নোদাখালীতে তুলকালাম, তৃণমূল নেতাকে লক্ষ্য করে গুলি
![নোদাখালীতে তুলকালাম, তৃণমূল নেতাকে লক্ষ্য করে গুলি নোদাখালীতে তুলকালাম, তৃণমূল নেতাকে লক্ষ্য করে গুলি](https://i0.wp.com/feeds.abplive.com/onecms/images/uploaded-images/2025/01/25/aba5ec2c80ce1c3ff1007c45a52ffb7f1737795688533967_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&w=991&resize=991,564&ssl=1)
South 24 Pargana: প্রকাশ্য রাস্তায় তৃণমূল নেতাকে লক্ষ্য করে গুলি। মালদার পর এবার ডায়মন্ডহারবার লোকসভা কেন্দ্রের নোদাখালি। ডায়মন্ডহারবার লোকসভা কেন্দ্রের নোদাখালিতে গুলিবিদ্ধ তৃণমূল নেতা। ‘রাস্তায় দাঁড়িয়ে ছিলেন তৃণমূল নেতা কৃষ্ণ মণ্ডল’। ৩ বাইক আরোহী দুষ্কৃতী এসে গুলি চালায়, দাবি প্রত্যক্ষদর্শীদের। তৃণমূল নেতার অবস্থা আশঙ্কাজনক, আনা হচ্ছে কলকাতায়।
স্যালাইনকাণ্ডে এফআইআরে নাম থাকা ২ চিকিৎসককে ভবানীভবনে জিজ্ঞাসাবাদ সিআইডির: এদিকে, স্যালাইনকাণ্ডে এফআইআরে নাম থাকা ২ চিকিৎসককে ভবানীভবনে জিজ্ঞাসাবাদ সিআইডির। চিকিৎসক দিলীপ কুমার পাল ও চিকিৎসক হিমাদ্রি নায়েককে জিজ্ঞাসাবাদ। মেদিনীপুর মেডিক্যাল কলেজের ২ চিকিৎসককে জিজ্ঞাসাবাদ সিআইডি-র। প্রসূতি মৃত্যুর দিন অপারেশন থিয়েটারে থাকার কথা ছিল ২ চিকিৎসকের, ২ চিকিৎসকের নাম ছিল এফআইআরে। সরকারি হাসপাতালে চিকিৎসা না করে ২ চিকিৎসক অন্য জায়গায় ছিলেন বলে অভিযোগ। অভিযুক্ত হিসেবে ২ জনকে সমন করে সিআইডি। স্যালাইনকাণ্ডে ১৩ জন চিকিৎসকের বিরুদ্ধে অনিচ্ছাকৃত খুনের মামলা রুজু করা হয়।