# Tags
#Blog

ফের ডিএ বাড়বে, সেপ্টেম্বরেই সুখবর ! কেন্দ্রীয় সরকারি কর্মীরা কত পাবেন হাতে ?

ফের ডিএ বাড়বে, সেপ্টেম্বরেই সুখবর ! কেন্দ্রীয় সরকারি কর্মীরা কত পাবেন হাতে ?
Listen to this article


DA News: অপেক্ষার দিন শেষ হতে পারে শীঘ্রই। সেপ্টেম্বরেই আসতে পারে সুখবর। কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা (Government Employees) পেতে পারেন আরও ৩ শতাংশ মহার্ঘ ভাতা (DA)।  জুলাই 2024 থেকে কার্যকর হবে এই ঘোষণা। সূত্র জানিয়েছে,  3 শতাংশ ডিএ বৃদ্ধি (DA Hike) নিশ্চিত হলেও এটি 4 শতাংশেও বাড়তে পারে।

কত পাবেন কর্মীরা
বর্তমানে, মহার্ঘ ভাতা মূল বেতনের 50 শতাংশে দাঁড়িয়েছে। শোন যাচ্ছে, 7ম বেতন কমিশন অনুযায়ী DA মূল বেতনের সঙ্গে মার্জ করা হবে। সূত্র বলেছে, “50 শতাংশের বেশি মহার্ঘ ভাতার ক্ষেত্রে ডিএ মূল বেতনের সঙ্গে মার্জ হবে না। 8 তম বেতন কমিশন গঠন না হওয়া পর্যন্ত এটি চলতে থাকবে। মার্জের পরিবর্তে ডিএ 50 শতাংশ অতিক্রম করার ক্ষেত্রে এইচআরএ সহ ভাতা বাড়ানোর বিধান রয়েছে, যা ইতিমধ্যে হয়ে গেছে।” মনে রাখতে হবে চতুর্থ বেতন কমিশনে ডিএ সর্বোচ্চ 170 শতাংশে পৌঁছেছিল।

মার্চেই বেড়েছিল মহার্ঘ ভাতা
2024 সালের মার্চ মাসে ডিএ বৃদ্ধিতে কেন্দ্রীয় সরকার মূল বেতনের 4 শতাংশ থেকে 50 শতাংশ পর্যন্ত মহার্ঘ ভাতা বাড়িয়েছিল। সরকারও ডিয়ারনেস রিলিফ (ডিআর) 4 শতাংশ বাড়িয়েছে।
ডিএ দেওয়া হয় সরকারি কর্মচারীদের, আর ডিআর দেওয়া হয় পেনশনভোগীদের। DA এবং DR বছরে দুবার বাড়ানো হয়, যা জানুয়ারি এবং জুলাই থেকে কার্যকর হয়৷

সরকার কীভাবে ডিএ  ঠিক করে ?
অল-ইন্ডিয়া CPI-IW-এর 12 মাসিক গড় বৃদ্ধির শতাংশের ভিত্তিতে ডিএ এবং ডিআর বৃদ্ধির সিদ্ধান্ত নেওয়া হয়। যদিও কেন্দ্রীয় সরকার প্রতি বছর 1 জানুয়ারি এবং 1 জুলাই ভাতাগুলি সংশোধন করে। সেই ক্ষেত্রে সিদ্ধান্তটি সাধারণত মার্চ এবং সেপ্টেম্বর/অক্টোবরে ঘোষণা করা হয়। 2006 সালে কেন্দ্রীয় সরকার কেন্দ্রীয় সরকারী কর্মচারী এবং পেনশনভোগীদের জন্য ডিএ এবং ডিআর গণনা করার সূত্রটি সংশোধন করেছিল।

Dearness Allowance Percentage = ((Average of All-India Consumer Price Index (Base Year 2001=100) for the past 12 months -115.76)/115.76)x100.

For Central public sector employees: Dearness Allowance Percentage = ((Average of All-India Consumer Price Index (Base Year 2001=100) for the past 3 months -126.33)/126.33)x100.

অষ্টম বেতন কমিশন গঠন

অষ্টম বেতন কমিশন গঠন নিয়ে ইতিমধ্যেই জোর জল্পনা শুরু হয়েছে। যেখানে ২০২৬ সালের ১ জানুয়ারি অষ্টম বেতন কমিশন গঠন হবে বলে সবাই আশা করেছিল। ইতিমধ্যেই 2024 সালের জুন মাসে এই নিয়ে সরকারের কাছে আবেদন যায়। আজ সংসদে সেই বিষয়টি স্পষ্ট করেন মন্ত্রী। কেন্দ্রীয় অর্থ প্রতিমন্ত্রী পঙ্কজ চৌধুরী রাজ্যসভায় একটি লিখিত উত্তরে বলেছেন, ”বর্তমানে এই জাতীয় কোনও প্রস্তাব সরকারের বিবেচনায় নেই।” সাধারণত, সরকারি কর্মচারীদের পারিশ্রমিক সংশোধন করার জন্য প্রতি 10 বছরে কেন্দ্রীয় সরকার বেতন কমিশন গঠন করে।

আরও পড়ুন : LPG Cylinder Price: দাম বাড়ল রান্নার গ্যাসের, মাসের প্রথমেই বড় ধাক্কা !

আরও দেখুন



Source link

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

Review Your Cart
0
Add Coupon Code
Subtotal