# Tags
#Blog

আজ শুরু বাজেট সেশন, অর্থনৈতিক সমীক্ষা পেশ করবেন অর্থমন্ত্রী, আগের বাজেটের কী কী দাবি পূরণ হল ?

আজ শুরু বাজেট সেশন, অর্থনৈতিক সমীক্ষা পেশ করবেন অর্থমন্ত্রী, আগের বাজেটের কী কী দাবি পূরণ হল ?
Listen to this article


FM Nirmala Sitharaman: সংসদের বাজেট সেশন শুরু হবে আজ থেকেই। ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর অভিভাষণের পর লোকসভায় ২০২৪-২৫ অর্থবর্ষের অর্থনৈতিক সমীক্ষা পেশ করবেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। আগামীকাল ১ ফেব্রুয়ারি বাজেট (Budget 2025) পেশের আগে দেশের আর্থিক পরিস্থিতি সম্পর্কে খতিয়ান (Economic Survey 2025) দেয় এই অর্থনৈতিক সমীক্ষা, তাই একে বাজেটের ‘ব্লুপ্রিন্ট’ বলা হয়।

কখন পেশ হবে অর্থনৈতিক সমীক্ষা

আজ সংসদে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর অভিভাষণ শেষ হওয়ার পরেই লোকসভার কার্যক্রম শুরু হবে এবং তারপরেই কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন ২০২৪-২৫ অর্থবর্ষের অর্থনৈতিক সমীক্ষা পেশ করবেন। আজ দুপুর ১টা নাগাদ এই অর্থনৈতিক সমীক্ষা পেশ করা শুরু হবে লোকসভায় এবং রাজ্যসভায় এই সমীক্ষা পেশ করা হবে দুপুর ২টো নাগাদ। আড়াইটের সময় একটি সাংবাদিক সম্মেলন আয়োজিত হবে ন্যাশনাল মিডিয়া সেন্টারে যেখানে সভাপতিত্ব করবেন মুখ্য আর্থিক উপদেষ্টা ভি অনন্ত নাগেশ্বরন, তার সহকারী সদস্যরা একত্রে অর্থনৈতিক সমীক্ষা পেশ করবেন।

এই সমীক্ষায় উঠে আসবে দেশের অর্থনীতির অবস্থা

বাজেট পেশ করার আগে সরকারের পক্ষ থেকে অর্থনৈতিক সমীক্ষা পেশ করা হবে সংসদে। এই সমীক্ষার অধীনে চলতি অর্থবর্ষে দেশের আর্থিক অবস্থার পরিচয় দেবে এই সমীক্ষা, আর আগামীদিনে অর্থনীতি কোন দিকে মোড় নেবে তারই খতিয়ান দেবে এই সমীক্ষা। গত বছরের বাজেটে যে যে লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছিল সরকারের তরফে, তার অবস্থা জানা যাবে এই সমীক্ষাতেই। আগের বাজেটের প্রতিশ্রুতি কতটা পূরণ হয়েছে, তা জানা যাবে। গত অর্থবর্ষের সরকারের পারফরম্যান্সের পরিচয় দেবে এই প্রাক-বাজেট অর্থনৈতিক সমীক্ষা। ডিপার্টমেন্ট অফ ইকোনমিক অ্যাফেয়ার্স এই সমীক্ষা পেশ করে। এই বছর মুখ্য অর্থনৈতিক উপদেষ্টা ভি অনন্ত নাগেশ্বরন সমীক্ষা প্রস্তুত করেছেন।

এই তথ্যগুলি জানা যাবে সমীক্ষায়

এই ইকোনমিক রিভিউতে মুখ্য অর্থনৈতিক উপদেষ্টা জানাবেন আগের বাজেটে সরকারের প্রতিশ্রুতি অনুযায়ী কোন কোন দাবি যথাযথ পূরণ হয়েছে। একইসঙ্গে আগের বাজেটের কোন কোন পরিকল্পনা কাজে লাগানো হয়েছে দেশে, তাও জানা যাবে এই সমীক্ষায়। শুধু তাই নয় এই সমীক্ষায় উঠে আসবে জিডিপি গ্রোথ রেট, মুদ্রাস্ফীতির হার, বিভিন্ন সেক্টরের পারফরম্যান্স, কর্মসংস্থানের বিস্তারিত বিবরণ ইত্যাদি গুরুত্বপূর্ণ তথ্যও।

আরও পড়ুন: Pregnant Woman: পেটের সন্তানও গর্ভবতী ! USG দেখে চোখ কপালে প্রসূতির; এই বিরল ঘটনা অবাক করবে

আরও দেখুন



Source link

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

Review Your Cart
0
Add Coupon Code
Subtotal