চিকিৎসকের গাড়ির ধাক্কায় ভ্যান চালকের মৃত্যু, শহরে ফের বেপরোয়া গাড়ির দৌরাত্ম্য
আবীর দত্ত, কলকাতা : বিটি রোডে চিকিৎসকের গাড়ির ধাক্কায় প্রাণ গেল ভ্যান চালকের।অভিযুক্তকে গ্রেফতার করেছে কাশীপুর থানার পুলিশ। গতকাল বিকেল ৪টে নাগাদ শ্যামবাজার থেকে সিঁথির দিকে যাওয়ার রাস্তায় কাশীপুরে ভ্যান চালককে ধাক্কা মারে বেপরোয়া গাড়ি। স্থানীয়দের অভিযোগ, ভ্যানে ধাক্কা মেরে পালানোর চেষ্টা করেছিলেন গাড়ি চালক। পালানোর সময় রাস্তায় দাঁড় করানো আরেকটি গাড়িকে ধাক্কা মারেন। এরপর গাড়ি ফেলে পালিয়ে যান চিকিৎসক। রাত ৯টা নাগাদ অভিযুক্ত চিকিৎসক দেবজিৎ বিশ্বাসকে গ্রেফতার করে কাশীপুর থানার পুলিশ। ধৃতের দাবি, গাড়ি চালাতে চালাতে ঘুমিয়ে পড়ায় এই দুর্ঘটনা।
শনিবার অর্থাৎ গতকাল বিকেল ৪টে নাগাদ এই দুর্ঘটনা ঘটেছে। জানা গিয়েছে, সিঁথির মোড়ের কাছে মার বাগান এলাকায় এই দুর্ঘটনা ঘটেছে। মার বাগান এলাকায় একটি গলির ভিতর থেকে ভ্যান নিয়ে বেরোচ্ছিলেন এক ব্যক্তি। শ্যামবাজারের দিক থেকে আসা একটি গাড়ি সজোরে ধাক্কা মারে ওই ভ্যানওয়ালাকে। পুলিশ সূত্রে খবর, পিছন দিক থেকে এসে চিকিৎসকের গাড়ি ধাক্কা মেরেছিল ভ্যানচালককে। তার জেরেই ভ্যান থেকে ছিটকে রাস্তায় পড়ে যান ওই ভ্যানচালক। পরে মৃত্যু হয়েছে ওই ভ্যান চালকের। দুর্ঘটনার পর গাড়ি ফেলে রেখে পালিয়ে গিয়েছিলেন চালক। পুলিশ সূত্রে জানা গিয়েছে, এক চিকিৎসক ওই গাড়ি চালাচ্ছিলেন। ওই চিকিৎসক এবং ঘাতক গাড়িটিকে ইতিমধ্যেই আটক করা হয়েছে। ভ্যানচালককে ধাক্কা মারার পর চিকিৎসকের গাড়ি আর একটি গাড়িতে ধাক্কা মেরেছিল বলে শোনা যাচ্ছে। এরপর গাড়ি ফেলে রেখে ওই চিকিৎসক পালিয়ে যাওয়ার চেষ্টা করেছিলেন এমনটাই দাবি প্রত্যক্ষদর্শীদের। পরে রাত ৯টা নাগাদ ওই অভিযুক্ত চিকিৎসককে গ্রেফতার করা পুলিশ।
পুলিশ সূত্রে খবর, গাড়ি চালাতে চালাতে তন্দ্রাচ্ছন্ন হয়ে পড়েছিলেন চিকিৎসক। তার জেরেই ঘটেছে দুর্ঘটনা। তবে প্রত্যক্ষদর্শীদের দাবি, প্রচণ্ড গতিতে আসছিল গাড়িটি। স্বাভাবিকের থেকে গাড়ির গতি অনেকটাই বেশি ছিল। আর তার ফলেই নিয়ন্ত্রণ রাখতে না পেরে ভ্যানচালককে ধাক্কা মেরেছে চিকিৎসকের গাড়ি। অভিযুক্ত চিকিৎসককের উপযুক্ত এবং কঠোর শাস্তির দাবি জানিয়েছেন এলাকাবাসী। জানা গিয়েছে, মৃত ব্যক্তি অনেকদিন ধরেই ওই এলাকায় ভ্যানচালকের কাজ করতেন। এই ব্যক্তির এ হেন নির্মম পরিণতিতে শোকস্তব্ধ স্থানীয় বাসিন্দারা।
আরও পড়ুন- মুকুন্দপুরে হেলে পড়া বহুতলের হদিশ ! প্রজাতন্ত্র দিবসের সকালে আতঙ্কে বাসিন্দারা..
আরও পড়ুন- প্যাডেলে পা দিয়েই ঘুরেছেন কামাখ্যা, এবার স্ত্রীকে ভ্যানে চাপিয়ে কুম্ভের পথে কৃষ্ণনগরের বাঁকাচাঁদ
আরও দেখুন