ এর কাছাকাছি থাকার কথা; সেখানে প্রতিবছরই ঢাকায় এ মান থাকে ৮০ এর উপরে। গতবছর ঢাকায় এ দূষণের মান ছিল ৮৩.৯। প্রতিনিয়ত বায়ুদূষণের মাত্রা যে হারে বাড়ছে তাতে পূর্বের বছরগুলো ছাড়িয়ে যেতে পারে।

বাংলাদেশ পরিবেশ অধিদপ্তর জানিয়েছে, বায়ুদূষণ প্রতিরোধে জাতীয় বায়ুমান ব্যবস্থাপনা ২০২৪ থেকে ২০৩০ গ্রহণ করা হয়েছে। সেখানে বাংলাদেশে ইটভাটা বন্ধসহ নানা প্রকল্প হাতে নেওয়া হয়েছে।

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)





Source link

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

Review Your Cart
0
Add Coupon Code
Subtotal