‘আর জি করে চিকিৎসক ধর্ষণ-খুনে সঞ্জয়ের আমৃত্যু কারাদণ্ড’, কী বললেন কুণাল?
ABP Ananda Live: ‘আর জি করের ঘটনা আমরা মনে করি একটা পৈশাচিক ঘটনা। মুখ্যমন্ত্রী তিনি প্রথম থেকেই ফাঁসি চেয়েছিলেন। কলকাতা পুলিশ ২৪ ঘণ্টার মধ্যেই গ্রেফতার করেছিল দোষীকে, পরবর্তী কালে সিবিআই তদন্ত হয়, এবং দোষটা প্রমাণিত হয়েছিল। কী শাস্তি দেওয়া হবে সম্পূর্ণভাবে বিচারকের সিদ্ধান্ত। এক্ষেত্রে বিচারক সঞ্জয় রায়কে আমৃত্যু যাবজ্জীবনের রায় দিয়েছেন ফাঁসির রায় দেননি। কয়েকদিন আগে এইধরনের ঘটনার ক্ষেত্রে বিচার হয়েছে এবং উপযুক্ত শাস্তিও হয়েছে’, বললেন কুণাল ঘোষ।
সঞ্জয় রায়ের কঠোরতম শাস্তি চেয়ে কোর্টে সিবিআইয়ের আইনজীবী সওয়াল করেন, ‘সর্বোচ্চ শাস্তি দেওয়া হোক, যাতে বিচারব্যবস্থার প্রতি সমাজের আস্থা থাকে।’ অন্যদিকে, সঞ্জয় রায়ের পক্ষে আইনজীবী সওয়াল করেন, ‘মৃত্যুদণ্ডের বিকল্প কিছু আছে কি না, তা সুপ্রিম কোর্টের সঙ্গে আলোচনা করে ঠিক হোক।’ সব পক্ষের বক্তব্য শোনার পর পৌনে ৩টে নাগাদ নির্দেশ দেওয়ার কথা বলেছিলেন বিচারক। সেইমতো নির্ধারিত সময়ে সাজা ঘোষণা করেন তিনি। তবে, সঞ্জয়ের মৃত্যুদণ্ড হতে পারে বলে অনেকেই মনে করেছিলেন। কিন্তু, তাকে আমৃত্যু কারাদণ্ড দেওয়া হয়। যদিও সিবিআই ও নির্যাতিতার আইনজীবীর তরফে, তার সর্বোচ্চ সাজার দাবি করা হয়েছিল এদিন। বিচারকের বক্তব্য, সামনে যে তথ্যপ্রমাণ রয়েছে, তার ভিত্তিতে তিনি এই ঘটনাকে বিরলের মধ্যে বিরলতম বলে মনে করছেন না। এদিকে এই সাজা ঘোষণা পর নিহতের পরিবারের তরফে আইনজীবী, সিবিআইয়ের তদন্ত-প্রক্রিয়া এবং সিবিআই যে তথ্যপ্রমাণ পেশ করেছে, তা নিয়ে তিনি প্রশ্ন তোলেন। অর্থাৎ, সিবিআই ঠিকভাবে তদন্ত করেনি বলে তাঁর অভিযোগ।