# Tags
#Blog

গঙ্গার নীচ দিয়ে যাত্রা আরও সহজ, কাল থেকে বাড়তি পরিষেবা মেট্রোয়, আরও ঘন ঘন ট্রেন

গঙ্গার নীচ দিয়ে যাত্রা আরও সহজ, কাল থেকে বাড়তি পরিষেবা মেট্রোয়, আরও ঘন ঘন ট্রেন
Listen to this article


কলকাতা: যাত্রীদের সুবিধার্থে মেট্রোয় এবার বাড়তি পরিষেবা মিলবে। হাওড়া ময়দান থেকে ধর্মতলা স্টেশন পর্যন্ত গ্রিন লাইন ২-তে মিলবে বাড়তি পরিষেবা। এতদিন ওই রুটে সপ্তাহে মোট ১১৪টি রেক চলত। ২৩ জানুয়ারি, বৃহস্পতিবার থেকে ট্রেনের সংখ্যা বাড়িয়ে ১৩০ করা হচ্ছে। পাশাপাশি, রবিবারও আগের তুলনায় বেশি ট্রেন চালানো হবে। (Kolkata Metro)

কলকাতা মেট্রোর তরফে এই মর্মে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। জানানো হয়েছে, বৃহস্পতিবার থেকে ধর্মতলা ও হাওড়া ময়দান স্টেশন থেকে বাড়তি পরিষেবা মিলবে। হাওড়া ময়দান স্টেশন থেকে  সকাল ৭টায় প্রথম ট্রেনটি ছাড়বে। ধর্মতলা থেকেও প্রথম ট্রেন ছাড়বে সকাল ৭টায়। দুই স্টেশনেই রাত ৯টা বেজে ৪৫ মিনিট পর্যন্ত মেট্রো পরিষেবা মিলবে। হাওড়া ময়দান এবং ধর্মতলা স্টেশন থেকে রাত ৯টা বেজে ৪৫ মিনিটেই ছাড়বে শেষ ট্রেন। (Kolkata-Howrah Metro Services)

এর পাশাপাশি, গোটা সপ্তাহ জুড়ে ব্যস্ত সময়ে প্রতি ১২ মিনিট অন্তর ট্রেন চালানো হবে। বাদ বাকি সময়ে ট্রেন চলবে ১৫ মিনিট অন্তর। এতদিন রবিবার গ্রিন লাইন ২-তে ৪৬টি ট্রেন চলত। এবার থেকে রবিবার মোট ৬২টি ট্রেন চলবে। রবিবার দুপুর ২টো বেজে ১৫ মিনিটে মেট্রো পরিষেবা শুরু হবে। শেষ ট্রেন পাওয়া যাবে রাত ৯টা বেজে ৪৫ মিনিটে। রবিবার ১৫ মিনিট অন্তর চলবে ট্রেন। এতে কলকাতা এবং হাওড়া, দুই শহরের বাসিন্দারাই উপকৃত হবে বলে আশাবাদী মেট্রো কর্তৃপক্ষ। 

গ্রিন লাইন ২-তে পরিষেবা বাড়ানোর পাশাপাশি, ইস্ট-ওয়েস্ট মেট্রোর গ্রিন লাইন ১-এও দ্রুত গতিতে কাজ চলছে। ইস্ট-ওয়েস্ট মেট্রো করিডরের আওতায়, শীঘ্রই ওই রুটে পরিষেবা চালু করতে আশাবাদী মেট্রো কর্তৃপক্ষ। এতে শিয়ালদা থেকে ধর্মতলা পর্যন্ত মেট্রো চলবে। একদিন আগেই সফল ট্রায়াল রান সম্পন্ন হয় বৌবাজারের নীচ দিয়ে। আপাতত কেন্দ্রের তরফে ছাড়পত্র মেলার অপেক্ষা। 

এই মুহূর্তে বিচ্ছিন্ন ভাবে ইস্ট-ওয়েস্ট করিডরে মেট্রে পরিষেবা চালু রয়েছে। সল্টলেক সেক্টর ফাইভ থেকে শিয়ালদা এবং ধর্মতলা থেকে হাওড়া ময়দান পর্যন্ত চালু রয়েছে যাত্রী পরিষেবা। শিয়ালদা থেকে ধর্মতলার মধ্যে দূরত্ব ২.৬৩ কিলোমিটার। কিন্তু বৌবাজারে মাটির অবনমনের জন্য বার বার কাজে বাধা আসে। সেই কারণে পরিষেবা চালু করতেও দেরি হয়ে যায়। অত্যাধুনিক প্রযুক্তিকে কাজে লাগিয়ে, সেই প্রতিবন্ধকতা অতিক্রম করা গিয়েছে বলে জানিয়েছেন মেট্রো কর্তৃপক্ষ।

আরও দেখুন



Source link

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

Review Your Cart
0
Add Coupon Code
Subtotal