# Tags
#Blog

মেদিনীপুর মেডিক্যালে প্রসূতি মৃত্যুর ঘটনায় সাসপেন্ড হওয়া ১২ জনের বিরুদ্ধে এফআইআর দায়ের

মেদিনীপুর মেডিক্যালে প্রসূতি মৃত্যুর ঘটনায় সাসপেন্ড হওয়া ১২ জনের বিরুদ্ধে এফআইআর দায়ের
Listen to this article


FIR Against Suspended Doctors: মেদিনীপুর মেডিক্যালে প্রসূতি মৃত্যুর ঘটনায় সাসপেন্ড হয়েছেন ১২ জন চিকিৎসক। এবার তাঁদের বিরুদ্ধে দায়ের হল এফআইআর। ডেপুটি সিএমওএইচের অভিযোগের ভিত্তিতে এই ১২ জনের বিরুদ্ধে দায়ের করা হয়েছে এফআইআর। নবান্ন আগেই ঘোষণা করেছিল এই ১২ জনের বিরুদ্ধে সিআইডি তদন্ত হবে। মেদিনীপুর মেডিক্যাল কলেজে প্রসূতি মৃত্যুর ঘটনার পরই প্রকাশ্যে এসেছিল রিঙ্গার ল্যাকটেন্ট স্যালাইনের নাম। জানা গিয়েছিল, এই স্যালাইন গতবছর মার্চ মাসে ব্ল্যাক লিস্ট করেছিল কর্নাটক সরকার। ডিসেম্বর মাসে পশ্চিমবঙ্গেও এই স্যালাইন নির্মাণে নিষেধাজ্ঞা জারি করা হয়। অথচ তারপরেও সরকারি হাসপাতালে রমরমিয়ে চলছিল আরএল স্যালাইনের ব্যবহার। 

এদিকে বৃহস্পতিবার নবান্ন থেকে মুখ্যমন্ত্রী তথা স্বাস্থ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ১২ জন চিকিৎসকের সাসপেন্ড হওয়ার কথা ঘোষণা করলেও রিঙ্গার ল্যাকটেন্ট স্যালাইন নির্মাণকারী সংস্থার বিরুদ্ধে রাজ্য সরকারের বর্তমানে পদক্ষেপ কী, সেই ব্যাপারে কিছুই জানা যায়নি।  

আরও দেখুন



Source link

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

Review Your Cart
0
Add Coupon Code
Subtotal