কাঁকুড়গাছির সরস্বতী পুজোর মণ্ডপে স্যালাইনকাণ্ডের থিম
ABP Ananda Live:রোগীর বেডের সামনের স্ট্যান্ডে লাগানো রয়েছে স্যালাইন। পাশের টেবিলে রয়েছে একগাদা ওষুধ ও আরও কিছু স্যালাইনের বোতল। অন্যপাশে অক্সিজেন সিলিন্ডার।একনজরে দেখলে মনে হবে, কোনও সরকারি হাসপাতালের ছবি। কিন্তু ভুল ভাঙবে কোণায় রাখা সরস্বতীর মূর্তি দেখে! আসলে এ ছবি কাঁকুড়গাছির সরস্বতী পুজোর মণ্ডপের। সম্প্রতি মেদিনীপুর মেডিক্যাল কলেজে এক প্রসূতির মৃত্যু হয়। আশঙ্কাজনক হয়ে পড়েন আরও কয়েকজন। নেপথ্যে নিষিদ্ধ স্য়ালাইন ব্য়বহারের অভিযোগ ওঠে। যা নিয়ে রাজ্য জুড়ে তোলপাড় শুরু হয়। কাঁকুড়গাছির এই সরস্বতী পুজোর মণ্ডপে সেই ঘটনাকেই ফুটিয়ে তোলা হয়েছে। বেডে পড়ে রয়েছে প্রতীকী মৃতদেহ…হাতে গোঁজা রয়েছে স্যালাইন..।আর ওপরের পোস্টারে লেখা, স্বাস্থ্যমন্ত্রীর উপহার বিষ স্যালাইন।
যোগেশচন্দ্র চৌধুরী কলেজের ইস্যুতে প্রতিক্রিয়া শুভেন্দুর, ‘এটাও বাংলাদেশ বানিয়ে দিয়েছে..’!
একই কলেজের ২ পক্ষের মধ্যে সংঘাতের জের। আর এর জেরে এবার কলেজ ক্যাম্পাসেই উঠল উই ওয়ান্ট জাস্টিস স্লোগান। শিক্ষামন্ত্রীর সামনে স্লোগান দিলেন যোগেশচন্দ্র চৌধুরী আইন কলেজের পড়ুয়ারা। আর এই নিয়ে কড়া অবস্থানে কলেজের পরিচালন সমিতির সভাপতি মালা রায়। এহেন পরিস্থিতিতে বাংলাদেশ ইস্যু টেনে, মমতার সরকারকে জোর নিশানা বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর।
এই ঘটনায় বিরোধী দলনেতা বলেছেন, ‘এটাও বাংলাদেশ বানিয়ে দিয়েছে। ওপারের যশোরে, সেখানেও পুলিশ দিয়ে আর্মি দিয়ে পুজো হচ্ছে। আর এপারেও কলকাতাতে পুলিশ দিয়ে পুজো হচ্ছে। তাও হাইকোর্টের হস্তক্ষেপে।’একই কলেজের ২ বিভাগের সরস্বতী পুজো ঘিরে নজিরবিহীন সংঘাত। আর সেখানেই এবার খোদ শিক্ষামন্ত্রীর উপস্থিতিতে বাণী বন্দনাতেও উঠল উই ওয়ান্ট জাস্টিস স্লোগান। যোগেশচন্দ্র চৌধুরী কলেজের দুটি বিভাগের সরস্বতী পুজো করা নিয়ে জল গড়িয়েছে হাইকোর্ট পর্যন্ত। আদালতের নির্দেশেই, রবিবার সকাল থেকে পুলিশি প্রহরায় যোগেশচন্দ্র চৌধুরী আইন কলেজের তরফে আয়োজন করা হয় পুজোর। এরপর শিক্ষামন্ত্রী সেখানে পৌঁছতেই ক্ষোভে ফেটে পড়েন পড়ুয়ারা। যোগেশচন্দ্র চৌধুরী আইন কলেজের পড়ুয়াদের দাবি, আমরা শিক্ষামন্ত্রীর সঙ্গে কথা বলতে চাই। কারণ আমাদের ক্যাম্পাসে নিরাপত্তা নেই। আমরা সেফ ফিল করছি না। নিজের কলেজ ক্যাম্পাসে রেপ থ্রেট দেওয়া হবে ভাবিনি।’