# Tags
#Blog

Monali Thakur: কোচবিহারে মঞ্চে উঠে আচমকাই শ্বাসকষ্ট মোনালির, ভর্তি করা হয় হাসপাতালে…

Monali Thakur: কোচবিহারে মঞ্চে উঠে আচমকাই শ্বাসকষ্ট মোনালির, ভর্তি করা হয় হাসপাতালে…
Listen to this article


জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: মঙ্গলবার দিনহাটা উত্‍সবে গান গাইতে এসে অসুস্থ হয়ে পড়েন সঙ্গীতশিল্পী মোনালি ঠাকুর (Monali Thakur)। জানা যায় দিনহাটার সংস্কৃতি ময়দানে মঞ্চে উঠে আচমকাই শ্বাসকষ্ট শুরু হয় তাঁর। শো বন্ধ করে তাঁকে দ্রুত কোচবিহারের একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাঁকে। মধ্যরাতে তাঁকে হাসপাতালে ভর্তি করা হলেও পরবর্তীকালে তাঁকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়। আপাতত তিনি স্থিতিশীল। 

আরও পড়ুন- Saif Ali Khan Stabbing Case: প্রাণে বাঁচিয়েছিলেন সইফকে! সুস্থ হয়েই অটো চালককে ডেকে পাঠালেন অভিনেতা, ভজন পেলেন পুরষ্কারও…

জানা যায় যে বেশ কয়েকদিন ধরেই ভাইরাল জ্বরে আক্রান্ত মোনালি। বুকে-পিঠে সর্দি বসায় গলা দিয়ে স্বর বেরোচ্ছিল না তাঁর। কিন্তু যেহেতু তিনি আগেই শোয়ের অগ্রিম নিয়ে নিয়েছিলেন ও কথা দিয়েছিলেন তিনি আসবেন, সেই কারণেই শো মিস করতে চাননি তিনি। মোনালির দিদি মেহুলির দাবি, মঙ্গলবার যে ছোট বিমানে চেপে কোচবিহার যান মোনালি সেই বিমানে এয়ার প্রেসার নিয়ন্ত্রণের সরঞ্জাম ছিল না। সেই যাত্রার সময়েই  বিমানের ভিতরে অসুস্থ বোধ করতে থাকেন গায়িকা। মেহুলি বোনের অসুস্থতার খবর জেনে সঙ্গে সঙ্গে চিকিৎসকের সঙ্গে যোগাযোগও করেন। তবে মঞ্চে শেষ অবধি পারফর্ম করতে পারলেন না মোনালি। 

আরও পড়ুন- Saif Ali Khan stabbing case: বাংলাদেশে একাধিক খুনের আসামি! সাজা থেকে বাঁচতে ভারতে পালিয়ে আসে সইফকাণ্ডে ধৃত শরিফুল…

তবে মঙ্গলবার হাসপাতালে প্রাথমিক কিছু চিকিত্‍সার পরেই বুধবার মুম্বই ফিরে যাচ্ছেন মোনালি। সেখানে চিকিৎসা করাবেন। প্রয়োজনে কিছু দিন হয়তো বিশ্রাম নেবেন মোনালি। প্রসঙ্গত, উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহর বাবা কমল গুহর জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত হয়েছিল এই কনসার্ট। কনসার্টের কিছু মুহূর্ত সোশ্যাল মিডিয়ায় ইতোমধ্যেই ভাইরাল হয়েছে, তবে স্টেজ ছাড়ার সময় মোনালির অসুস্থতার খবর জেনে উদ্বিগ্ন হয়ে পড়েন শ্রোতারা।

 

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)





Source link

Mohammed Shami | IND vs ENG 1st T20I: শামির আন্তর্জাতিক কামব্যাকের অপেক্ষায় ইডেন, কপিলদের দলে ঢুকে লিখতে পারেন ইতিহাসও!

Mohammed Shami | IND vs ENG 1st

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

Review Your Cart
0
Add Coupon Code
Subtotal