রাতের শহরে ফের দুর্ঘটনা, বেপরোয়া ট্রাকের বলি স্কুটি চালক
<p><strong>রঞ্জিত সাউ, কলকাতা :</strong> শহরের বুকে ফের পথ দুর্ঘটনা। ট্রাকের ধাক্কায় প্রাণ গেল স্কুটি চালকের। গতকাল, বুধবার রাতে নিউটাউনের আকাঙ্ক্ষা মোড়ে বেপরোয়া গতির জেরে দুর্ঘটনা ঘটিয়েছে একটি ট্রাক। দ্রুত গতিতে থাকা ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি স্কুটিতে ধাক্কা মারে। ছিটকে গাড়ির নীচেই পড়ে যান স্কুটি চালক। গুরুতর জখম অবস্থায় তাঁকে হাসপাতালে নিয়ে গেলে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। জানা গিয়েছে, মৃতের নাম পার্থ দে। তাঁর বাড়ি ট্যাংরা এলাকায়। গুরুতর আহত অবস্থায় স্কুটি চালককে পুলিশ বিধাননগর মহকুমা হাসপাতালে নিয়ে গেলে তাঁকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। </p>
<p>রাতের শহরে বেপরোয়া গতির জেরে দুর্ঘটনা এবং প্রাণহানির ঘটনা কলকাতায় নতুন নয়। রাস্তায় স্পিডোমিটার বসিয়ে যানবাহন নিয়ন্ত্রণ করার চেষ্টা চলছে। তাহলে কি বেপরোয়া গতি রোধ করতে ব্যর্থ ট্রাফিক পুলিশ? কোনওভাবেই সম্ভব হচ্ছে না গতির নিয়ন্ত্রণ, উঠছে প্রশ্ন? ট্রাকটিকে আটক করা হয়েছে। ট্রাকের চালককে গ্রেফতার করেছে ইকোপার্ক থানার পুলিশ। গতকালে রাতে সড়ে ১০টা নাগাদ নিউটাউনের আকাঙ্খা মোড়ে এই দুর্ঘটনা ঘটেছে। </p>
<p>কয়েকদিন আগেই মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে যাদবপুর এইট বি বাস স্ট্যান্ডের কাছে </p>
<p>বছর তিনেকের মেয়েকে স্কুলে দিতে যাচ্ছিলেন মা-বাবা। বেপরোয়া সরকারি বাসের ধাক্কায় বাইক পড়ে প্রাণ গেল মায়ের। যাদবপুর এইট বি বাস স্ট্যান্ডের মর্মান্তিক দুর্ঘটনা। গুরুতর আহত হন শিশুর বাবা। তাঁকে আশঙ্কাজনক অবস্থায় EDF হাসপাতালে ভর্তি করা হয়েছে। অল্পের জন্য প্রাণে বেঁচেছে বছর তিনেকের শিশুকন্যা। </p>
<p>কিছুদিন আগে মর্মান্তিক পথ দুর্ঘটনা ঘটেছিল বেহালায় </p>
<p>বেহালায় বেপরোয়া গাড়ির ধাক্কায় মৃত্যু হয় সাইকেল আরোহী মহিলার। পর্ণশ্রী পলিটেকনিক কলেজের সামনে এই দুর্ঘটনা ঘটেছিল। বাজার সেরে স্বামীর সাইকেলে চড়ে ফিরছিলেন প্রভাবতী গন্দ। পিছন থেকে বেপরোয়া গাড়ি সাইকেলে ধাক্কা মারে। চাকায় পিষ্ট হয়ে যান বছর পঞ্চাশের মহিলা। বিদ্যাসাগর হাসপাতালে নিয়ে গেলে তাঁকে মৃত বলে ঘোষণা করা হয়। মহিলার স্বামীও গুরুতর জখম হন। তাঁকে SSKM হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। বেপরোয়া গাড়ির চালককে আটক করে পর্ণশ্রী থানার পুলিশ। </p>
<p>ঢালাই ব্রিজের ব্যস্ত এলাকাতেও সম্প্রতি ঘটেছে ভয়াবহ এক পথ দুর্ঘটনা </p>
<p>ঢালাই ব্রিজ শহরের অন্যতম ব্যস্ততম এলাকা। দিনভর এখান দিয়ে প্রচুর গাড়ি যাতায়াত করে। দুর্ঘটনার দিন সকালে কামালগাজির দিক থেকে একটা ম্যাটাডোর গাড়ি আসছিল। বেপরোয়া গতিতে এসে যাত্রীবাহী অটোয় ধাক্কা মারে। এর জেরে আশপাশের জেরে থাকা ২-৩টি অটোও দুর্ঘটনার কবলে পড়ে। প্রত্যক্ষদর্শীরা জানান, ম্যাটাডোরের ধাক্কায় অটোটি পুরো পাল্টি খেয়ে যায়। অটোয় থাকা যাত্রীরা আহত হন। </p>
<p><a title="আরও পড়ুন- ঘন কুয়াশার দাপটে দিকভ্রষ্ট লঞ্চ, আটকে গেল নদীর চরে, পাঁজাকোলা করে উদ্ধার যাত্রীদের " href="https://bengali.abplive.com/district/passenger-launch-got-stuck-in-river-bed-due-to-dense-fog-1116774" target="_blank" rel="noopener">আরও পড়ুন- ঘন কুয়াশার দাপটে দিকভ্রষ্ট লঞ্চ, আটকে গেল নদীর চরে, পাঁজাকোলা করে উদ্ধার যাত্রীদের </a></p>
Source link