পাঁচে পাঁচ, ধোনি জাডেজাদের সিএসকেকে পিছনে ফেলে বিশেষ তালিকায় ফের শীর্ষে কোহলিদের আরসিবি
নয়াদিল্লি: আইপিএলে (IPL) ট্রফি জয়ের ভাঁড়ার শূন্য। তাতে কী। বিরাট কোহলিদের ফ্র্যাঞ্চাইজি রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (Royal Challengers Bengaluru) কোনওদিনই জনপ্রিয়তায় পিছনে ছিল না। আইপিএলের সবথেকে জনপ্রিয় দল হিসাবে নিজেদের শাসন অব্যাহত রাখাল আরসিবি।
ভারতের ‘গার্ডেন সিটি’-র ফ্র্যাঞ্চাইজি সোশ্যাল ইনসাইডার এবং সিএম, দুই সোশ্যাল মিডিয়া অ্যানালিটিক্স টুলের বিচারে জনপ্রিয়তায় সবথেকে এগিয়ে। আবারও। এই নিয়ে নাগাড়ে পাঁচ বছর। রিপোর্ট অনুযায়ী আরসিবির বিভিন্ন পোস্টে ফেসবুক, এক্স, ট্যুইটার, ইউটিউব, সোশ্যাল মিডিয়ার না না প্ল্যাটফর্ম মিলিয়ে মোট দুই বিলিয়ন প্রতিক্রিয়া এসেছে। এই প্রতিক্রিয়ার নিরিখে দ্বিতীয় স্থানে থাকা চেন্নাই সুপার কিংসের (Chennai Super Kings) থেকে কোহলিদের দল প্রায় ২৫ শতাংশ এগিয়ে। আরসিবি যে সোশ্য়াল মিডিয়াতে আরও উন্নতি করেছে, তা বিভিন্ন প্ল্যাটফর্ম মিলিয়ে তাঁদের ফলোয়ার সংখ্যা পাঁচ মিলিয়ন বাড়াতেই স্পষ্ট বোঝা যায়।
আরসিবি কিন্তু গোটা বিশ্বের সব দল মিলিয়ে ইনস্টাগ্রামে প্রতিক্রিয়ার নিরিখে প্রথম পাঁচ দলের মধ্যে রয়েছেন। ম্যাঞ্চেস্টার ইউনাইটেড, লিভারপুলদের থেকে এই নিরিখে কিন্তু কোহলির আরসিবি এগিয়ে যা এই ফ্র্যাঞ্চাইজির জনপ্রিয়তারই পরিচয়বাহক। এছাড়া ওয়াটসঅ্যাপে আরসিবি ব্রডকাস্ট চ্যানেলে মোট ৭.৫ মিলিয়ন ফলোয়ার রয়েছে, যা সব ফ্র্যাঞ্চাইজিগুলির মধ্যে সর্বাধিক।
প্রসঙ্গত, প্রতিবারের আইপিএলের মতো এবারও নজর থাকবে তাঁর দিকে। তিনি মহেন্দ্র সিংহ ধোনি। এ মরশুমের আইপিএলে মাহির খেলা নিয়ে প্রবল প্রশ্নচিহ্ন ছিল। তবে শেষমেশ তাঁকে রিটেন করা হয়। তাই সিএসকে জার্সিতে তাঁকে যে ফের একবার খেলতে দেখা যাবে, তা নিশ্চিত। ধোনি আইপিএল বাদে আর কোনও প্রতিযোগিতামূলক টুর্নামেন্টে খেলেন না, তাই তো মাহি-ভক্তরা এই টুর্নামেন্টের দিকেই তাকিয়ে থাকেন। তবে ঠিক কতটা ফিট আইপিএলের সবথেকে সফলতম অধিনায়ক?
আইপিএলের আগে নিজের ফিটনেস নিয়ে বড় আপডেট দিলেন ধোনি। ক্যাপ্টেন কুল বলেছেন, ‘আগের মতো ফিট আমি নই। এখন অনেক বেশি পরিশ্রম করতে হয়। ক্রিকেটের জন্য ফিট থাকতে কী খাচ্ছি, কী করছি সব দিকে বাড়তি সচেষ্ট থাকতে হয়। তবে আমরা ফাস্টবোলার নই। ফলে ওদের মতো শারীরিক সক্ষমতা দরকার হয় না।’
ধোনির ফিটনেস মন্ত্র কী? নিজেই জানিয়েছেন মাহি। বলেছেন, ‘মাঝের সময় আমি বিভিন্ন ধরনের খেলাধুলোয় নিজেকে ফিট রাখি। খাওয়াদাওয়া, জিম সব কিছুতেই খেয়াল রাখতে হয়। সময় পেলেই আমি অন্যান্য খেলা যেমন টেনিস, ব্যাডমিন্টন, ফুটবল খেলি। তাতে নিজেকে সবচেয়ে ভালভাবে ফিট রাখা যায়।’ মার্চে শুরু হচ্ছে আইপিএল। এখন তাই অপেক্ষার প্রহর গুনছেন ক্রিকেটপ্রেমীরা।
আরও পড়ুন: সম্পূর্ণ ‘বেড রেস্ট’-র পরামর্শ বুমরাকে? জল্পনা নিয়ে নিজেই মুখ খুললেন তারকা ফাস্ট বোলার
আরও দেখুন