# Tags
#Blog

৩ টাকা থেকেই ৩ লাখে গিয়েছিল দাম, এই শেয়ারেই এখন ৬০ শতাংশ পতন; বড় লোকসান বিনিয়োগকারীদের

৩ টাকা থেকেই ৩ লাখে গিয়েছিল দাম, এই শেয়ারেই এখন ৬০ শতাংশ পতন; বড় লোকসান বিনিয়োগকারীদের
Listen to this article


Elcid Investments Stock Price: এলসিড ইনভেস্টমেন্ট সংস্থার শেয়ারের দাম একসময় ৩ টাকা ছিল, সেই স্টকের দাম কয়েক মাসের মধ্যেই উঠে আসে ৩ লক্ষ টাকায়। এত বিপুল মুনাফা শেয়ার বাজারের ইতিহাসে (Elcid Investments) হয়নি বললেই চলে। তবে এবার এই স্টকে যারা বিনিয়োগ করেছিলেন, তাদের কপালে হাত। ক্রমান্বয়ে পতন হচ্ছে এই শেয়ারে। যে স্টক (Stock Price) ভারতের শেয়ার বাজারের সবথেকে দামি স্টক হয়ে গিয়েছিল, সেই স্টকেই ব্যাপক পতন এসেছে। হু হু করে কমছে দাম। এক ধাক্কায় ৬০ শতাংশ কমে গিয়েছে এই স্টকের দাম।

৩ টাকা থেকে ৩ লাখ হয়েছিল শেয়ারের দাম

এলসিড ইনভেস্টমেন্ট লিমিটেডের শেয়ারের দাম গত ২৯ অক্টোবর ৩.৫৩ টাকা থেকে বেড়ে এক ধাক্কায় হয়ে গিয়েছিল ২.৩৬ লক্ষ টাকা। ভারতের স্টক মার্কেটের সবথেকে ব্যয়বহুল স্টক হয়ে উঠেছিল এই শেয়ারটি। রাতারাতি কোটিপতি হয়েছিলেন বিনিয়োগকারীরা। এই একটি শেয়ারের দামই ৬৬,৯২,৫৩৫ শতাংশ বেড়ে গিয়েছিল। ৮ নভেম্বর তারিখে এই শেয়ার সর্বোচ্চ উচ্চতা ৩ লক্ষ ৩২ হাজার ৪০০ টাকায় পৌঁছেছিল।

ক্রমাগত দাম কমছে এই স্টকের

এরপর থেকে এলসিড ইনভেস্টমেন্ট সংস্থার শেয়ারের দাম ক্রমান্বয়ে পড়ছে। গত দুই মাসে এই স্টকের দাম কমে গিয়েছে প্রায় ৬০ শতাংশ। জানুয়ারি মাসের শেষে এই স্টকের দাম ১.২৮ লক্ষ টাকায় নেমে এসেছে। বড় পতন এই স্টকে, লোকসানে ডুবছে বিনিয়োগকারীরা। গত এক মাসে এই স্টকে ৩২ শতাংশ পতন এসেছে। একই সময়ে এই শেয়ারের দাম গত ৫ দিনে ৭ শতাংশ কমে গিয়েছে। ২৭ জানুয়ারি ২০২৫ সালে এই শেয়ারের দাম ১ লক্ষ ২৮ হাজার টাকা ছিল, গত সোমবারও এই স্টকে ৩.৬৪ শতাংশ পতন দেখা গিয়েছে। আকস্মিক এই পতনে কপালে হাত বিনিয়োগকারীদের। বহু বিনিয়োগকারী এই স্টকে টাকা রেখেছিলেন। এশিয়ান পেইন্টসের মত বড় সংস্থায় অংশীদারিত্ব থাকা সত্ত্বেও বর্তমানে এই সংস্থাকে নিয়ে হতাশাজনক মনোভাব তৈরি হয়েছে বাজারে।

এখন কী অবস্থা সংস্থার

এলসিড ইনভেস্টমেন্টস ভারতীয় রিজার্ভ ব্যাঙ্কের সঙ্গে একটি নন ব্যাঙ্কিং ফিনান্সিয়াল কোম্পানি হিসেবে রেজিস্ট্রেশনের জন্য আবেদন করেছে। এই মুহূর্তে সংস্থার কোনো অপারেটিং ব্যবসা নেই, তবে এই সংস্থার কাছে অনেক আনলিস্টেড সংস্থার শেয়ার রয়েছে। এশিয়ান পেইন্টসের শেয়ারের বাজার মূল্য প্রায় ৮৫০০ কোটি টাকা যা এটিকে শক্তিশালী ভিত্তি দেয়।  

( মনে রাখবেন : এখানে প্রদত্ত তথ্য শুধুমাত্র তথ্যের উদ্দেশ্যে দেওয়া হয়েছে। এখানে উল্লেখ করা জরুরি যে, বাজারে বিনিয়োগ করা ঝুঁকি সাপেক্ষ। বিনিয়োগকারী হিসাবে অর্থ বিনিয়োগ করার আগে সর্বদা একজন বিশেষজ্ঞের সঙ্গে পরামর্শ করুন। ABPLive.com কখনও কাউকে এখানে অর্থ বিনিয়োগ করার পরামর্শ দেয় না। এখানে কেবল শিক্ষার উদ্দেশ্যে এই শেয়ার মার্কেট সম্পর্কিত খবর দেওয়া হয়। কোনও শেয়ার সম্পর্কে আমরা কল বা টিপ দিই না।)

আরও পড়ুন: Gold Price: মঙ্গলবারের বাজারে বড় সুযোগ ! সস্তা হল সোনার দাম; আজ কিনলে কত সাশ্রয় হবে ?

আরও দেখুন



Source link

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

Review Your Cart
0
Add Coupon Code
Subtotal