# Tags
#Blog

৪৮ তম আন্তর্জাতিক কলকাতা বইমেলায় প্রকাশিত হল কুণাল ঘোষের নতুন বই

৪৮ তম আন্তর্জাতিক কলকাতা বইমেলায় প্রকাশিত হল কুণাল ঘোষের নতুন বই
Listen to this article



<p>ABP Ananda Live: শব্দ নিয়ে খেলায় তিনি পারদর্শী।&nbsp; রাজনীতিতে প্রতিপক্ষ শিবিরের আক্রমণের জবাব দিতে, নিত্য়দিন যুক্তিজাল সাজান। তবে ফাঁক পেলে বোনেন কল্পনার জালও। যেখান থেকে জন্ম নেয় নতুন কোনও কাহিনি। ৪৮ তম আন্তর্জাতিক কলকাতা বইমেলায় প্রকাশিত হল কুণাল ঘোষের নতুন বই যে নদী হারায় গতি।উপস্থিত ছিলেন সাংবাদিক এবং সাহিত্য়িক প্রচেত গুপ্ত। কুণাল ঘোষের লেখা নতুন এই উপন্য়াসে পরতে পরতে রয়েছে রহস্য়। যা পড়লে অন্য় রকম এক অভিজ্ঞতা হবে পাঠকদের।&nbsp;</p>
<p>&nbsp;</p>
<p><strong>&nbsp;রাত পেরোলেই বাজেট পেশ নির্মলার, গ্রামীণ ভারতের জন্য কোন পথে সরকার ?</strong></p>
<p>চব্বিশ-পঁচিশের অর্থনৈতিক সমীক্ষা অনুযায়ী, ভারতের গ্রামীণ এলাকায় জীবন যাত্রার মানকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, উন্নয়নকে অগ্রাধিকার দিয়েছে সরকার। যেখানে সারা দেশের গ্রামীণ পরিবারগুলি , ক্ষুদ্র ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলি- মধ্যস্থতাকারীদের &nbsp;(self-help groups and other intermediaries) মাধ্যমে সহজে ক্রেডিটের সুবিধা পাবে।যা গ্রামীণ ভারতের পেশাগত দিক থেকে, গ্রামীণ আবসান, স্যানিটেশন, জ্বালানি, সামাজিক সুরক্ষা ও যোগাযোগের উদ্যোগকে বাস্তবায়িত করবে।</p>
<p>দারিদ্রসীমার নিচে বসবাসকারী মানুষদের সামগ্রিক উন্নতির দিকে চিন্তা ভাবনা রয়েছে ভারত সরকারের। তাই হিতকর যে কৃষি প্রকল্পগুলি রয়েছে, সেখানে বেশি পরিমাণেই বরাদ্দ থাকবে বলেই আশা করা হচ্ছে। পাশাপাশি কর্ম সংস্থান তৈরিতেও নজর দেওয়া হবে। &nbsp;মূলত আগামী দশবছরে একটা বড়সড় বিনিয়োগের প্রয়োজন রয়েছে। তাই বিনিয়োগ বাড়ানো হতে পারে বলেই আশা। বাকিটা রাত পোহালেই টের পাওয়া যাবে।&nbsp;</p>



Source link

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

Review Your Cart
0
Add Coupon Code
Subtotal