# Tags
#Blog

আয়কর রিটার্ন ফাইলের মেয়াদ কি বাড়ানো হল ?

আয়কর রিটার্ন ফাইলের মেয়াদ কি বাড়ানো হল ?
Listen to this article


ITR filing 2024: আয়কর রিটার্ন ফাইলের (ITR Filing) মেয়াদ কি বাড়ানো হয়েছে? কিংবা আয়কর রিটার্নের মেয়াদ (Incom Tax Return Filing) কি বাড়ানো হবে? আপাতত এই প্রশ্ন ঘুরছে অনেকের মনেই। এর মধ্যে আয়কর বিভাগের (Income Tax Department) তরফ থেকে এক্স মাধ্যমে একটি পোস্ট করে দেওয়া হয়েছে বেশ কিছু তথ্য। এক্স মাধ্যমে আয়কর বিভাগের তরফে জানানো হয়েছে আজ অর্থাৎ ৩১ জুলাই সন্ধে ৭টা পর্যন্ত ৫০ লক্ষেরও বেশি আইটিআর ফাইল করা হয়েছে। আর এ যাবৎ মোট ৭ কোটিরও বেশি আয়কর রিটার্ন ফাইল করা হয়েছে ৩১ জুলাই ডেডলাইনের মধ্যে। এমনটাই জানিয়েছে আয়কর দফতর। ২০২৪-২৫ অর্থবর্ষ এবং ২০২৩-২৪ অর্থবর্ষের আইটিআর জমার শেষ দিন এখনও পর্যন্ত ৩১ জুলাই। আয়কর বিভাগের তরফে আইটিআর ফাইলের মেয়াদ বৃদ্ধির কোনও তথ্য এখনও ঘোষণা করা হয়নি। 

দেখে নিন এক্স মাধ্যমে আয়কর বিভাগের তরফে কী তথ্য প্রদান করা হয়েছে 

 

 

এক্স মাধ্যমের ওই পোস্টে আয়কর বিভাগের তরফে এও জানানো হয়েছে যে, যাঁরা আইটিআর ফাইল করছেন তাঁদের সাহায্যের জন্য হেল্পডেস্কে কর্মীরা 24×7 অক্লান্ত পরিশ্রম করছে। ফোনকল, লাইভ চ্যাট, ওয়েব-এক্স সেশন এবং এক্স মাধ্যমের সাহায্যে আইটিআর ফাইল করছেন যাঁরা, তাঁদের যাবতীয় সুবিধা এবং সমস্যা সমাধানে প্রয়োজনীয় পরামর্শ দেওয়া হচ্ছে ওই হেল্পডেস্কের মাধ্যমে, একথাও জানিয়েছে আয়কর দফতর। এর পাশাপাশি ডেডলাইন শেষ হওয়ার আগে ৭ কোটিরও বেশি আইটিআর ফাইল হওয়ার যে মাইলস্টোন তৈরি হয়েছে তার জন্যেই সাধারণ মানুষকে ধন্যবাদ জানিয়েছে আয়কর বিভাগ। সেই সঙ্গে যাঁরা এখনও আয়কর রিটার্ন ফাইল করেননি তাঁদের দ্রুত আইটিআর ফাইল করার আবেদনও জানানো হয়েছে আয়কর দফতরের তরফে। 

আরও পড়ুন- এই রাজ্যের মানুষদের এক টাকাও কর দিতে হয় না, কারণ জানলে অবাক হবেন 

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও দেখুন





Source link

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

Review Your Cart
0
Add Coupon Code
Subtotal